কাউন্সিলর পদে মনোনয়ন পেতে আ. লীগ নেতাদের দৌড়ঝাঁপ by পাভেল হায়দার চৌধুরী
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন ঘিরে ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থীরা জোর তৎপরতা শুরু করেছেন। দোয়া চেয়ে, শুভেচ্ছা জানিয়ে এবং এলাকার সমস্যা সমাধানে সম্পৃক্ত হয়ে প্রচার শুরু করেছেন কাউন্সিলর পদপ্রার্থীরা। এই সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন পেতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়,
ধানমণ্ডি কার্যালয় এবং কেন্দ্রীয় শক্তিশালী নেতাসহ স্থানীয় সংসদ সদস্যদের কাছে গিয়ে জোর লবিং করছেন।
৯২টি ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়ন লাভের দৌড়ে নেমেছেন চার শতাধিক নেতা-কর্মী। তাঁদের মধ্যে সাবেক কাউন্সিলর, আওয়ামী লীগের ওয়ার্ড, থানা, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুব মহিলা লীগের নেতারা রয়েছেন। তাঁরা দলীয় সমর্থনের অপেক্ষায় না থেকে প্রচারও শুরু করেছেন। অনেকে বলেছেন, যেহেতু মাঠে নেমেছেন তাঁরা, তাই নির্বাচন তাঁদের করতেই হবে। সাবেক কাউন্সিলরসহ অনেক নেতা জানিয়েছেন, বিদ্রোহ প্রকাশ করে হলেও তাঁরা প্রার্থী হবেন।
তবে যেসব সম্ভাব্য প্রার্থী মাঠে রয়েছেন, তাঁদের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। তাঁদের অনেকেই একে অন্যের বিরুদ্ধে প্রচারণাও চালাচ্ছেন। জানা গেছে, সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোতে চাঁদাবাজি, জমি দখলের ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন এমন অনেকেই কাউন্সিলর পদপ্রার্থী হতে চাইছেন। আর তাঁদের মদদ দিচ্ছেন দলীয় সংসদ সদস্যরা।
তবে আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা ও ঢাকা মহানগর আওয়ামী লীগের কয়েকজন দায়িত্বশীল নেতা কাউন্সিলর পদে মনোনয়ন দেওয়া নিয়ে কাজ করছেন বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক নগরের দায়িত্বশীল এক নেতা বলেন, 'নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হতে চাইছেন অনেকেই। তবে আমরা অনেক যাচাই-বাছাই করে মনোনয়ন দেব। বিতর্কিত কাউকে মনোনয়ন দেওয়া হবে না।'
জানা গেছে, ওয়ার্ডওয়ারি একক কাউন্সিলর পদপ্রার্থী মনোনয়নের কাজ কোথাও কোথাও শুরু করা হয়েছে। নগর আওয়ামী লীগের অন্তর্গত বেশ কয়েকটি থানা কমিটি এ নিয়ে সভাও করেছে। থানা কমিটিগুলোর মাধ্যমে সম্ভাব্য ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থীদের তালিকা তৈরি করে যাচাই-বাছাইয়ের কাজ চলছে।
এ প্রসঙ্গে নগর ১৪ দলের সমন্বয়ক ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, জোটগতভাবে নির্বাচন হবে কি না সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নির্ভর করছে কেন্দ্রের ওপর। সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা প্রসঙ্গে তিনি বলেন, তফসিল ঘোষণা করা হয়েছে, তাই প্রার্থীরা দৌড়ঝাঁপ করবেন- এটাই স্বাভাবিক। তবে মনোনয়ন কারা পাবেন, সে বিষয়ে কেন্দ্র থেকে সিদ্ধান্ত হবে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-হানিফ কালের কণ্ঠকে বলেন, 'আওয়ামী লীগ বড় দল, তাই প্রার্থী সংখ্যাও বেশি হবে- এটাই স্বাভাবিক। সব কিছু যাচাই-বাছাই করেই আমরা সমর্থন দেব।'
দুই সিটি করপোরেশনে আওয়ামী লীগের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা : কালের কণ্ঠের অনুসন্ধানে নগরীর ৯২টি ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে দল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রায় ৪০০ নেতার নাম পাওয়া গেছে।
সিটি করপোরেশন উত্তর : সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের তালিকায় আছেন, ১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের উত্তরা থানার সাধারণ সম্পাদক হাবিব হাসান, ওয়ার্ড সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন ও দক্ষিণখান ইউনিয়ন সভাপতি অ্যাডভোকেট হানিফ এবং ওয়ার্ড সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম; ২ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন বেনু, আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি মনির হোসেন, ওয়ার্ড সাধারণ সম্পাদক আবুল হোসেন মোল্লা, কদম আলী মাতব্বর, সাবেক ছাত্রলীগ নেতা মৌমিন এবং জাতীয় পার্টির নেতা সুলতান মোহাম্মদ সেলিম; ৩ নম্বর ওয়ার্ড পল্লবী থানার সহসভাপতি অ্যাডভোকেট আলী আহম্মদ, মিরপুর থানার সাংগঠনিক সম্পাদক ফকির মহিউদ্দিন, ওয়ার্ড সভাপতি জিন্নাত আলী মাতব্বর, সদস্য করিম আশকুল খোকা, রমজান আলী বেপারী এবং যুবলীগের মহানগর উত্তরের সম্পাদক সদস্য জহিরুল ইসলাম মানিক; ৪ নম্বর ওয়ার্ডে কাফরুল থানা সভাপতি সাবেক কাউন্সিলর জামাল মোস্তফা, ওয়ার্ড সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন এবং থানা সহসভাপতি মতিউর রহমান মাইকেল; ৫ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আবদুর রউফ নান্নু ও দলের পল্লবী থানার সাধারণ সম্পাদক মোস্তফা জামাল মাস্টার; ৬ নম্বর ওয়ার্ডে দলের মহানগর শ্রমবিষয়ক সম্পাদক মকবুল আহমেদ, পল্লবী থানার সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, মুক্তিযোদ্ধা ঢাকা জেলার কমান্ডার সভাপতি আমির হোসেন মোল্লা, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম আতিক, শ্রমিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, ক্রীড়াবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম মজনু এবং যুবলীগের পল্লবী থানার সাবেক সভাপতি রজ্জব হোসেন; ৭ নম্বর ওয়ার্ডে সাধারণ সম্পাদক আবদুস সোবহান, স্বেচ্ছাসেবক লীগের মহানগর উত্তরের সভাপতি মোবাশ্বের চৌধুরী এবং জাতীয় পার্টি সমর্থিত নাসির; ৮ নম্বর ওয়ার্ডে দলের মিরপুর থানার সহসভাপতি আগা খান মিন্টু, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম মোল্লা ও ওয়ার্ডের সাধারণ সম্পাদক কাজী টিপু সুলতান; ৯ নম্বর ওয়ার্ডে দলের মিরপুর থানার যুগ্ম সাধারণ সম্পাদক এম এ সেলিম খান, সদস্য মুজিব সারোয়ার মাসুম ও ওয়ার্ড সভাপতি আবুল হোসেন; ১০ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর শাহজাহান দেওয়ান, দলের ওয়ার্ড সভাপতি ফজলুস সালাম বাবুল ও আবু তাহের; ১১ নম্বর ওয়ার্ডে মিরপুর থানা সভাপতি ও সাবেক কাউন্সিলর এ কে এম দেলোয়ার হোসেন, ওয়ার্ড সভাপতি মাহমুদ উল্লাহ কাওছার ও সাবেক ছাত্রলীগ নেতা দেওয়ান আবদুল মান্নান; ১২ নম্বর ওয়ার্ডে মিরপুর থানার সাধারণ সম্পাদক এস এম হানিফ, ওয়ার্ড সভাপতি সামছুল হক, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তিতু; ১৩ নম্বর ওয়ার্ডে দলের ওয়ার্ড সভাপতি হাবিবুর রহমান হবি, সাধারণ সম্পাদক হারুন-উর-রশিদ মিঠু; ১৪ নম্বর ওয়ার্ডে দলের ওয়ার্ড সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক লিয়াকত আলী ও ওয়ার্ডের মইজউদ্দীন; ১৫ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর দলের কাফরুল থানার সাধারণ সম্পাদক সালেক মোল্লা, ক্যান্টনমেন্ট থানার সভাপতি সাবেক কাউন্সিলর শফিউদ্দিন আহাম্মেদ, যুবলীগের ক্যান্টনমেন্ট থানার সভাপতি বশির উদ্দিন ও আবু সাঈদ; ১৬ নম্বর ওয়ার্ডে দলের কাফরুল থানার যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল গফুর, ওয়ার্ড সভাপতি আজিজুল হক, সাধারণ সাধারণ সম্পাদক মতিউর রহমান মোল্লা ও সহসভাপতি ইসমাইল হোসেন; ১৭ নম্বর ওয়ার্ডে খিলক্ষেত থানার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চান, ওয়ার্ড সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক আজহার উদ্দিন ও থানার সাংগঠনিক সম্পাদক আসলাম উদ্দিন; ১৮ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন বীরপ্রতীক, গুলশান থানার সহসভাপতি আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, যুবলীগের উত্তরের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন বাবুল, ওয়ার্ড সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাফফর, ওয়ার্ডের মহিলা সম্পাদিকা মাসুদা আলম; ১৯ নম্বর ওয়ার্ডে দলের গুলশান থানার সহসভাপতি মোহাম্মদ সুলতান, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান আজাদ ও ওয়ার্ড সভাপতি মফিজুর রহমান (সাবেক কমিশনার), শের মোহাম্মদ ও মহানগর সদস্য আবদুল কাদের খান; ২০ নম্বর ওয়ার্ডে গুলশান থানার ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম জসিম উদ্দিন, ওয়ার্ড সভাপতি এম এ মান্নান, সাধারণ সম্পাদক হাজি আসলাম, সাবেক কমিশনার হাবিবুর রহমান হবি এবং কালা নাসির; ২১ নম্বর ওয়ার্ডে বাড্ডা থানার সভাপতি ওসমান গনি, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ব্যানার্জী ও সাংগঠনিক সম্পাদক তালাল আহমেদ রিজভী; ২২ নম্বর ওয়ার্ডে দলের মহানগরের সদস্য সাবেক কাউন্সিলর লিয়াকত আলী, গুলশান থানার সাংগঠনিক সম্পাদক শামীম আনোয়ার, ওয়ার্ড সভাপতি এম এ খালেকুজ্জামান খালেক, অপরাংশের সভাপতি এম আকরাম মুকুল, সাধারণ সম্পাদক এম এ কাইয়ুম ও সহসভাপতি শেখ মোহাম্মদ গোলাম রসুল; ২৩ নম্বর ওয়ার্ডে দলের খিলগাঁও থানা সভাপতি আলমগীর চৌধুরী ও ওয়ার্ড সভাপতি কামরুজ্জামান বাদল, সাবেক কমিশনার বিনা আলম; ২৪ নম্বর তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওয়ার্ড সভাপতি শফিউল্লাহ, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস তপন, যুবলীগের বশির আহমেদ বশির এবং সাবেক ছাত্রলীগ নেতা জাহান; ২৫ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর দলের তেজগাঁও থানার সহসভাপতি শেখ মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক মঞ্জু ও ওয়ার্ড সভাপতি সোবহান সরকার; ২৬ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর দলের তেজগাঁও থানার সাধারণ সম্পাদক শামীম হাসান, মহানগরের সদস্য অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন ও ওয়ার্ড সভাপতি জহিরুল হক জিল্লু; ২৭ নম্বর ওয়ার্ডে তেজগাঁও থানার সদস্য শহীদুল ইসলাম, সাঈদ খান, ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবুল খায়ের ও স্বেচ্ছাসেবক লীগের মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ফরিদুর রহমান খান ইরান; ২৮ নম্বর ওয়ার্ডে দলের ওয়ার্ড সাধারণ সম্পাদক ফজলুল হক ও যুবলীগের মহানগর উত্তরের সদস্য শিবলী সাদিক; ২৯ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম রতন ও দলের ওয়ার্ড সভাপতি ওমর ফারুক; ৩০ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আবুল হোসেন ও দলের ওয়ার্ড সাধারণ সম্পাদক মাসুদ রানা; ৩১ নম্বর ওয়ার্ডে দলের ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি রুস্তম আলী খান ও বেলায়েত হোসেন বাবু; ৩২ নম্বর ওয়ার্ডে মোহাম্মদপুর থানার সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান মিজান; ৩৩ নম্বর মোহাম্মদপুর থানা ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আবু সাইদ বেপারী ও মহানগর সহসভাপতি শেখ বজলুর রহমান, ওয়ার্ড সভাপতি এ কে এম অহিদুর রহমান, ওয়ার্ড সহসভাপতি আবদুল হালিম, কৃষক লীগ নেতা হাফিজ উদ্দিন বাবু; ৩৪ নম্বর ওয়ার্ডে মোহাম্মদপুর থানা সভাপতি ও সাবেক কাউন্সিলর সাদেক খান, ওয়ার্ডের সম্পাদকমণ্ডলীর সদস্য শেখ মোহাম্মদ খোকন, আওয়ামী লীগ নেতা নুরু মিয়া; ৩৫ নম্বর রমনা থানা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার, যুগ্ম সম্পাদক মোক্তার সর্দার, আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমান, ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. শামীম; ৩৬ নম্বর ওয়ার্ড রমনা থানার ওয়ার্ড সভাপতি তৈমুর রেজা খোকন, সাধারণ সম্পাদক ওয়াহিদুল হক খান, নগর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সুলতান মোল্লা এবং ওয়ার্ড সহসভাপতি সাগর।
সিটি করপোরেশন দক্ষিণ : ১ নম্বর ওয়ার্ডে দলের খিলগাঁও থানার সাধারণ সম্পাদক শরীফ আলী খান, ওয়ার্ডের সভাপতি মোতাশ্বের হাওলাদার, সাধারণ সম্পাদক আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুল হাসান মিল্টন ও যুবলীগ নেতা নুরুজ্জামান জুয়েল; ২ নম্বর ওয়ার্ডে খিলগাঁও থানার সভাপতি আলমগীর চৌধুরী, ওয়ার্ডের সাবেক সভাপতি রখি আলী ভুঁইয়া বাচ্চু ও ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন মজুমদার; ৩ নম্বর ওয়ার্ডে দলের ওয়ার্ড সভাপতি মাকসুদ হোসেন মহসীন ও সহসভাপতি শাহ আলম; ৪ নম্বর ওয়ার্ডে দলের সবুজবাগ থানার নেতা আলতাফ হোসেন ও ওয়ার্ড সভাপতি মাসুদ হাসান শামীম, ওয়ার্ড যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা ও স্থানীয় এমপির আস্থাভাজন সুন্দর আলী, ৫ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড সভাপতি আশরাফুজ্জামান ফরিদ ও সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাস, ৬ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড সভাপতি বি এম সিরাজুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড সভাপতি মনির হোসেন ও সাধারণ সম্পাদক সরদার শফিকুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড সভাপতি সুলতান মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম আলী, ৯ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক সাবি্বর আহমেদ ও কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক নাসিরুল ইসলাম মল্লিক পিন্টু, ১০ নম্বর ওয়ার্ডে মতিঝিল থানার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু, ওয়ার্ড সভাপতি শেখ নওশের আলী ও মারুফ আহমেদ মনসুর, ১১ নম্বর ওয়ার্ডে মতিঝিল থানার যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল, ওয়ার্ড সভাপতি আবদুল লতিফ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন, ১২ নম্বর ওয়ার্ডে মতিঝিল থানার সভাপতি গোলাম আশরাফ তালুকদার ও মহানগরীর সদস্য শেখ সেকান্দর আলী, ১৩ নম্বর ওয়ার্ডে মহানগরীর সদস্য কামাল চৌধুরী, ওয়ার্ড সভাপতি এনামুল হক আবুল ও সাধারণ সম্পাদক মোস্তফা জামান পপি, ১৪ নম্বর ওয়ার্ডে হাজারীবাগ থানার সাধারণ সম্পাদক ইলিয়াছুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবলা, ওয়ার্ড সভাপতি মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক দিল জাহান ভুঁইয়া ও ছাত্রলীগের মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক তানভীরুল হক অনু, ১৫ নম্বর ওয়ার্ডে ধানমণ্ডি থানার সহসভাপতি মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন খন্দকার, শ্রমবিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ ও ওয়ার্ডের সাধারণ সম্পাদক জাকির হোসেন স্বপন, ১৬ নম্বর ওয়ার্ডে ধানমণ্ডি থানার সদস্য নুরুল আমিন, হোসেন হায়দার চৌধুরী, সৈয়দ মাহবুব আলী বাবুল, ওয়ার্ড সভাপতি আবদুস সাত্তার খন্দকার, সাধারণ সম্পাদক জামিল হোসেন পলাশ, হাতিরপুল ইউনিটের সভাপতি কাশেম পাটোয়ারী, যুবলীগের ধানমণ্ডি থানার আহ্বায়ক শাহ আলম খান ও ছাত্রলীগের ধানমণ্ডি থানার সভাপতি নাজিম উদ্দিন বাবু, ১৭ নম্বর ওয়ার্ডে দলের ধানমণ্ডি থানার সহসভাপতি নাজমুল করিম টিংকু, ওয়ার্ড সভাপতি সালাহউদ্দিন আহমেদ ঢালী ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ১৮ নম্বর ওয়ার্ডে দলের ওয়ার্ডের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের ধানমণ্ডি থানার সভাপতি আবদুল খালেক ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাঈদুর রহমান পল, ১৯ নম্বর ওয়ার্ডে দলের মহানগরীর সদস্য কবির উদ্দিন আহমেদ, শেখ রইসুল আলম ময়না, ওয়ার্ড সভাপতি আবুল বাসার, সাধারণ সম্পাদক আবদুস সালাম ও জামাল উদ্দিন, ২০ নম্বর ওয়ার্ডে মহানগরীর সদস্য আবুল কালাম আজাদ ও রমনা থানার সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মাস্টার, ২১ নম্বর ওয়ার্ডে দলের ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক বাবুল মোল্লা ও শাহবাগ ইউনিটের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হামিদ, ২২ নম্বর ওয়ার্ডে হাজারীবাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাইমেন বয়ান, সাবেক সভাপতি মরহুম হেদায়েতুল ইসলামের ছেলে সজীব ও ওয়ার্ড সভাপতি শেখ আখতার হোসেন, ২৩ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর দলের লালবাগ থানার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ওয়ার্ড সভাপতি রেজা আহম্মদ রেজোয়ান, সাধারণ সম্পাদক শাহজাদা সাজু ও সদস্য এম এ আকবর, ২৪ নম্বর ওয়ার্ডে লালবাগ থানার সহসভাপতি মোশাররফ হোসেন বিকম ও ওয়ার্ড সভাপতি একরামুল্লাহ সোহরাওয়ার্দী, ২৫ নম্বর ওয়ার্র্ডে দলের ওয়ার্ড সভাপতি সেলিম আল মোহাম্মদ, সাধারণ সম্পাদক শের ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও যুবলীগের মহানগরী দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার ইকবাল সান্টু, ২৬ নম্বর ওয়ার্র্ডে দলের ওয়ার্ড সভাপতি ওসমান গনি, সাধারণ সম্পাদক মতিউর রহমান জামাল ও লালবাগ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুর রহমান মানিক, ২৭ নম্বর ওয়ার্র্ডে দলের ওয়ার্ড সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বসন ও যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান হুমায়ুন, ২৮ নম্বর ওয়ার্র্ডে লালবাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর কামাল উদ্দিন কাবুল, সহসভাপতি ইউনুছ সুমন ও ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুন, ২৯ নম্বর ওয়ার্র্ডে দলের ওয়ার্ড সভাপতি সিরাজুল ইসলাম রাডো ও সহসভাপতি জাহাঙ্গীর আলম বাবুল, ৩০ নম্বর ওয়ার্র্ডে লালবাগ থানা সভাপতি আবুল হাসনাত ও ওয়ার্ড সভাপতি খন্দকার ইসলাম উদ্দিন, ৩১ নম্বর ওয়ার্র্ডে মহানগরীর সদস্য শফিকুর রহমান জাহাঙ্গীর ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইরোজ আহমেদ অভ্র, ৩২ নম্বর ওয়ার্র্ডে দলের ওয়ার্ড সভাপতি হাজি হাফিজ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর ও বিল্লাল শাহ, ৩৩ নম্বর ওয়ার্র্ডে কোতোয়ালি থানার প্রচার সম্পাদক আমিনুল ইসলাম বিপ্লব ও ওয়ার্ড সভাপতি ইলিয়াছ রশীদ, ৩৪ নম্বর ওয়ার্ডে কোতোয়ালি থানার সাধারণ সম্পাদক আফজাল সিদ্দিকী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জসীম উদ্দিন সবুজ, ওয়ার্ড সভাপতি ওয়াকিলুর রহমান ওয়ালিদ, সাধারণ সম্পাদক আতিকুর রহমান স্বপন, ও মীর ছমির, ৩৫ নম্বর ওয়ার্র্ডে কোতোয়ালি থানার সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, ওয়ার্ড সভাপতি আলী হোসেন ও সাধারণ সম্পাদক আবু সাঈদ, ৩৬ নম্বর ওয়ার্র্ডে কোতোয়ালি থানা সভাপতি ফজলুর রহমান পর্বত, ওয়ার্ড সভাপতি জামালউদ্দিন আকবর বাবলা ও সাধারণ সম্পাদক রঞ্জন বিশ্বাস, ৩৭ নম্বর ওয়ার্ডে কোতোয়ালি থানার সাংগঠনিক সম্পাদক সফিক আহম্মেদ, ওয়ার্ড সভাপতি আলী জান মাহবুব ও সাধারণ সম্পাদক আবদুর রহমান মিয়াজী, ৩৮ নম্বর ওয়ার্র্ডে সূত্রাপুর থানা সভাপতি আবু আহাম্মেদ মান্নাফী, ওয়ার্ড সভাপতি আশিকুর রহমান চৌধুরী লাভলু, সাধারণ সম্পাদক খোন্দকার জুয়েল ও সহসভাপতি আলিমুজ্জামান আলম, ৩৯ নম্বর ওয়ার্র্ডে সংরক্ষিত মহিলা আসনের সাবেক কাউন্সিলর মহিলা আওয়ামী লীগের মহানগরীর সহসভাপতি লাভলী চৌধুরী, দলের মহানগরীর উপদেষ্টা সাবেক কাউন্সিলর মাইনুল ইসলাম ময়না ও সদস্য ময়নুল হক মঞ্জু, ৪০ নম্বর ওয়ার্র্ডে দলের ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি আসাদ উল্লাহ আসাদ ও সহসভাপতি আলী হোসেন, ৪১ নম্বর ওয়ার্ডে দলের ওয়ার্ডের সাধারণ সম্পাদক গোলাম রহমান ও সারোয়ার রহমান আলো; ৪২ নম্বর ওয়ার্র্ডে দলের ওয়ার্ডের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ বিশু, সহসভাপতি ইয়ার মোহাম্মদ ইয়ারু, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আলম, প্রবাসী ব্যবসায়ী ইব্রাহীম খলিল ও আবদুল কাদের, ৪৩ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর দলের সূত্রাপুর থানার সাধারণ সম্পাদক মো. সাহিদ, ছোটন জাতীয় পার্টি, ৪৪ নম্বর ওয়ার্র্ডে দলের ওয়ার্ড সভাপতি নিজামউদ্দিন নিজাম, সাধারণ সম্পাদক মঈন নেওয়াজ রিটু, সাবেক সভাপতি মোহাম্মদ আলী, ৪৫ নম্বর ওয়ার্র্ডে দলের ওয়ার্ডের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান এডলী ও সহসভাপতি আসকারী, ৪৬ নম্বর ওয়ার্র্ডে বর্তমান কাউন্সিলর সহিদুল্লাহ মিনু, দলের ওয়ার্ড সভাপতি খালেকুজ্জামান ভুলু ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান হিরণ, ৪৭ নম্বর ওয়ার্র্ডে দলের ওয়ার্ড সভাপতি নাসির ভুঁইয়া ও সাধারণ সম্পাদক নুরু মিয়া, ৪৮ নম্বর ওয়ার্র্ডে ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মান্নান, শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও সাবেক সভাপতি মোহাম্মদ মিরন, ৪৯ নম্বর ওয়ার্ডে দলের ওয়ার্ড সভাপতি গিয়াসউদ্দিন গেসু ও সাধারণ সম্পাদক আবুল কালাম অনু, ৫০ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আমীর হোসেন, দলের ওয়ার্ড সভাপতি আবদুর রফিক, সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন মুরাদ, সাংগঠনিক সম্পাদক ময়েজউদ্দিন মঞ্জু ও যুবলীগের ওয়ার্ড সভাপতি মুরাদ আহমেদ, ৫১ নম্বর ওয়ার্ডে দলের মহানগরীর কৃষিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার লুৎফর রহমান ও ওয়ার্ড সভাপতি হাবিবুর রহমান হাবু, ৫২ নম্বর ওয়ার্ডে দলের ওয়ার্ড সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, ৫৩ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর কাজী মঈনউদ্দিন মনির, দলের শ্যামপুর থানার সহসভাপতি মোহাম্মদ উল্লাহ, ওয়ার্ড সভাপতি নুর হোসেন, সাধারণ সম্পাদক রেহান খোকন ও সাবেক সভাপতি মকবুল হোসেন চৌধুরী, ৫৪ নম্বর ওয়ার্ডে দলের শ্যামপুর থানা সভাপতি তোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সিরাজ, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মোতালেব মাসুদ, ওয়ার্ড সভাপতি লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক শরীফ মোহাম্মদ আলমগীর।
৯২টি ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়ন লাভের দৌড়ে নেমেছেন চার শতাধিক নেতা-কর্মী। তাঁদের মধ্যে সাবেক কাউন্সিলর, আওয়ামী লীগের ওয়ার্ড, থানা, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুব মহিলা লীগের নেতারা রয়েছেন। তাঁরা দলীয় সমর্থনের অপেক্ষায় না থেকে প্রচারও শুরু করেছেন। অনেকে বলেছেন, যেহেতু মাঠে নেমেছেন তাঁরা, তাই নির্বাচন তাঁদের করতেই হবে। সাবেক কাউন্সিলরসহ অনেক নেতা জানিয়েছেন, বিদ্রোহ প্রকাশ করে হলেও তাঁরা প্রার্থী হবেন।
তবে যেসব সম্ভাব্য প্রার্থী মাঠে রয়েছেন, তাঁদের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। তাঁদের অনেকেই একে অন্যের বিরুদ্ধে প্রচারণাও চালাচ্ছেন। জানা গেছে, সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোতে চাঁদাবাজি, জমি দখলের ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন এমন অনেকেই কাউন্সিলর পদপ্রার্থী হতে চাইছেন। আর তাঁদের মদদ দিচ্ছেন দলীয় সংসদ সদস্যরা।
তবে আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা ও ঢাকা মহানগর আওয়ামী লীগের কয়েকজন দায়িত্বশীল নেতা কাউন্সিলর পদে মনোনয়ন দেওয়া নিয়ে কাজ করছেন বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক নগরের দায়িত্বশীল এক নেতা বলেন, 'নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হতে চাইছেন অনেকেই। তবে আমরা অনেক যাচাই-বাছাই করে মনোনয়ন দেব। বিতর্কিত কাউকে মনোনয়ন দেওয়া হবে না।'
জানা গেছে, ওয়ার্ডওয়ারি একক কাউন্সিলর পদপ্রার্থী মনোনয়নের কাজ কোথাও কোথাও শুরু করা হয়েছে। নগর আওয়ামী লীগের অন্তর্গত বেশ কয়েকটি থানা কমিটি এ নিয়ে সভাও করেছে। থানা কমিটিগুলোর মাধ্যমে সম্ভাব্য ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থীদের তালিকা তৈরি করে যাচাই-বাছাইয়ের কাজ চলছে।
এ প্রসঙ্গে নগর ১৪ দলের সমন্বয়ক ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, জোটগতভাবে নির্বাচন হবে কি না সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নির্ভর করছে কেন্দ্রের ওপর। সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা প্রসঙ্গে তিনি বলেন, তফসিল ঘোষণা করা হয়েছে, তাই প্রার্থীরা দৌড়ঝাঁপ করবেন- এটাই স্বাভাবিক। তবে মনোনয়ন কারা পাবেন, সে বিষয়ে কেন্দ্র থেকে সিদ্ধান্ত হবে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-হানিফ কালের কণ্ঠকে বলেন, 'আওয়ামী লীগ বড় দল, তাই প্রার্থী সংখ্যাও বেশি হবে- এটাই স্বাভাবিক। সব কিছু যাচাই-বাছাই করেই আমরা সমর্থন দেব।'
দুই সিটি করপোরেশনে আওয়ামী লীগের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা : কালের কণ্ঠের অনুসন্ধানে নগরীর ৯২টি ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে দল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রায় ৪০০ নেতার নাম পাওয়া গেছে।
সিটি করপোরেশন উত্তর : সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের তালিকায় আছেন, ১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের উত্তরা থানার সাধারণ সম্পাদক হাবিব হাসান, ওয়ার্ড সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন ও দক্ষিণখান ইউনিয়ন সভাপতি অ্যাডভোকেট হানিফ এবং ওয়ার্ড সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম; ২ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন বেনু, আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি মনির হোসেন, ওয়ার্ড সাধারণ সম্পাদক আবুল হোসেন মোল্লা, কদম আলী মাতব্বর, সাবেক ছাত্রলীগ নেতা মৌমিন এবং জাতীয় পার্টির নেতা সুলতান মোহাম্মদ সেলিম; ৩ নম্বর ওয়ার্ড পল্লবী থানার সহসভাপতি অ্যাডভোকেট আলী আহম্মদ, মিরপুর থানার সাংগঠনিক সম্পাদক ফকির মহিউদ্দিন, ওয়ার্ড সভাপতি জিন্নাত আলী মাতব্বর, সদস্য করিম আশকুল খোকা, রমজান আলী বেপারী এবং যুবলীগের মহানগর উত্তরের সম্পাদক সদস্য জহিরুল ইসলাম মানিক; ৪ নম্বর ওয়ার্ডে কাফরুল থানা সভাপতি সাবেক কাউন্সিলর জামাল মোস্তফা, ওয়ার্ড সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন এবং থানা সহসভাপতি মতিউর রহমান মাইকেল; ৫ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আবদুর রউফ নান্নু ও দলের পল্লবী থানার সাধারণ সম্পাদক মোস্তফা জামাল মাস্টার; ৬ নম্বর ওয়ার্ডে দলের মহানগর শ্রমবিষয়ক সম্পাদক মকবুল আহমেদ, পল্লবী থানার সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, মুক্তিযোদ্ধা ঢাকা জেলার কমান্ডার সভাপতি আমির হোসেন মোল্লা, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম আতিক, শ্রমিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, ক্রীড়াবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম মজনু এবং যুবলীগের পল্লবী থানার সাবেক সভাপতি রজ্জব হোসেন; ৭ নম্বর ওয়ার্ডে সাধারণ সম্পাদক আবদুস সোবহান, স্বেচ্ছাসেবক লীগের মহানগর উত্তরের সভাপতি মোবাশ্বের চৌধুরী এবং জাতীয় পার্টি সমর্থিত নাসির; ৮ নম্বর ওয়ার্ডে দলের মিরপুর থানার সহসভাপতি আগা খান মিন্টু, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম মোল্লা ও ওয়ার্ডের সাধারণ সম্পাদক কাজী টিপু সুলতান; ৯ নম্বর ওয়ার্ডে দলের মিরপুর থানার যুগ্ম সাধারণ সম্পাদক এম এ সেলিম খান, সদস্য মুজিব সারোয়ার মাসুম ও ওয়ার্ড সভাপতি আবুল হোসেন; ১০ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর শাহজাহান দেওয়ান, দলের ওয়ার্ড সভাপতি ফজলুস সালাম বাবুল ও আবু তাহের; ১১ নম্বর ওয়ার্ডে মিরপুর থানা সভাপতি ও সাবেক কাউন্সিলর এ কে এম দেলোয়ার হোসেন, ওয়ার্ড সভাপতি মাহমুদ উল্লাহ কাওছার ও সাবেক ছাত্রলীগ নেতা দেওয়ান আবদুল মান্নান; ১২ নম্বর ওয়ার্ডে মিরপুর থানার সাধারণ সম্পাদক এস এম হানিফ, ওয়ার্ড সভাপতি সামছুল হক, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তিতু; ১৩ নম্বর ওয়ার্ডে দলের ওয়ার্ড সভাপতি হাবিবুর রহমান হবি, সাধারণ সম্পাদক হারুন-উর-রশিদ মিঠু; ১৪ নম্বর ওয়ার্ডে দলের ওয়ার্ড সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক লিয়াকত আলী ও ওয়ার্ডের মইজউদ্দীন; ১৫ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর দলের কাফরুল থানার সাধারণ সম্পাদক সালেক মোল্লা, ক্যান্টনমেন্ট থানার সভাপতি সাবেক কাউন্সিলর শফিউদ্দিন আহাম্মেদ, যুবলীগের ক্যান্টনমেন্ট থানার সভাপতি বশির উদ্দিন ও আবু সাঈদ; ১৬ নম্বর ওয়ার্ডে দলের কাফরুল থানার যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল গফুর, ওয়ার্ড সভাপতি আজিজুল হক, সাধারণ সাধারণ সম্পাদক মতিউর রহমান মোল্লা ও সহসভাপতি ইসমাইল হোসেন; ১৭ নম্বর ওয়ার্ডে খিলক্ষেত থানার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চান, ওয়ার্ড সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক আজহার উদ্দিন ও থানার সাংগঠনিক সম্পাদক আসলাম উদ্দিন; ১৮ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন বীরপ্রতীক, গুলশান থানার সহসভাপতি আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, যুবলীগের উত্তরের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন বাবুল, ওয়ার্ড সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাফফর, ওয়ার্ডের মহিলা সম্পাদিকা মাসুদা আলম; ১৯ নম্বর ওয়ার্ডে দলের গুলশান থানার সহসভাপতি মোহাম্মদ সুলতান, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান আজাদ ও ওয়ার্ড সভাপতি মফিজুর রহমান (সাবেক কমিশনার), শের মোহাম্মদ ও মহানগর সদস্য আবদুল কাদের খান; ২০ নম্বর ওয়ার্ডে গুলশান থানার ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম জসিম উদ্দিন, ওয়ার্ড সভাপতি এম এ মান্নান, সাধারণ সম্পাদক হাজি আসলাম, সাবেক কমিশনার হাবিবুর রহমান হবি এবং কালা নাসির; ২১ নম্বর ওয়ার্ডে বাড্ডা থানার সভাপতি ওসমান গনি, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ব্যানার্জী ও সাংগঠনিক সম্পাদক তালাল আহমেদ রিজভী; ২২ নম্বর ওয়ার্ডে দলের মহানগরের সদস্য সাবেক কাউন্সিলর লিয়াকত আলী, গুলশান থানার সাংগঠনিক সম্পাদক শামীম আনোয়ার, ওয়ার্ড সভাপতি এম এ খালেকুজ্জামান খালেক, অপরাংশের সভাপতি এম আকরাম মুকুল, সাধারণ সম্পাদক এম এ কাইয়ুম ও সহসভাপতি শেখ মোহাম্মদ গোলাম রসুল; ২৩ নম্বর ওয়ার্ডে দলের খিলগাঁও থানা সভাপতি আলমগীর চৌধুরী ও ওয়ার্ড সভাপতি কামরুজ্জামান বাদল, সাবেক কমিশনার বিনা আলম; ২৪ নম্বর তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওয়ার্ড সভাপতি শফিউল্লাহ, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস তপন, যুবলীগের বশির আহমেদ বশির এবং সাবেক ছাত্রলীগ নেতা জাহান; ২৫ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর দলের তেজগাঁও থানার সহসভাপতি শেখ মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক মঞ্জু ও ওয়ার্ড সভাপতি সোবহান সরকার; ২৬ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর দলের তেজগাঁও থানার সাধারণ সম্পাদক শামীম হাসান, মহানগরের সদস্য অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন ও ওয়ার্ড সভাপতি জহিরুল হক জিল্লু; ২৭ নম্বর ওয়ার্ডে তেজগাঁও থানার সদস্য শহীদুল ইসলাম, সাঈদ খান, ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবুল খায়ের ও স্বেচ্ছাসেবক লীগের মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ফরিদুর রহমান খান ইরান; ২৮ নম্বর ওয়ার্ডে দলের ওয়ার্ড সাধারণ সম্পাদক ফজলুল হক ও যুবলীগের মহানগর উত্তরের সদস্য শিবলী সাদিক; ২৯ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম রতন ও দলের ওয়ার্ড সভাপতি ওমর ফারুক; ৩০ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আবুল হোসেন ও দলের ওয়ার্ড সাধারণ সম্পাদক মাসুদ রানা; ৩১ নম্বর ওয়ার্ডে দলের ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি রুস্তম আলী খান ও বেলায়েত হোসেন বাবু; ৩২ নম্বর ওয়ার্ডে মোহাম্মদপুর থানার সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান মিজান; ৩৩ নম্বর মোহাম্মদপুর থানা ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আবু সাইদ বেপারী ও মহানগর সহসভাপতি শেখ বজলুর রহমান, ওয়ার্ড সভাপতি এ কে এম অহিদুর রহমান, ওয়ার্ড সহসভাপতি আবদুল হালিম, কৃষক লীগ নেতা হাফিজ উদ্দিন বাবু; ৩৪ নম্বর ওয়ার্ডে মোহাম্মদপুর থানা সভাপতি ও সাবেক কাউন্সিলর সাদেক খান, ওয়ার্ডের সম্পাদকমণ্ডলীর সদস্য শেখ মোহাম্মদ খোকন, আওয়ামী লীগ নেতা নুরু মিয়া; ৩৫ নম্বর রমনা থানা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার, যুগ্ম সম্পাদক মোক্তার সর্দার, আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমান, ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. শামীম; ৩৬ নম্বর ওয়ার্ড রমনা থানার ওয়ার্ড সভাপতি তৈমুর রেজা খোকন, সাধারণ সম্পাদক ওয়াহিদুল হক খান, নগর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সুলতান মোল্লা এবং ওয়ার্ড সহসভাপতি সাগর।
সিটি করপোরেশন দক্ষিণ : ১ নম্বর ওয়ার্ডে দলের খিলগাঁও থানার সাধারণ সম্পাদক শরীফ আলী খান, ওয়ার্ডের সভাপতি মোতাশ্বের হাওলাদার, সাধারণ সম্পাদক আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুল হাসান মিল্টন ও যুবলীগ নেতা নুরুজ্জামান জুয়েল; ২ নম্বর ওয়ার্ডে খিলগাঁও থানার সভাপতি আলমগীর চৌধুরী, ওয়ার্ডের সাবেক সভাপতি রখি আলী ভুঁইয়া বাচ্চু ও ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন মজুমদার; ৩ নম্বর ওয়ার্ডে দলের ওয়ার্ড সভাপতি মাকসুদ হোসেন মহসীন ও সহসভাপতি শাহ আলম; ৪ নম্বর ওয়ার্ডে দলের সবুজবাগ থানার নেতা আলতাফ হোসেন ও ওয়ার্ড সভাপতি মাসুদ হাসান শামীম, ওয়ার্ড যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা ও স্থানীয় এমপির আস্থাভাজন সুন্দর আলী, ৫ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড সভাপতি আশরাফুজ্জামান ফরিদ ও সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাস, ৬ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড সভাপতি বি এম সিরাজুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড সভাপতি মনির হোসেন ও সাধারণ সম্পাদক সরদার শফিকুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড সভাপতি সুলতান মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম আলী, ৯ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক সাবি্বর আহমেদ ও কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক নাসিরুল ইসলাম মল্লিক পিন্টু, ১০ নম্বর ওয়ার্ডে মতিঝিল থানার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু, ওয়ার্ড সভাপতি শেখ নওশের আলী ও মারুফ আহমেদ মনসুর, ১১ নম্বর ওয়ার্ডে মতিঝিল থানার যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল, ওয়ার্ড সভাপতি আবদুল লতিফ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন, ১২ নম্বর ওয়ার্ডে মতিঝিল থানার সভাপতি গোলাম আশরাফ তালুকদার ও মহানগরীর সদস্য শেখ সেকান্দর আলী, ১৩ নম্বর ওয়ার্ডে মহানগরীর সদস্য কামাল চৌধুরী, ওয়ার্ড সভাপতি এনামুল হক আবুল ও সাধারণ সম্পাদক মোস্তফা জামান পপি, ১৪ নম্বর ওয়ার্ডে হাজারীবাগ থানার সাধারণ সম্পাদক ইলিয়াছুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবলা, ওয়ার্ড সভাপতি মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক দিল জাহান ভুঁইয়া ও ছাত্রলীগের মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক তানভীরুল হক অনু, ১৫ নম্বর ওয়ার্ডে ধানমণ্ডি থানার সহসভাপতি মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন খন্দকার, শ্রমবিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ ও ওয়ার্ডের সাধারণ সম্পাদক জাকির হোসেন স্বপন, ১৬ নম্বর ওয়ার্ডে ধানমণ্ডি থানার সদস্য নুরুল আমিন, হোসেন হায়দার চৌধুরী, সৈয়দ মাহবুব আলী বাবুল, ওয়ার্ড সভাপতি আবদুস সাত্তার খন্দকার, সাধারণ সম্পাদক জামিল হোসেন পলাশ, হাতিরপুল ইউনিটের সভাপতি কাশেম পাটোয়ারী, যুবলীগের ধানমণ্ডি থানার আহ্বায়ক শাহ আলম খান ও ছাত্রলীগের ধানমণ্ডি থানার সভাপতি নাজিম উদ্দিন বাবু, ১৭ নম্বর ওয়ার্ডে দলের ধানমণ্ডি থানার সহসভাপতি নাজমুল করিম টিংকু, ওয়ার্ড সভাপতি সালাহউদ্দিন আহমেদ ঢালী ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ১৮ নম্বর ওয়ার্ডে দলের ওয়ার্ডের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের ধানমণ্ডি থানার সভাপতি আবদুল খালেক ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাঈদুর রহমান পল, ১৯ নম্বর ওয়ার্ডে দলের মহানগরীর সদস্য কবির উদ্দিন আহমেদ, শেখ রইসুল আলম ময়না, ওয়ার্ড সভাপতি আবুল বাসার, সাধারণ সম্পাদক আবদুস সালাম ও জামাল উদ্দিন, ২০ নম্বর ওয়ার্ডে মহানগরীর সদস্য আবুল কালাম আজাদ ও রমনা থানার সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মাস্টার, ২১ নম্বর ওয়ার্ডে দলের ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক বাবুল মোল্লা ও শাহবাগ ইউনিটের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হামিদ, ২২ নম্বর ওয়ার্ডে হাজারীবাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাইমেন বয়ান, সাবেক সভাপতি মরহুম হেদায়েতুল ইসলামের ছেলে সজীব ও ওয়ার্ড সভাপতি শেখ আখতার হোসেন, ২৩ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর দলের লালবাগ থানার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ওয়ার্ড সভাপতি রেজা আহম্মদ রেজোয়ান, সাধারণ সম্পাদক শাহজাদা সাজু ও সদস্য এম এ আকবর, ২৪ নম্বর ওয়ার্ডে লালবাগ থানার সহসভাপতি মোশাররফ হোসেন বিকম ও ওয়ার্ড সভাপতি একরামুল্লাহ সোহরাওয়ার্দী, ২৫ নম্বর ওয়ার্র্ডে দলের ওয়ার্ড সভাপতি সেলিম আল মোহাম্মদ, সাধারণ সম্পাদক শের ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও যুবলীগের মহানগরী দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার ইকবাল সান্টু, ২৬ নম্বর ওয়ার্র্ডে দলের ওয়ার্ড সভাপতি ওসমান গনি, সাধারণ সম্পাদক মতিউর রহমান জামাল ও লালবাগ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুর রহমান মানিক, ২৭ নম্বর ওয়ার্র্ডে দলের ওয়ার্ড সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বসন ও যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান হুমায়ুন, ২৮ নম্বর ওয়ার্র্ডে লালবাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর কামাল উদ্দিন কাবুল, সহসভাপতি ইউনুছ সুমন ও ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুন, ২৯ নম্বর ওয়ার্র্ডে দলের ওয়ার্ড সভাপতি সিরাজুল ইসলাম রাডো ও সহসভাপতি জাহাঙ্গীর আলম বাবুল, ৩০ নম্বর ওয়ার্র্ডে লালবাগ থানা সভাপতি আবুল হাসনাত ও ওয়ার্ড সভাপতি খন্দকার ইসলাম উদ্দিন, ৩১ নম্বর ওয়ার্র্ডে মহানগরীর সদস্য শফিকুর রহমান জাহাঙ্গীর ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইরোজ আহমেদ অভ্র, ৩২ নম্বর ওয়ার্র্ডে দলের ওয়ার্ড সভাপতি হাজি হাফিজ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর ও বিল্লাল শাহ, ৩৩ নম্বর ওয়ার্র্ডে কোতোয়ালি থানার প্রচার সম্পাদক আমিনুল ইসলাম বিপ্লব ও ওয়ার্ড সভাপতি ইলিয়াছ রশীদ, ৩৪ নম্বর ওয়ার্ডে কোতোয়ালি থানার সাধারণ সম্পাদক আফজাল সিদ্দিকী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জসীম উদ্দিন সবুজ, ওয়ার্ড সভাপতি ওয়াকিলুর রহমান ওয়ালিদ, সাধারণ সম্পাদক আতিকুর রহমান স্বপন, ও মীর ছমির, ৩৫ নম্বর ওয়ার্র্ডে কোতোয়ালি থানার সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, ওয়ার্ড সভাপতি আলী হোসেন ও সাধারণ সম্পাদক আবু সাঈদ, ৩৬ নম্বর ওয়ার্র্ডে কোতোয়ালি থানা সভাপতি ফজলুর রহমান পর্বত, ওয়ার্ড সভাপতি জামালউদ্দিন আকবর বাবলা ও সাধারণ সম্পাদক রঞ্জন বিশ্বাস, ৩৭ নম্বর ওয়ার্ডে কোতোয়ালি থানার সাংগঠনিক সম্পাদক সফিক আহম্মেদ, ওয়ার্ড সভাপতি আলী জান মাহবুব ও সাধারণ সম্পাদক আবদুর রহমান মিয়াজী, ৩৮ নম্বর ওয়ার্র্ডে সূত্রাপুর থানা সভাপতি আবু আহাম্মেদ মান্নাফী, ওয়ার্ড সভাপতি আশিকুর রহমান চৌধুরী লাভলু, সাধারণ সম্পাদক খোন্দকার জুয়েল ও সহসভাপতি আলিমুজ্জামান আলম, ৩৯ নম্বর ওয়ার্র্ডে সংরক্ষিত মহিলা আসনের সাবেক কাউন্সিলর মহিলা আওয়ামী লীগের মহানগরীর সহসভাপতি লাভলী চৌধুরী, দলের মহানগরীর উপদেষ্টা সাবেক কাউন্সিলর মাইনুল ইসলাম ময়না ও সদস্য ময়নুল হক মঞ্জু, ৪০ নম্বর ওয়ার্র্ডে দলের ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি আসাদ উল্লাহ আসাদ ও সহসভাপতি আলী হোসেন, ৪১ নম্বর ওয়ার্ডে দলের ওয়ার্ডের সাধারণ সম্পাদক গোলাম রহমান ও সারোয়ার রহমান আলো; ৪২ নম্বর ওয়ার্র্ডে দলের ওয়ার্ডের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ বিশু, সহসভাপতি ইয়ার মোহাম্মদ ইয়ারু, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আলম, প্রবাসী ব্যবসায়ী ইব্রাহীম খলিল ও আবদুল কাদের, ৪৩ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর দলের সূত্রাপুর থানার সাধারণ সম্পাদক মো. সাহিদ, ছোটন জাতীয় পার্টি, ৪৪ নম্বর ওয়ার্র্ডে দলের ওয়ার্ড সভাপতি নিজামউদ্দিন নিজাম, সাধারণ সম্পাদক মঈন নেওয়াজ রিটু, সাবেক সভাপতি মোহাম্মদ আলী, ৪৫ নম্বর ওয়ার্র্ডে দলের ওয়ার্ডের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান এডলী ও সহসভাপতি আসকারী, ৪৬ নম্বর ওয়ার্র্ডে বর্তমান কাউন্সিলর সহিদুল্লাহ মিনু, দলের ওয়ার্ড সভাপতি খালেকুজ্জামান ভুলু ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান হিরণ, ৪৭ নম্বর ওয়ার্র্ডে দলের ওয়ার্ড সভাপতি নাসির ভুঁইয়া ও সাধারণ সম্পাদক নুরু মিয়া, ৪৮ নম্বর ওয়ার্র্ডে ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মান্নান, শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও সাবেক সভাপতি মোহাম্মদ মিরন, ৪৯ নম্বর ওয়ার্ডে দলের ওয়ার্ড সভাপতি গিয়াসউদ্দিন গেসু ও সাধারণ সম্পাদক আবুল কালাম অনু, ৫০ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আমীর হোসেন, দলের ওয়ার্ড সভাপতি আবদুর রফিক, সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন মুরাদ, সাংগঠনিক সম্পাদক ময়েজউদ্দিন মঞ্জু ও যুবলীগের ওয়ার্ড সভাপতি মুরাদ আহমেদ, ৫১ নম্বর ওয়ার্ডে দলের মহানগরীর কৃষিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার লুৎফর রহমান ও ওয়ার্ড সভাপতি হাবিবুর রহমান হাবু, ৫২ নম্বর ওয়ার্ডে দলের ওয়ার্ড সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, ৫৩ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর কাজী মঈনউদ্দিন মনির, দলের শ্যামপুর থানার সহসভাপতি মোহাম্মদ উল্লাহ, ওয়ার্ড সভাপতি নুর হোসেন, সাধারণ সম্পাদক রেহান খোকন ও সাবেক সভাপতি মকবুল হোসেন চৌধুরী, ৫৪ নম্বর ওয়ার্ডে দলের শ্যামপুর থানা সভাপতি তোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সিরাজ, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মোতালেব মাসুদ, ওয়ার্ড সভাপতি লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক শরীফ মোহাম্মদ আলমগীর।
No comments