প্রেসনোট-কল্পনাপ্রসূত সংবাদ প্রচার করছে কিছু পত্রিকা

বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনায় প্রধান বিরোধী দল ও কিছু সংবাদপত্রের ভূমিকার সমালোচনা করেছে সরকার। গতকাল সোমবার এক প্রেসনোটে বলা হয়েছে, গত ১৭ এপ্রিল রাতে প্রধান বিরোধী দল বিএনপির সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার সংবাদের পরিপ্রেক্ষিতে সরকার তাঁর আশু উদ্ধার প্রচেষ্টায় অত্যন্ত সুচিন্তিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।


নিরন্তর এ প্রচেষ্টার মাঝে সব নির্ভরযোগ্য সম্ভাব্য উৎস থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এরই মধ্যে ইলিয়াস আলীর স্ত্রী তাঁর স্বামীর উদ্ধার প্রচেষ্টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আন্তরিক সহায়তা প্রদান করেছেন।
প্রেসনোটে আরো বলা হয়, সরকার এ অবস্থায় অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছে যে, সরকারের আন্তরিক প্রচেষ্টাকে সহায়তা দেওয়ার মাধ্যমে উদ্ধারকাজ ত্বরান্বিত করার পরিবর্তে প্রধান বিরোধী দল আপত্তিকর ও উত্তেজনাপূর্ণ বক্তব্য প্রদান করছে এবং জনসাধারণকে উত্তেজিত করার উদ্দেশ্যে লাগাতার হরতাল কর্মসূচির মাধ্যমে চরম জনদুর্ভোগ সৃষ্টি করছে। একই সঙ্গে অত্যন্ত পরিতাপের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু সংবাদপত্র কল্পনাপ্রসূত বিভিন্ন ভিত্তিহীন সংবাদ প্রচার করছে। এসব সংবাদে এমনকি বিভিন্ন শর্ত বা দফার মাধ্যমে ইলিয়াস আলীর মুক্তির জন্য দরকষাকষির মতো জঘন্য ও কল্পনাপ্রসূত বক্তব্যের অবতারণা করে জনমনে বিভ্রান্তি ও ঘৃণা সৃষ্টির অপচেষ্টা নেওয়া হচ্ছে। এ ধরনের অবাস্তব বক্তব্যের মাধ্যমে ঘটনার রহস্য উদ্ঘাটন এবং ভিকটিমের উদ্ধার প্রচেষ্টা বাধাগ্রস্ত করা নিঃসন্দেহে অসৎ উদ্দেশ্যপ্রণোদিত ও আপত্তিকর।
সরকার সংশ্লিষ্ট সবাইকে এ জাতীয় কল্পনাপ্রসূত ভিত্তিহীন বক্তব্য প্রদান থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা, হরতাল, ভাঙচুর, অগ্নিসংযোগ ইত্যাদির মাধ্যমে জনদুর্ভোগ ও হতাশার জন্ম না দেওয়া, জনসাধারণ্যে শান্তিশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সর্বাত্মক সহায়তা প্রদান করা তথা ইলিয়াস আলীর উদ্ধার প্রচেষ্টাকে ত্বরান্বিত করার ক্ষেত্রে সহায়তা দেওয়ার অনুরোধ জানিয়েছে।

No comments

Powered by Blogger.