আধুনিক খোয়াবনামা by সুমন সওদাগর

বেকার ছেলে, স্বপ্ন দেখেছেন পদ্মা সেতুর নকশা।পরিবার থেকে পকেট খরচ বন্ধ হয়ে যাবে যেকোনো মুহূর্তে। বিকল্প অর্থসংস্থানের পথ খুঁজুন। গুগলের লোগো স্বপ্নে দেখলেন এক ব্যবসায়ী। আপনাকে কেউ হন্যে হয়ে খুঁজছেন। পাওনাদার থেকে সাবধান।


ফেসবুকের লোগো দেখেছেন এক বাড়িওয়ালা।

দেয়ালে নতুন রং করার চিন্তা আপাতত বাদ দিন। আপনার বাড়ির ওয়ালে চিকা মারার পরিকল্পনা নিয়েছে স্থানীয় পোলাপান।

হাঁটুপানির নদীতে নৌকায় চড়ে কবিতা লিখছেন এক কবি।

জনপ্রিয়তায় ভাটা পড়বে। ধীরে ধীরে কবিতার মার্কেট থেকে আউট হয়ে যাবেন।

নতুন ব্যবসায়ী, ধানের শিষ দোল খেতে দেখেছেন।

সামনেই আপনার সুদিন। ব্যবসায় প্রচুর উন্নতি হবে। নামডাকও কামাবেন।

বেদের দল হেঁটে যাচ্ছে এক প্রেমিকের বাড়ির সামনে দিয়ে।

আপনার প্রেমিকা পরবর্তী ডেটিংয়ে দেরি করে আসবে। কথা সে ঠিকই দেবে, পরে আবার ফাঁকিও দেবে।

বউয়ের সঙ্গে বসে বসে হিন্দি সিরিয়াল দেখছেন।

ভাই, আপনি অনেক দিন বাঁচবেন। বন্ধুবান্ধবকে দাওয়াত করে একটা পার্টি দেন।

গলায় টাই ঝুলিয়ে প্রেমিকার পয়সায় ফুচকা খাচ্ছেন।

স্বজন-বান্ধবদের মধ্যে কোনো MLM রোগী থাকলে তার কাছ থেকে নিরাপদ দূরত্বে অবস্থান নিন। আপনার ওপর শনি ভর করেছে।

বাংলাদেশ বিমানে চড়ে বিদেশ যাচ্ছেন।
দাম্পত্য জীবন হুমকির মুখে। যেকোনো মুহূর্তে বিকল হয়ে যেতে পারে। পারিবারিক বন্ধন আরও দৃঢ় করুন।

No comments

Powered by Blogger.