এ্যানীর ভাবনাজুড়ে ‘ভালবাসার রংধনু’
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘সূচনা রেখার দিকে’তে অভিনয় করেছেন এ্যানী। প্রয়াত সাংবাদিক চলচ্চিত্রকার আক্তারুজ্জামানের পরিচালনায় ছবিতে ফিল্ম এন্ড মিডিয়া বিষয়ক ছাত্রীর চরিত্রে অভিনয় করেছেন এ্যানী। তিনি বলেন, ‘সূচনা রেখার দিকে’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়েই বলা যায় চলচ্চিত্রে অভিনয়ের স্বপ্ন দেখা। কিন্তু গত বছর এই ছবির পরিচালক পৃথিবী ছেড়ে চলে যাওয়ায় আমার সে স্বপ্ন যেন দুঃস্বপ্ন হয়ে যায়। কারণ, বাংলাদেশ সরকারের অনুদানে এ ছবিটি নির্মাণ বন্ধ হয়ে যায়। তাইতো সব ভেবেই এখন নতুন পথে হাঁটছি। এ নতুন পথের উদ্দেশে সমপ্রতি এ্যানী চুক্তিবদ্ধ হয়েছেন ‘ভালোবাসার রংধনু’ নামের একটি ছবিতে অভিনয়ের জন্য। বিজ্ঞাপন নির্মাতা নাবিল আশরাফের পরিচালনায় এ ছবিতে এ্যানীর বিপরীতে অভিনয়ে আছেন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা নাইম। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত এ ছবিতে এ্যানী, নাইমের সঙ্গে আরও অভিনয়ে রয়েছেন আঁচল। এ্যানী বলেন, গল্পটি অনেক সুন্দর। প্রথম শোনাতেই আমার পছন্দ হয়ে গেছে। আর এখন আমার ভাবনাজুড়ে শুধু ‘ভালোবাসার রংধনু’ ছবিটি। এদিকে এ্যানী বর্তমানে নিয়মিত একের পর এক বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করছেন। এ্যানী বলেন, বিজ্ঞাপন আর চলচ্চিত্রেই এখন কাজ করবো। নাটকে বা টেলিফিল্মে অভিনয়ের ইচ্ছা কম। এ্যানী এরই মধ্যে তালুকদার, প্রমিসহ আরও কয়েকটি পণ্যের বিজ্ঞাপনের মডেল হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন।
No comments