থ্রি জি ছড়া by আহমেদ খান
হাউকাউ করো কেন এসো বসো লাঞ্চে
এই দেখো কুল বাডি কত ডিশ আনছে!
থাই স্যুপ সাথে এই চিংড়িটা চায়নিজ
সসেজের পাশে রাখা ইউ নো মেয়োনিজ।
এই দেখো কুল বাডি কত ডিশ আনছে!
থাই স্যুপ সাথে এই চিংড়িটা চায়নিজ
সসেজের পাশে রাখা ইউ নো মেয়োনিজ।
মাটনের ঝাল কারি চিকেনের ফ্রাইটা
রাইসের সাথে খাও জানি ডুড প্রায় তা—
জুস আছে চেরি ফলে মিক্সচার ব্র্যান্ডির
না খেলে মমস বেবি, আছে ড্রিংক ক্যান্ডির।
বুল সিট! বসো কেন এক্ষুনি চেয়ারে?
পিক আগে তোলা হোক খাব সব শেয়ারে!
এই দেখো ল্যাপটপ ফেসবুক আছে না
দূরে আর কেউ নেই সব হানি কাছে না!
মোবাইলে পিক তুলে আপলোড করতে
এক পাও পারবে না কোনো দিকে নড়তে;
পাঁচ পিস ক্লোজ নিই দুটো নিই মাস্টার
পিকগুলো ফেসবুকে হবে ব্লকব্লাস্টার।
খিদে পেট? ডোন্ট ওয়ারি জাস্ট আর কয়টা—
পিক ছাড়া খেয়ে নেব কখনো কি হয় তা?
[সুকুমার রায়ের কাছে ক্ষমাপ্রার্থী]
রাইসের সাথে খাও জানি ডুড প্রায় তা—
জুস আছে চেরি ফলে মিক্সচার ব্র্যান্ডির
না খেলে মমস বেবি, আছে ড্রিংক ক্যান্ডির।
বুল সিট! বসো কেন এক্ষুনি চেয়ারে?
পিক আগে তোলা হোক খাব সব শেয়ারে!
এই দেখো ল্যাপটপ ফেসবুক আছে না
দূরে আর কেউ নেই সব হানি কাছে না!
মোবাইলে পিক তুলে আপলোড করতে
এক পাও পারবে না কোনো দিকে নড়তে;
পাঁচ পিস ক্লোজ নিই দুটো নিই মাস্টার
পিকগুলো ফেসবুকে হবে ব্লকব্লাস্টার।
খিদে পেট? ডোন্ট ওয়ারি জাস্ট আর কয়টা—
পিক ছাড়া খেয়ে নেব কখনো কি হয় তা?
[সুকুমার রায়ের কাছে ক্ষমাপ্রার্থী]
No comments