শিল্পাঙ্গনের দুই দশক-পুরান ঢাকার স্মৃতি by বসন্ত রায়চৌধুরী
দুই দশক আগে ঢাকায় সাংস্কৃতিক অঙ্গনে বেসরকারি গ্যালারি বা শিল্পকলা প্রদর্শনের জন্য কক্ষের কথা ভেবেছেন দু-একজন। শিল্প সংগ্রাহকের মধ্যে অন্যতম সংগঠক, লেখক, সাংবাদিক ফয়েজ আহ্মদ। তাঁর হাতে গড়া গ্যালারি শিল্পাঙ্গন ঢাকার চিত্রকলা অঙ্গনকে এনে দিয়েছিল নতুন মাত্রা।
চল্লিশের দশকের পথিকৃৎ শিল্পীরা শিল্পকর্ম নিয়ে নিরীক্ষা ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজে মনোযোগী ছিলেন। সেই সময়েও ঢাকার শিল্প ও সাংস্কৃতিক আন্দোলনকে এগিয়ে নিতে ফয়েজ আহ্মদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দুই দশক ধরে শিল্পাঙ্গনের অব্যাহত অগ্রযাত্রার স্মারক ‘পুরান ঢাকার স্মৃতি’ শীর্ষক প্রদর্শনী। অগ্রজ ও অনুজ ১৮ জন শিল্পীর আঁকা জলরং, তেলরং ও মিশ্র মাধ্যমের কাজ নিয়ে ১ মে শুরু হয়েছে এই প্রদর্শনী। প্রদর্শনীর শিরোনামে আমরা যখনই মনোযোগী হই, তখনই ভাবি, কেন এই শহরের আদি আবাসস্থলকে পুরান ঢাকা বলি? পুরান ঢাকা বলে আমরা যা বলছি, তা-ই সত্যিকারের ঢাকা। নতুন ঢাকা আমরা কাকে বলব? বর্ধিত ঢাকার অপরিকল্পিত নগরায়ণকে? শিল্পীরা এমন করে ৪০০ বছরের এই শহরকে ভাবেন না। বুড়িগঙ্গার তীর ঘেঁষে গড়ে ওঠা অনিন্দ্যসুন্দর স্থাপত্যগুলো এখনো আমাদের মুগ্ধ করে। শিল্পীর চোখে সেই শহরের স্থাপত্য আরও বর্ণাঢ্য হয়ে উঠেছে। শিল্পী কাইয়ুম চৌধুরী কালি-তুলিতে স্মৃতির অতলে হারিয়ে যাওয়া শহর এঁকেছেন। নদীতীরে নৌকার অপেক্ষা, একটু দূরে পাকা বাড়ি, ঝোপঝাড়। শিল্পী কাইয়ুম চৌধুরীর সেই স্মৃতিময় ‘বুড়িগঙ্গা’ এখন আর নেই। নৌকা আছে ঠিকই, নেই ঝোপঝাড়। ‘মেমোরি ওল্ড টাউন’ বা পুরান ঢাকার স্মৃতি শিরোনামে শিল্পী রফিকুন নবী এঁকেছেন, মোগল স্থাপত্যরীতির আদলে গড়া স্থাপনা থেকে বেরিয়ে আসছে ঘোড়ার গাড়ি। গাড়িতে সওয়ার দুজন মানুষ। মৃদু আবছা আলোয় পথ আলোকিত। এসব এখন কেবলই স্মৃতি—ছবির রং সে কথাই বলে। শিল্পী মনিরুজ্জামানের ‘রিভার ওয়ে অব ঢাকা’ ছবিতে আকাশ ও নদীর জলে ভেসে থাকা নৌকা ও লঞ্চের ভাসমান অবস্থার মাধ্যমে ঢাকার নদীপথের কথা মনে করিয়েছেন। জামাল আহমেদ তাঁর নিজস্বতা বজায় রেখে কাগজে অ্যাক্রিলিক মাধ্যমে এঁকেছেন ‘মেমোরি অব ঢাকাই রিভার’। শিল্পী মনিরুল ইসলাম নিজস্ব ভঙ্গিতে এঁকেছেন ‘সানসেট ইন লালবাগ’ বা ‘লালবাগে সূর্য ডোবার ছবি’। ক্যানভাসের জমিনে মৃদু লাল আভার মাঝে রেখার নাচন সূর্য ও স্মৃতির শহরকে দেখিয়েছেন, .... পুরান ঢাকাকে যেসব শিল্পী ঢাকা হিসেবে দেখেননি, তাঁরা ঢাকার আদি ভবনগুলোর নন্দনশৈলী নিয়ে ভেবেছেন। স্মৃতিতে ভাস্বর এই ঢাকা আজকের ঢাকার আদিরূপ, শিল্পীর চোখে দেখা পুরান ঢাকা আমাদের চিনিয়ে দেয় এই ঢাকার নান্দনিক মুখচ্ছবি। প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন: কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী, মনিরুল ইসলাম, বীরেন সোম, অলকেশ ঘোষ, তাহেরা চৌধুরী, জামাল আহমেদ, রণজিত দাশ, হামিদুজ্জামান খান, আইভী জামান, আবদুস শাকুর, শেখ আফজাল, মনিরুজ্জামান, মোহাম্মদ ইকবাল, রেজাউন নবী, প্রশান্ত কর্মকার বুদ্ধ, আলপ্তগীন তুষার ও কামালউদ্দীন। প্রদর্শনী শেষ হবে ১২ মে।'
No comments