রবীন্দ্রনাথ ঠাকুর by রোমেন রায়হান
বাংলা ভাষাভাষির মানুষ
ওড়াই যখন স্বপ্ন ফানুস
গানের ভেলায় ভেসে
কথায়, সুরে হূদয় হারায়
ওড়াই যখন স্বপ্ন ফানুস
গানের ভেলায় ভেসে
কথায়, সুরে হূদয় হারায়
ঠিক তখনি সামনে দাঁড়ায়
রবীন্দ্রনাথ এসে।
বাঁধাই করা বইটা হাতে
যখন ডুবি কবিতাতে
মনটা বেড়ায় ঘুরে
জীবন পথের আঁকে বাঁকে
রবীন্দ্রনাথ তখন থাকে
হূদয়খানা জুড়ে।
যখন ভীষণ ঝঞ্ঝা আসে
গল্প এবং উপন্যাসে
স্তব্ধ কাটে রাত
শুভ্র দাড়ি পক্ব কেশে
রবীন্দ্রনাথ ঠাকুর এসে
দেয় বাড়িয়ে হাত।
প্রশ্ন করি নিজের কাছে
রবীন্দ্রনাথ কোথায় আছে?
থাকে কখন, কিসে?
-যে যেখানে থাক পৃথিবীর
রবীন্দ্রনাথ সব বাঙালির
রক্তে আছে মিশে।
রবীন্দ্রনাথ এসে।
বাঁধাই করা বইটা হাতে
যখন ডুবি কবিতাতে
মনটা বেড়ায় ঘুরে
জীবন পথের আঁকে বাঁকে
রবীন্দ্রনাথ তখন থাকে
হূদয়খানা জুড়ে।
যখন ভীষণ ঝঞ্ঝা আসে
গল্প এবং উপন্যাসে
স্তব্ধ কাটে রাত
শুভ্র দাড়ি পক্ব কেশে
রবীন্দ্রনাথ ঠাকুর এসে
দেয় বাড়িয়ে হাত।
প্রশ্ন করি নিজের কাছে
রবীন্দ্রনাথ কোথায় আছে?
থাকে কখন, কিসে?
-যে যেখানে থাক পৃথিবীর
রবীন্দ্রনাথ সব বাঙালির
রক্তে আছে মিশে।
No comments