শ্রদ্ধাঞ্জলি-এনামুল হক চৌধুরী : আরো এক বীর-প্রতীকের চির প্রস্থান by ডা. সুব্রত ঘোষ

ঝরে গেল আরো একটি নক্ষত্র। বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধার আন্দোলনের অন্যতম প্রধান সংগঠক এনামুল হক চৌধুরী বীর-প্রতীকের পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই। ১৯ জুলাই ১৯৪৮, সিলেট জেলার সুলতানপুর গ্রামে জন্ম এনামুল হক চৌধুরীর। ১৯৬৩ সালে সিলেট সরকারি হাই স্কুল থেকে ম্যাট্রিক ও ১৯৬৫ সালে নূরানী চাঁদ কলেজ থেকে আইকম পাস করেন। ১৯৬৮ সালে তিনি বিকম ডিগ্রি লাভ করেন।


১৯৬৩ সালে ছাত্রলীগ প্রতিনিধি হিসেবে নূরানী চাঁদ কলেজ ছাত্র সংসদের সদস্য এবং ১৯৬৪ সালে সিলেট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ১৯৬৪ সালে আইয়ুব খানের বিরুদ্ধে সম্মিলিত বিরোধী দলের মনোনীত প্রার্থী মিস ফাতেমা জিন্নাহর পক্ষে নির্বাচনী প্রচারে সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৬৫ সালে মোহন কলেজ ছাত্র সংসদের সহসভাপতি নির্বাচিত হন। ১৯৬৬ সালে আবার ওই কলেজ ছাত্র সংসদের সহসভাপতি নির্বাচিত হন। ৬ দফা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করায় ১৯৬৬ সালে কারাবরণ করেন। কারাগার থেকে মুক্তির পর কুখ্যাত হামদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেন। ১৯৬৮ সালে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৬৯ সালে ঐতিহাসিক ১১ দফা আন্দোলনে সিলেট জেলায় নেতৃত্ব দেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখেন। মুক্তিযুদ্ধের প্রথম পর্যায়ে চার নম্বর সেক্টরের সংগঠক ছিলেন। পরবর্তী সময়ে পাঁচ নম্বর সেক্টরের বালট সাব-সেক্টর কমান্ডার ছিলেন। ১৯৭৩ সালে মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীর-প্রতীক খেতাবে ভূষিত হন। ১৯৭৩ সালে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান ছিলেন। ১৯৭৮ সালে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের আহ্বায়ক মনোনীত হন। তিনি কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের আজীবন সদস্য ও সিলেট ভিক্টোরিয়া ক্লাবের সভাপতি ছিলেন। রেডক্রসের মতো সেবামূলক প্রতিষ্ঠানসহ অসংখ্য মানব ও সমাজসেবার সঙ্গে জড়িত ছিলেন তিনি। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সেক্টর কমান্ডারস ফোরামের অন্যতম প্রধান সংগঠক হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মৃত্যুবরণ করার আগ পর্যন্ত তিনি সেক্টর কমান্ডারস ফোরামের সিলেট বিভাগীয় সংগঠকের দায়িত্ব পালন করেন। তিনি সিলেট থেকে দুবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। কালে কালে, যুগে যুগে বাংলা মায়ের যেসব দামাল ছেলে দেশসেবায় নিজের জীবনকে হেলায় তুচ্ছ করেছেন, গণমানুষের কল্যাণে সময়ের সাহসী সন্তান এনামুল হক চৌধুরী তাঁদেরই একজন। আমরা এই মহান বীরের প্রস্থানে শোকাহত-মর্মাহত। তাঁর আদর্শে অনুপ্রাণিত হোক আমাদের নতুন দিনের পথচলা। গভীর শ্রদ্ধায় তাঁকে স্মরণ করি।
ডা. সুব্রত ঘোষ

No comments

Powered by Blogger.