আমরা চলব আমাদের মতো by তুষার কর
আমরা চলব আমাদের মতো
দুর্গম পথ, কঠিন সে ব্রত।
সোনার হরিণ হাতছানি দেবে
বলবে কী চাও, কী যে তুমি নেবে?
দুর্গম পথ, কঠিন সে ব্রত।
সোনার হরিণ হাতছানি দেবে
বলবে কী চাও, কী যে তুমি নেবে?
নেব না কিছুই প্রাণে গান আছে
ঝরনার ধারা নেমে আসে কাছে।
মেঘ ও পাহাড়, ভোর কথা কয়
আলোর হাসিতে আমাদের জয়।
স্বচ্ছ নদীর চলা অবিরত
আমরা চলব আমাদের মতো।
পাতার বাঁশিতে আনন্দ আনি
জমে না আকাশে একটুও গ্লানি।
আমাদের আছে সেই সেরা ধন
এই নিখিলের প্রীতিভরা মন।
প্রিয় শৈশব, কুড়িয়ে যে পাই
চলি অবিরাম, বন্ধন নাই।
সুবাসিত ফুল, হয়েছি ধন্য
খাঁটি সোনা হব দেশের জন্য।
মিথ্যার কাছে হব নাকো নত
আমরা চলব আমাদের মতো।
ভয়ের মুখোশ পড়ে যায় খুলে
সত্য ও ন্যায় পাল দেয় তুলে।
গর্ব করি না যত কাজ করি
ভাঙা সাঁকোটাকে মিলেমিশে গড়ি।
পথের কাঁটাকে দুহাতে সরাই
কাজের পাগল হয়ে যে জড়াই।
কখনো চাইনি অঢেল বিত্ত
প্রাণ অফুরান জাগে যে নিত্য।
হাসে চরাচর, রাঙা ধুলো যত
আমরা চলব আমাদের মতো।
ঝরনার ধারা নেমে আসে কাছে।
মেঘ ও পাহাড়, ভোর কথা কয়
আলোর হাসিতে আমাদের জয়।
স্বচ্ছ নদীর চলা অবিরত
আমরা চলব আমাদের মতো।
পাতার বাঁশিতে আনন্দ আনি
জমে না আকাশে একটুও গ্লানি।
আমাদের আছে সেই সেরা ধন
এই নিখিলের প্রীতিভরা মন।
প্রিয় শৈশব, কুড়িয়ে যে পাই
চলি অবিরাম, বন্ধন নাই।
সুবাসিত ফুল, হয়েছি ধন্য
খাঁটি সোনা হব দেশের জন্য।
মিথ্যার কাছে হব নাকো নত
আমরা চলব আমাদের মতো।
ভয়ের মুখোশ পড়ে যায় খুলে
সত্য ও ন্যায় পাল দেয় তুলে।
গর্ব করি না যত কাজ করি
ভাঙা সাঁকোটাকে মিলেমিশে গড়ি।
পথের কাঁটাকে দুহাতে সরাই
কাজের পাগল হয়ে যে জড়াই।
কখনো চাইনি অঢেল বিত্ত
প্রাণ অফুরান জাগে যে নিত্য।
হাসে চরাচর, রাঙা ধুলো যত
আমরা চলব আমাদের মতো।
No comments