গেমস-লড়াই করে এগিয়ে যাওয়া by সুমন পাটওয়ারী
প্রচণ্ড রাগে বুকের ভেতরটা দুমড়ে দুমড়ে উঠছে। কী করব, বুঝতে পারছি না। সব কষ্টের ফলাফলই মনের মতো হয় না। অনেক সময় দেখা যায়, অনেক কষ্টের শেষে রয়েছে একরাশ হতাশা আর না পাওয়ার বেদনা। এই বেদনা থেকে মাঝে মাঝে কিছু চলচ্চিত্র দেখার সময় নায়কের চেয়ে ছবির ভিলেনের প্রতি বেশি ভালোবাসা জেগে ওঠে।
মনে হয়, ভিলেনের কাছে যদি নায়ক হেরে যেত, তাহলে বেশি ভালো হতো। যদিও বেশির ভাগ ছবিতে নায়ক গুন্ডা হলেও তাকে পুলিশের হাতে ধরা পড়তে হয় আর কিছুদিন হাজতবাস করতে হয়। কিন্তু সে কাজটা করতে হবে না ‘হুইলম্যান’ গেমসের ভিন ডিজেলকে। তাকে তাড়া করছে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা ও তার প্রতিপক্ষরা। যার ফলে প্রতি মুহূর্তে রয়েছে মুত্যুর হাতছানি। এসবের মাঝ থেকে পুরোপুরি চলচ্চিত্রের মতো শ্বাসরুদ্ধকরভাবে গাড়ি চালিয়ে বেরিয়ে যেতে হবে গেমারকে। এর জন্য গেমারকে খুবই ভালো ড্রাইভার হতে হবে। এর পাশাপাশি পুলিশ থেকে শুরু করে ক্ষমতাধর মাফিয়া ডন, ড্রাগ ডিলার প্রভৃতির বিরুদ্ধে তার এই অসমসাহসী লড়াই নিয়েই তৈরি করা হয়েছে এই গেমটি। গেমটি সম্পূর্ণরূপে গানফাইট ও রেসিংয়ের সংমিশ্রণে খেলতে হবে গেমারকে। তবে এর মধ্যেও থাকবে গাড়ি নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া, রাতের অন্ধকারে রাইফেল নিয়ে শত্রুদের আক্রমণ করা। ফলে সব মিলিয়ে বেশ নজর দিয়ে খেলতে হবে গেমারকে। গেমসে মূল মিশন রয়েছে ৩০টি। এর পাশাপাশি ১০০টি সহ-মিশন রয়েছে। ফলে ইচ্ছামতো যেকোনো জায়গায় চলে যাওয়া যাবে। গেমসের শব্দ ও গ্রাফিকস ভালো, যা আপনাকে খেলাটি এগিয়ে নিয়ে যেতে উৎসাহ জোগাবে।
যা যা প্রয়োজন
অপারেটিং সিস্টেম: উইন্ডোজ এক্সপি, এসপি২, ভিস্তা
প্রসেসর: ইন্টেল কোর ২ ডুও, ২ মেগাহার্টজ
ভিডিও কার্ড: ৫১২ মেগাবাইট (জিফোর্স ৭৯০০/ রেডিওন এক্স ১৯৫০)
সিডি-রম ড্রাইভ: ৮ এক্স
র্যাম: ২ গিগাবাইট র্যামযা যা প্রয়োজন
অপারেটিং সিস্টেম: উইন্ডোজ এক্সপি, এসপি২, ভিস্তা
প্রসেসর: ইন্টেল কোর ২ ডুও, ২ মেগাহার্টজ
ভিডিও কার্ড: ৫১২ মেগাবাইট (জিফোর্স ৭৯০০/ রেডিওন এক্স ১৯৫০)
সিডি-রম ড্রাইভ: ৮ এক্স
হার্ডডিস্ক ড্রাইভ: ৯ গিগাবাইট খালি জায়গা
ডাইরেক্ট এক্স: ৯.০
No comments