বাংলাদেশে মৌলবাদের রাজনৈতিক অর্থনীতি by অধ্যাপক আবুল বারকাত

(শেষাংশ) মৌলবাদী অর্থনীতি ও সংশ্লিষ্ট উগ্র সাম্প্রদায়িক রাজনীতি উভয়ই পশ্চাৎপদ। সুতরাং পশ্চাৎপদতা অপসারণ ও প্রগতি নিশ্চিতকরণে উল্লিখিত কর্মপ্রণালীদ্বয়ের ভিত্তিতে ব্যাপক জনগণকে ঐক্যবদ্ধ করার কোনো বিকল্প নেই। ধর্মান্ধ উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনগণের সুদৃঢ় এ ঐক্যের ভিত্তিতে যথাসম্ভব স্বল্প সময়ের মধ্যে নিচ্ছিদ্রভাবে সে


শর্ত সৃষ্টি করতে হবে যখন এদেশে আর কেউ যেন জন্মসূত্রে দরিদ্র না হতে পারে; আর সে লক্ষ্যে মুক্তি সংগ্রামে অর্জিত ১৯৭২-এর সংবিধানের জনকল্যাণকামী মূল বিধানসমূহ সম্পূর্র্ণ সচেতনভাবে বাস্তবায়িত করতে হবে, যার মধ্যে আছে মানুষের সমমর্যাদা, সব মানুষের সমসুযোগের অধিকার, কাজ পাবার অধিকার, বিজ্ঞানমনস্ক শিক্ষা পাবার অধিকার এবং স্বাস্থ্যসেবা পাবার অধিকার। মানুষের স্বাভাবিক বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী এসব সুযোগের অভাবই সে হতাশা-নিরাশা সৃষ্টি করে যার উপরই ভর করে ধর্মান্ধ উগ্র সাম্প্রদায়িকতা। দেশে উগ্র সাম্প্রদায়িকতা ও মৌলবাদের অর্থনৈতিক ভিত্তি যে মাত্রা নিয়েছে তাতে এ কথা নির্দ্বিধায় বলা যায় যে সংকট নিরসনে দ্বিধা-দ্বন্দ্ব ও কালক্ষেপণ মহাবিপর্যয়ের কারণ হতে পারে।

বাংলাদেশে জঙ্গী কর্মকাণ্ডে সংশ্লিষ্ট অথবা জঙ্গীবাদ সমর্থনকারী ইসলামী সংস্থাসমূহের নাম
১.আফগান পরিষদ, ২. আহলে হাদিস আন্দোলন, ৩. আহলে হাদিস যুব সংঘ (এএইচজেএস), ৪. আহলে হাদিস তবলিগা ইসলাম, ৫. আহসাব বাহিনী (আত্মঘাতী সুইসাইড গ্রুপ), ৫. আল হারামাইয়েন (এনজিও), ৬. আল হারাত আল ইসলামিয়া, ৭. আল ইসলাম মারর্টারস ব্রিগেড, ৮. আল ইসলামী সংহতি পরিষদ, আল জাজিরা, ৯. আল জিহাদ বাংলাদেশ, ১০ আল খিদমত, ১১. আল কুরত আল ইসলামী মারর্টারস, ১২. আল মারকাজুল আল ইসলামী, ১৩. আল মুজাহীদ, ১৪. আল কায়দা, ১৫. আল সাঈদ মুজাহিদ বাহিনী , ১৬. আল তানজীব, ১৭. আল উম্মাহ, ১৮.আল্লার দল, ১৯.আল্লার দল ব্রিগেড (আত্মঘাতী দল). ২০. আল ইয়াম্মা পরিষদ, ২১. আমানাতুল ফারকান আল খাইরিয়া, ২২. আমিরাত-ই-দিন, ২৩. আমরা ঢাকাবাসী, ২৩.আনজুমানে তালামজিয়া ইসলামীয়া, ২৪. আনসারুল্লাহ মুসলামিন, ২৫. আরাকান আর্মি (্এ এ), ২৬. আরাকান লিবারেশন ফ্রন্ট (এএলপি), ২৭. আরাকান লিবারেশন পার্টি, ২৮. আরাকান মুজাহিদ পার্টি, ২৯. আরাকান পিপুলস আর্মি, ৩০. আরাকান রোহিঙ্গা ফোর্স, ৩১. আরাকান রোহিঙ্গা ইসলামিক ফ্রন্ট, ৩২. আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশন (এআর এন ও), ৩৩. ইউনাইটেড স্টুডেন্ট এসোসিয়েশন অব আরকান মুভমেন্ট, ৩৪. ইবতেদাদুল-আল মুসলিমা, ৩৫. ইকতেদুল তালাহ-আল মুসলেমিন, ৩৬. ইকতেদুল তুলাহ-আল-মুসলেমিন (আইটিএম), ৩৭. ইন্টারন্যাশনাল খাতমে নব্যুয়ত মুভমেন্ট, ৩৮. ইসলাহুল মুসলেমিন, ৩৯. ইসলামী বিপ্লবী পরিষদ, ৪০. ইসলামী জিহাদ গ্রুপ, ৪১. ইসলামী লিবারেশন টাইগার অব বাংলাদেশ (আইএলটিবি), ৪২. ইসলামী প্রচার মিডিয়া, ৪৩. ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, ৪৪. ইসলামী সৈন্য, ৪৫. ইসলামিক সলিডারিটি ফ্রন্ট, ৪৬. ইয়ং মুসলিম, ৪৭. এবতেদাতুল আল মুসলামিন, ৪৮. এহসাব বাহিনী, ৪৯. ওয়ারেট ইসলামিক ফ্রন্ট, ৫০. ওয়ার্ড ইসলামিক ফ্রন্ট ফর জিহাদ, ৫১. কালেমায়ে-জামাত, ৫২. কালেমা-ই-দাওয়াত (অধ্যাপক আবদুল মজিদ এ দলের প্রধান), ৫৩. কতল বাহিনী (আত্মঘাতী গ্রুপ), ৫৪. খাতেমী নব্যুয়াত আন্দোলন পরিষদ বাংলাদেশ (কেএনএপিবি), ৫৫. খাতেমী নব্যুয়াত কমিটি বাংলাদেশ, ৫৬. খিদমত-ই-ইসলাম, ৫৭. খিলাফত মজলিশ, ৫৮. খিতল-ফি-সাবিলিল্লাহ, ৫৯. খিলাফত-ই- হুক্মত, ৬০. ছাত্র জামায়েত, ৬১. জাদিদ-আল-কায়েদ, ৬২. জাগ্রত মুসলিম বাংলা, ৬৩. জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি), ৬৪. জামাত-এশ-সাদাত, ৬৫. জামায়াত-উল-ইসলাম মুজাহিদ, ৬৬. জামাহ-তুল-মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি), ৬৭. জামাত-ই-মুদারাসিন বাংলাদেশ, ৬৮. জামাত-ই-তুলবা, ৬৯. জামাত-ই-ইয়াহিয়া, ৭০. জামাত-উল-ফালিয়া, ৭১. জামাতুল ইসলাম মুজাহিদ, ৭২. জামাতে আহলে হাদিস, ৭৩. জামেয়া মোহাম্মদিয়া আরাবিয়া, ৭৪. জামিয়াতি ইসলামী সলিডারিটি ফ্রন্ট, ৭৫. জামিয়াতুল ইয়াহিয়া উত তুরাজ, ৭৬. জঙ্গী হিকমত, ৭৭. জয়শে-মুস্তাফা, ৭৮. জয়শে-মোহাম্মদ, ৭৯. জামাতুল-আল-শাদাত, ৮০. ডেমোক্রেটিক পার্টি অব আরাকান, ৮১. ন্যাশনাল ইউনাইটেড পার্টি অব আবকান (এনইউপিএ), ৮২. নিজামায়ে ইসলামী পার্টি, ৮৩. ফার ইস্ট ইসলামী, ৮৪. তা আমির উল দীন, ৮৫. তাহফিজ হারমাইন, ৮৬. তামির উদ্দিন বাংলাদেশ, ৮৭. তানজিম বাংলাদেশ, ৮৮. তানজিন-ই-খাতেমি নব্যুয়ত, ৮৯. তাওহিদী জনতা, ৯০. দাওয়াত- ই- ইসলাম, ৯১. বাংলাদেশ ইসলাম রক্ষা কমিটি, ৯২. বাংলাদেশ সন্ত্রাসবিরোধী দল, ৯৩. বিশ্ব ইসলামী ফ্রন্ট, ৯৪. মজলিশ ই তাফিজা খাতেমি নব্যুয়ত , ৯৫. মুজাহিদী তোয়াবা, ৯৬. মুসলিম লিবারেশন ফ্রন্ট অব বার্মা, ৯৭. মুসলিম মিল্লাত শরীয়াহ কাউন্সিল, ৯৮. মুসলিম মুজাহিদীন বাংলাদেশ (্এমএমবি) , ৯৯. মুসলিম রক্ষা মুজহাদিল, ১০০. রোহিঙ্গা ইনডিপেন্ডেস ফোর্স, ১০১. রোহিঙ্গা ইসলামী ফ্রন্ট, ১০২. রোহিঙ্গা প্যাট্রিয়টিক ফ্রন্ট, ১০৩. রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন, ১০৪. রিভাইভাল অব ইসলামী হেরিটেজ (এনজিও), ১০৫. লিবারেশন মিয়ানমার ফোর্স, ১০৬. লুজমা মককা আল খায়েরা, ১০৭. শাহাদাত-ই-আল হিকমা, ১০৮. শাহাদাত-ই-নব্যুয়াত, ১০৯. শহীদ নাসিরুল্লাহ খান আরাফাত বিগ্রেড (আত্মঘাতী গ্রুপ), ১১০. সত্যবাদ, ১১১. সাহাবা সৈনিক, ১১২. হরকত-ই- ইসলাম আল জিহাদ, ১১৩. হরকাত-উল জিহাদ, ১১৪. হায়েতুল ইগাসা, ১১৫. হেফাজেতে খাতেমী নব্যুয়ত, ১১৬. হিজব-উত-তাহিরির, ১১৭. হিজবা আবু ওমর, ১১৮.হিজবুল মাহাদী, ১১৯. হিজবুল্লাহ আদেলী বাংলাদেশ, ১২০. হিজবুল্লাহ ইসলামী সমাজ, ১২১. হিজবুত-তাওহিদ ও হিকমত-উল-জিহাদ।
উৎস : Abul Barkat, “Islamic Militants in Bangladesh: An Analysis on the basis of 30 Case Studies”, in Berger MS and A Barkat (2007), Radical Islam and Development AID in Bangladesh, Netherlands Institute for International Relations “Clingendael”)।

লেখক : অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; সভাপতি, বাংলাদেশ অর্থনীতি সমিতি
(লেখাটি ২৬ জুন জাহানারা ইমাম স্মারক বক্তৃতা ২০১২-এ পঠিত)

No comments

Powered by Blogger.