মীরাক্কেল-৬, সা-রে-গা-মা-পা’র অডিশন বাংলাদেশে
স্টাফ রিপোর্টার: এবারে বাংলাদেশের প্রতিযোগীদের নিয়ে ভারতের জি-টিভি’র রিয়েলিটি শো-এর কনসেপ্ট থেকে নির্মিত হতে যাচ্ছে ‘ভয়েজ অফ দ্য নেশন’। এছাড়া চ্যানেলটির আরেক রিয়েলিটি শো ‘মীরাক্কেল’-এর ৬ষ্ঠ পর্বের জন্যও প্রতিযোগী বাছাই করা হবে ঢাকা, খুলনা ও বরিশাল থেকে। বাংলাদেশ থেকে এই দু’টি প্রতিযোগিতার জন্য প্রতিযোগী বাছাই করা হবে। এ জন্য ঢাকায় এফডিসিতে ৩রা ফেব্রুয়ারি, বরিশালের সাউথ কিং অডিটোরিয়ামে ৬ই ফেব্রুয়ারি এবং খুলনার শিল্পকলা একাডেমীতে ৮ই ফেব্রুয়ারি অডিশন অনুষ্ঠিত হবে। ভয়েজ অব দ্য নেশন অনুষ্ঠানের জন্য গান ও নাচে পারদর্শী ৩ বিভাগের প্রতিযোগী নির্বাচন করা হবে। ০-৪ বছর, ৫-১৪ বছর এবং ১৫-৫০ বছর বয়সীরা এই তিনটি বিভাগে আলাদাভাবে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। অন্যদিকে, মীরাক্কেল-৬ এ অংশ নিতে হলে নতুন কৌতুক জানা যে কোন বয়সের প্রতিযোগীই বাছাই পর্বে অংশ নিতে পারবেন।
No comments