বাস্তবতা by বিলু কবীর
চেষ্টা করি
দেশটা গড়ি
শুরু এবং শেষটা করি
সহজও না কঠিনও না কোনো কাজই,
দেশটা গড়ি
শুরু এবং শেষটা করি
সহজও না কঠিনও না কোনো কাজই,
সবার মিলে অন্তত তার
শুরুটা হয় যেন আজই।
গবেষক হলে
কবে সকলে
জ্ঞানের ভারে খুব ধকলে
খাতায় হলেও মাথায় হলেও বাস্তবে যে,
শূন্যের অধিক এক রতিও
হবে না মূল কাজ তবে-যে।
কার শনি কে
দার্শনিকে
কিংবা তেমন পার্সনই কে
ন্যায্য বিচার বুঝতে পারে সময়মতো,
মূল মালিকের ভোগের ভাগে
যোগ-বিয়োগে কম হয় কতো।
শুরুটা হয় যেন আজই।
গবেষক হলে
কবে সকলে
জ্ঞানের ভারে খুব ধকলে
খাতায় হলেও মাথায় হলেও বাস্তবে যে,
শূন্যের অধিক এক রতিও
হবে না মূল কাজ তবে-যে।
কার শনি কে
দার্শনিকে
কিংবা তেমন পার্সনই কে
ন্যায্য বিচার বুঝতে পারে সময়মতো,
মূল মালিকের ভোগের ভাগে
যোগ-বিয়োগে কম হয় কতো।
No comments