নতুন রূপচর্চাকেন্দ্র
ঢাকার ধানমন্ডির ২৭ নম্বর (পুরোনো) সড়কে চালু হলো নতুন রূপচর্চাকেন্দ্র ক্লিওপেট্রা। ‘এটি আসলে হারমনি স্পার আরেকটি অংশ। আসলে হারমনি স্পাতে বেশ কিছু সুবিধা আমরা গ্রাহকদের দিতে পারিনি। তাই একই জায়গা থেকে সব ধরনের সুবিধা দেওয়ার নিশ্চয়তা দিতেই এই নতুন স্যালন চালু করা।
এখানে বিয়ের সাজ, পার্টি সাজসহ সব ধরনের মেকআপ করা হয়। তবে হালকা ধরনের সাজের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। চুলের কাট, চুলে রঙিন করা, এক্সটেনশন লাগানোসহ চুলের বিশেষ ট্রিটমেন্ট করানো হয়। এখানে হেয়ার স্মুদিং নামে বিশেষ সুবিধা চালু করা হয়েছে। এতে চুল সোজা না করেও এক বছরের জন্য চুলে সিল্কি ও উজ্জ্বল ভাব আসবে।’ বলেন ক্লিওপেট্রার কর্ণধার রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা। এখানে সব ধরনের ফেসিয়াল, হাত-পায়ের যত্নও রয়েছে। বিয়ের সাজের জন্য রয়েছে বিশেষ প্যাকেজ। ছয় হাজার টাকায় আপনি এখানে সাজতে পারবেন বিয়ের সাজ।
No comments