মনসুর বিধিমতো নিরাপত্তা পাবেন পাকিস্তানে
বিতর্কিত মার্কিন ব্যবসায়ী মনসুর ইজাজ পাকিস্তানে এলে সাধারণ নিরাপত্তা পাবেন। তাকে ভিভিআইপি নিরাপত্তা দেয়া হবে না। কারণ, এতে বিলিয়ন রুপির প্রয়োজন বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। গিলানি বলেন, মি. ইজাজ পাকিস্তানের নিরাপত্তা ও এর সরকারের বিপক্ষে দীর্ঘমেয়াদি ঘৃণার বিষ ছড়িয়েছেন তিনি। গিলানি আরও বলেন, কোটি রুপি খরচ করে তাকে উচ্চ স্তরের নিরাপত্তা দেয়া হবে সংবিধানের লঙ্ঘন। মনসুর ইজাজ হলেন মেমোগেট কেলেঙ্কারির অভিযোগকারী। এবং মেমোগেট কেলেঙ্কারি তদন্তে গঠিত একটি কমিশনে সাক্ষ্য দিতে পাকিস্তান আসছেন তিনি। মেমোগেট হলো সেনাবাহিনীর বিরুদ্ধে গোপনে আমেরিকার সহায়তা চেয়ে পাঠানো একটি মেমো। এ অভিযোগ প্রমাণিত হলে ক্ষমতা হারাতে পারেন পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। গিলানি বলেন, ইজাজের নিরাপত্তার বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নিরাপত্তার মতো হাইলাইট করা হচ্ছে। বিষয়টি আদৌ তা নয়। তিনি এলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিধি অনুযায়ী নিরাপত্তা পাবেন বলেছেন গিলানি।
No comments