ক বি তা-দৃশ্যপট-৬ by কাজল বন্দ্যোপাধ্যায়
কাছেপিঠে যাকেই কিছু বলতে যাই,
কখন যে বেদম হাসি পেতে থাকে—
কাকে কী বলছি! এতো এসব কাজের আরো বড় কর্ত্তা,
কত কষ্টে যে এ-মুহূর্তে হয়ে আছে শ্রোতা!!
কখন যে বেদম হাসি পেতে থাকে—
কাকে কী বলছি! এতো এসব কাজের আরো বড় কর্ত্তা,
কত কষ্টে যে এ-মুহূর্তে হয়ে আছে শ্রোতা!!
কখনো যে চোখ ফেটে জল না আসে, তাও নয়—
কোথায় মিলবে অকর্ত্তা শ্রোতা?
কিংবা শ্রোতা, নিজের অপকর্মের কথায় মুখ যার কালো হয়ে যাবে?!
চারদিকে এত হাসিমুখ অপকর্ত্তা!
সঙ্গী দিয়ে আমাকেও যায় নাকি চেনা?
কোথায় মিলবে অকর্ত্তা শ্রোতা?
কিংবা শ্রোতা, নিজের অপকর্মের কথায় মুখ যার কালো হয়ে যাবে?!
চারদিকে এত হাসিমুখ অপকর্ত্তা!
সঙ্গী দিয়ে আমাকেও যায় নাকি চেনা?
No comments