বাংলাদেশ-মার্কিন অংশীদারি সংলাপের রূপরেখা চূড়ান্ত হচ্ছে
কূটনৈতিক রিপোর্টার: বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারি সংলাপের রূপরেখা চূড়ান্ত হচ্ছে। এর আওতায় বিভিন্ন ইস্যুতে এখন থেকে প্রতি বছর দু’দেশের মধ্যে উচ্চ পর্যায়ে নিয়মিতভাবে বৈঠক অনুষ্ঠিত হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ঢাকা সফরে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। ওয়াশিংটনে নিযুক্ত রাষ্ট্রদূত আকরামুল কাদের গতকাল পররাষ্ট্র দপ্তরে মানবজমিন-এর সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। বলেন, ঢাকা-ওয়াশিংটনের মধ্যে নিয়মিত আলোচনার জন্য প্রস্তাবিত ‘অংশীদারি সংলাপে’র রূপরেখা নিয়ে কাজ চলছে। হিলারি ক্লিনটনের সফরেই এর ঘোষণা আসবে। তবে শুধু ঘোষণা নাকি চুক্তি তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা অনুবিভাগের মহাপরিচালকের কক্ষে আলাপকালে রাষ্ট্রদূত বলেন, হিলারি ক্লিনটনের ঢাকা সফরের আলোচ্যসূচি প্রতিনিয়ত পরিবর্তন পরিবর্ধন সংযোজন সংশোধন হচ্ছে। ৫ই মে তিনি আসার আগ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে তার আলোচনার এজেন্ডা চূড়ান্ত হবে বলে জানান তিনি। এদিকে হিলারি ক্লিনটনের ঢাকা সফর নিয়ে গতকাল পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বৈঠক করেছেন রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিকালে অনুষ্ঠিত বৈঠকটি চলে প্রায় পৌনে এক ঘণ্টা। সাক্ষাৎ শেষে বেরিয়ে মজিনা সাংবাদিকদের জানান, হিলারি ক্লিনটনের ঢাকা সফরের সব দিক নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ঢাকার প্রস্তুতিতে তিনি সন্তুষ্ট। তবে আলোচ্যসূচি এখনও চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। মজিনার বৈঠকের আগে ওয়াশিংটনস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের মানবজমিনসহ অন্য গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে জানান, হিলারির সফরের একদিন আগে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক ঢাকা আসবেন। অন্য একটি সূত্র জানায়, ব্লেক আসার পর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সন্ত্রাসবাদ দমন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা, নিরাপত্তা ও বাণিজ্য সহযোগিতা বাড়াতে দ্বিপক্ষীয় অংশীদারি সংলাপের রূপরেখা চূড়ান্ত হবে। চীন, ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এ ধরনের সহযোগিতার কাঠামো রয়েছে। আজ দিনের শুরুতে হিলারি ক্লিনটন বেইজিংয়ে এমন একটি ফোরামের বৈঠকে অংশ নেবেন। দু’দিনব্যাপী এ বৈঠকের জন্যই হিলারির এবার সফর বলে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জানিয়েছেন। বেইজিং থেকে সরাসরি ঢাকায় আসবেন তিনি।
টিকফা চুক্তিতে আরও সময় নিতে চায় বাংলাদেশ: শর্ত শিথিল না করা এবং প্রস্তুতি শেষ না হওয়ায় হিলারির সফরে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা রূপরেখা চুক্তি-টিকফা হচ্ছে না। প্রধানমন্ত্রীর কার্যালয়, ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এবং পররাষ্ট্র দপ্তর সূত্র জানিয়েছে, এ চুক্তিতে আরও কিছুদিন সময় নিতে চায় বাংলাদেশ।
টিকফা চুক্তিতে আরও সময় নিতে চায় বাংলাদেশ: শর্ত শিথিল না করা এবং প্রস্তুতি শেষ না হওয়ায় হিলারির সফরে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা রূপরেখা চুক্তি-টিকফা হচ্ছে না। প্রধানমন্ত্রীর কার্যালয়, ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এবং পররাষ্ট্র দপ্তর সূত্র জানিয়েছে, এ চুক্তিতে আরও কিছুদিন সময় নিতে চায় বাংলাদেশ।
No comments