পাবলিক পরীক্ষার মধ্যে হরতাল কেন অবৈধ নয়- হাইকোর্ট
স্টাফ রিপোর্টার: পাবলিক পরীক্ষা চলাকালে হরতাল করাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে পাবলিক পরীক্ষা চলাকালে হরতাল না করতে কেন নির্দেশ দেয়া হবে না রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে। বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ গতকাল এ রুল জারি করে। সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মো. ইউনুস আলী আকন্দের দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট এ রুল জারি করে। তিনি নিজেই শুনানি করেন। আগামী চার সপ্তাহের মধ্যে সংসদের বিরোধীদলীয় নেতা, বিএনপি মহাসচিব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব ও সংসদ সচিবালয়ের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এ বিষয়ে আদালতকে সহায়তা করার জন্য ‘এমিকাস কিউরি’ হিসেবে সিনিয়র আইনজীবী মাহমুদুল ইসলাম, এম আমীর-উল ইসলাম, মওদুদ আহমদ, ড. এম জহির, মঈনুল হোসেন, মাহবুবে আলম, আখতার ইমাম, এ এফ হাসান আরিফ, ফিদা এম কামাল, রফিকুল ইসলাম মিয়া, জয়নুল আবেদীন, আবদুল মতিন খসরু, ইউসুফ হোসেন হুমায়ুনসহ ১৫ আইনজীবীকে নিয়োগ দেয়া হয়েছে।
No comments