রাজ্জাকের ৭০তম জন্মদিন আজ
দেশীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়করাজ রাজ্জাকের ৭০তম জন্মদিন আজ। ১৯৪২ সালের এই দিনে রাজ্জাক কলকাতার টালিগঞ্জের নাগতলায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আকবর হোসেন, মায়ের নাম নিসারুন নেসা। তিন ভাই বোনের মধ্যে সবার ছোট আবদুর রাজ্জাকের ডাক নাম রাজু, রাজা এবং আলতা। বাবা-মা আদর করে বিভিন্ন নামে ডাকতেন তাকে। ১৯৬২ সালে রাজ্জাক পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন মেহেরুন নেসা লক্ষ্মীর সঙ্গে। ২০১১ সালে রাজ্জাক-লক্ষ্মী বিবাহের ৫০ বছর পূর্ণ করেন জাঁকজমকের সঙ্গে। ১৯৬৪ সালে সামপ্রদায়িক দাঙ্গার সময় রাজ্জাক স্ত্রী লক্ষ্মী এবং শিশুপুত্র বাপ্পাকে নিয়ে ঢাকায় চলে আসেন। ১৯৬৬ সালে জহির রায়হানের ‘বেহুলা’ ছবির নায়কের চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠেন। পরবর্তী সময়ে হয়ে ওঠেন বাংলাদেশের চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি। লাভ করেন নায়করাজ উপাধী। ৫ বার শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভকারী নায়করাজ রাজ্জাক অভিনয়ের পাশাপাশি প্রযোজক ও পরিচালক হিসেবেও সফলতা লাভ করেন। স্ত্রী লক্ষ্মী, পুত্র বাপ্পারাজ, বাপ্পি, সম্রাট এবং কন্যা ময়নাসহ তাদের পুত্র কন্যাকে নিয়ে নায়ক রাজের সুখের সংসার। ৭০তম জন্মদিনে নায়করাজ রাজ্জাককে দৈনিক মানবজমিন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। বি.স.
No comments