বড়পুকুরিয়ায় দেয়াল ধসে নিহত ১, আহত ২২
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: বড়পুকুরিয়া বাজার সংলগ্ন ফেন্সি বাণিজ্যালয়ের দেয়াল ধসে একজন মহিলার মৃত্যু ও ২২ জন আহত হয়েছে। ১লা মে রাত ৮টায় ফেন্সি বাণিজ্যালয়ের দেয়াল ধসে বৈদনাথপুর গ্রামের মকছেদ আলী মাস্টারের স্ত্রী মোসাম্মৎ রেজিয়া খাতুন (৪০) ঘটনাস্থলেই মারা যান। এ সময় দেয়াল চাপা পড়ে আহত হন প্রায় ২০ থেকে ২৫ জন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১১ জনকে ফুলবাড়ী থানা স্বাস্থ্য কমপ্লেক্স ও পার্বতীপুর হাসপাতালে ভর্তি করা হয়। এলাকার মানুষ হাতে জুতা নিয়ে বিক্ষোভ মিছিল করে। পেট্রোবাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুর ও বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. কামরুজ্জামান ও দিনাজপুর জেলা প্রশাসক মো. জামাল উদ্দিনের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভকারীরা। এ সময় বক্তব্যে জীবন ও সম্পদ রক্ষা কমিটির আহ্বায়ক মো. ইব্রাহীম খলিল বলেন, বিগত ৪/৫ বছর থেকে বড়পুকুরিয়া কয়লা খনির ক্ষতিগ্রস্ত এলাকাবাসী প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন। ১/২ মাস পর পর বিভিন্ন গ্রামের ও বাজারের বাড়িঘরের দেয়াল এবং ভূমি ধসের ফলে প্রাণনাশের ঘটনা ঘটছে। কিন্তু খনি কর্তৃপক্ষ ও পেট্রোবাংলা এলাকার মানুষের ক্ষতিপূরণের ন্যায্য পাওনা না দিয়ে টালবাহানা করার কারণে এলাকায় একের পর এক বাড়ি ধসে যাচ্ছে এবং প্রাণনাশের ঘটনা ঘটছে।
No comments