ইরানে একতরফা হামলার ইঙ্গিত ইসরাইলের
ইরানে একতরফা হামলা করবে ইসরাইল। ইরানের পরমাণু প্রকল্পে একতরফা হামলা করার পরিকল্পনা করছে দেশটি। এক্ষেত্রে তারা তাদের মিত্র যুক্তরাষ্ট্রকেও অবহিত করবে না। এমন তথ্য পাওয়া গেছে তেলআবিবের পক্ষ থেকে। ইসরাইলি নেতারা যুক্তরাষ্ট্রের ইহুদি ভোটারদের বারাক ওবামাকে দ্বিতীয় মেয়াদে ভোট দিতে সমর্থনের ইঙ্গিত দিয়েছেন। আর এমন সময়ই ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান মার্টিন ডেম্পিকে বলেছেন, ইসরাইল ইরানে হামলা করার সর্বোচ্চ ১২ ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রকে জানাবে। ওবামা ডেম্পিকে জানিয়েছেন ইরানের ব্যাপারে ইসরাইলের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে বেশি আগে জানানো হবে না। একথা স্পষ্ট করে বলে দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এজন্য ইসরাইলের সেনাবাহিনীর ৩৫-এলিট ছত্রীসেনা প্রশিক্ষণ নিচ্ছে। তারা দীর্ঘমেয়াদি প্রস্তুতি নিচ্ছে যাতে যে কোন সময় ইরানের পরমাণু প্রকল্পে হামলা করা যায়। এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী আজ বলেছেন, ইরানের তেল আমদানি নিষিদ্ধ করা হবে। দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা কঠোর করার জন্য এ উদ্যোগ বলেছেন তিনি।
No comments