জাল বুনবে মাকড়সা রোবট!
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির মিডিয়া ল্যাবের গবেষকেরা এমন এক ধরনের রোবট মাকড়সা তৈরি করেছেন, যা জাল বুননে সক্ষম। গবেষকদের বরাতে এক খবরে এমএসএনবিসি জানিয়েছে, প্রাকৃতিক মাকড়সার মতোই জাল বুনতে পারে এই রোবট মাকড়সা। এ ধরনের রোবটের এটি প্রথম প্রজন্ম। মাকড়সা রোবটটি পরীক্ষা করতে গবেষকেরা রোবটটিতে আগে থেকেই জাল বোনার প্রোগ্রাম চালু করে রাখেন। তাঁরা রোবটটিকে জাল বোনার হুকযুক্ত একটি বাক্সে চালু করে দেখেছেন এটি প্রোগ্রাম মেনে নিখুঁতভাবে জাল বুনতে সক্ষম হয়েছে। বর্তমানে গবেষকেরা রোবটটিকে স্বয়ংক্রিয় করে তোলার জন্য কাজ করছেন। রোবটটি স্বয়ংক্রিয় করতে সফল হলে এটি নিজে থেকেই নকশা ও জাল বুনতে সক্ষম হবে। গবেষকেরা আশা করছেন, মাকড়সা রোবট নির্মাণকাজ বা পণ্য উত্পাদনের কাজেও ব্যবহার করা যাবে।
No comments