শিশু নিপীড়নের দায়ে নাবিক অভিযুক্ত
প্রমোদতরীতে শিশু নিপীড়নের অভিযোগ উঠেছে এক নাবিকের বিরুদ্ধে। অভিযোগের তদন্ত শুরু করেছে বৃটেন পুলিশ। এখন পর্যন্ত অভিযুক্ত নাবিকের নাম পরিচয় নিশ্চিত করেনি পুলিশ। তবে অভিযুক্ত নাবিক পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল প্রমোদতরী কুইনমেরি-২ ও কুইন এলিজাবেথে কাজ করেছেন। এমন তথ্য নিশ্চিত করেছে ভিকটিমের পরিবার ও জাহাজ কর্তৃপক্ষ। প্রথমে একটি পরিবারের অভিযোগের পর কর্তৃপক্ষ তদন্ত শুরু করে। এতে ভয়াবহ তথ্য বেরিয়ে এলে বিষয়টি পুলিশকে জানায় তারা। এর প্রেক্ষিতে তদন্ত করছে পুলিশ। তারা ভিকটিম পরিবারগুলোকে তথ্য দিতে অনুরোধ করেছে। উল্লেখ্য, এসব প্রমোদতরীতে ভিআইপি পরিবার ও তারকারা ভ্রমণ করে থাকে। আর কুইন মেরি-২ ও কুইন এলিজাবেথে এসব ঘটেছে। জাহাজ দুটির কর্তৃপক্ষ বলেছে অভিযুক্ত নাবিক এখন আর সেখানে কাজ করে না।
No comments