দেশ ও জনগণের নয়, তিনি নিজের পরিবর্তন করেছেন-টেলিফোনে নাগরিক মন্তব্য

সেলিম আহমদ
সাংবাদিক, ঈশ্বরদী, পাবনা
সাহসিকতার সঙ্গে সংবাদ প্রকাশের জন্য সমকালকে ধন্যবাদ। এ ধরনের অনিয়মের সঙ্গে যুক্তদের কোনো দলেই স্থান দেওয়া উচিত নয়।


সম্রাট
ব্যবসায়ী, ছাগলনাইয়া, ফেনী
সমকালের 'আমলনামা' খুবই বস্তুনিষ্ঠ। বিভিন্ন জেলার বর্তমান ও সাবেক কয়েকজন এমপির অনিয়ম তুলে ধরা হয়েছে। এ ধরনের আরও প্রতিবেদন চাই।
শহীদুল ইসলাম বাচ্চু
ব্যবসায়ী, ফৌজদারীপাড়া, নাটোর
অভিযোগগুলো তদন্ত করা উচিত। তিনি যে দলের নেতা তারা গণতন্ত্রের কথা বলেন। কিন্তু সমকালের ৯০০ কপি ফাইভ স্টার বাহিনী ছিনিয়ে নিয়েছে। এর নিন্দা জানাই।
আহমেদ শরিফ
চাকরিজীবী, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা
এ ধরনের ব্যক্তি আওয়ামী লীগের মতো দলের মনোনয়ন কীভাবে পেলেন? সমকালে যা বলা হয়েছে তার বাইরেও অনেক অনিয়মের সঙ্গে তিনি জড়িত। এ ধরনের লোক আওয়ামী লীগে দরকার নেই।
আকরাম হোসেন
ব্যবসায়ী, কলেজ রোড, কুড়িগ্রাম
তিনি দেশের পরিবর্তন না করে নিজের পরিবর্তন করেছেন। এতে দেশ ও দলের ক্ষতি হয়েছে।
রুবেল
হোটেল ব্যবসায়ী, মতিঝিল, ঢাকা
অন্যায় যারা করছে, তাদের মেনে নেওয়া যায় না। শেরপুর সদর আসনের সংসদ সদস্য সম্পর্কেও অনেক অভিযোগ রয়েছে।
শাহাদত হোসেন রাজীব
শিক্ষার্থী, তিতুমীর কলেজ, ঢাকা
ফাইভ স্টার বাহিনীকে সেভেন স্টার হওয়ার আগেই জিরো স্টারে পরিণত করতে হবে। এ জন্য ফাইভ স্টারের ৫ সদস্যসহ সাংসদ পুলকের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। তাহলেই সিংড়া এলাকাবাসী তাদের হাত থেকে রেহাই পাবে।
আবু হানিফ
শিক্ষক, খোকশা, কুষ্টিয়া
শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গঠনের অঙ্গীকার করেছিলেন। কিন্তু এ ধরনের কিছু লোকের জন্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাদের সংসদ সদস্যপদ থেকে বহিষ্কার করা হোক। এলাকার উন্নয়ন না করে নিজেদের নিয়ে যারা ভাবেন তারা যেন আর মনোনয়ন না পান।
মোশারফ হোসেন সুমন
চাকরিজীবী, ফেনী
এ ধরনের অনিয়ম আরও তুলে ধরতে হবে।
আতিয়ার রহমান আকাশ
ব্যবসায়ী, মধুখালী, ফরিদপুর
এ রকম ফাইভ স্টার, সেভেন স্টার বাহিনীর বিরুদ্ধে যেন সমকাল প্রতিবেদন প্রকাশ অব্যাহত রাখে।
শফিকুল ইসলাম
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাড়ি-নাটোর
পলকের বাহিনী অত্যন্ত শক্তিশালী। তার লোকজনের হুমকি ও অত্যাচারের ভয়ে কেউ কথা বলতে পারে না। গত ২৫ অক্টোবর বিলবাহর বাজারে বিএনপি নেতার বাড়িঘর ভেঙে দখল করে গাছপালা লাগানো হয়েছে।
শেখ মিলন
ছাত্রনেতা, ঝালকাঠি
ডিজিটাল বাংলাদেশের নেত্রীর নেতৃত্বে আমরা গর্বিত। কিন্তু যখন আমরা দেখি এই দলের সংসদ সদস্য সীমাহীন দুর্নীতি চালাচ্ছেন তখন আমরা লজ্জিত হই। ইদানীং দেখছি হাজারীর গর্জন, রনির বাণী। আজকে দেখলাম পলকের সীমাহীন দুর্নীতি। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়াই হবে বর্তমান সরকারের চমক।
শিবলী
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়
পলক টাকার বিনিময়ে লোকজনকে চাকরি দিয়েছেন। সমাজে এ রকম যারা আছে সবার বিরুদ্ধে সমকাল প্রতিবেদন প্রকাশ অব্যাহত রাখবে বলে মনে করছি।
সৈয়দ আবুল মনসুর
কবি, ব্রাহ্মণবাড়িয়া
প্রধানমন্ত্রীর কাছে আবেদন, নাটোর-৩ আসনের সংসদ সদস্য পলকের ফাইভ স্টার বাহিনীর কর্মকাণ্ডের ব্যাপারে তদন্ত কমিটি গঠন করে তদন্তপূর্বক বিচার করা হোক। সন্ত্রাসীরা যে দলেরই হোক তারা দেশের শত্রু।
আতিকুল রহমান রুবেল
সাংবাদিক, ঝালকাঠি
পলককে মানুষ ভালো মনে করে ভোট দিয়েছে। কিন্তু আজকে যে প্রতিবেদন দেখছি তাতে আগামী নির্বাচনে জনগণই তার উচিত জবাব দেবে। এ ব্যাপারে জনগণকে সচেতন থাকতে হবে।
অ্যাডভোকেট আশরাফুল আমিন
আইনজীবী, নারায়ণগঞ্জ
সেখানে ৫ জনের সমন্বয়ে ফাইভ স্টার বাহিনী গঠিত তাদের মামলার বিষয়ে কিছুই আসেনি। আমাদের এলাকায়ও এ রকম সন্ত্রাসী বাহিনী রয়েছে।
চৈতন্য কুমার পাল
কলেজ শিক্ষক, অভয়নগর, যশোর
এই কনিষ্ঠ সংসদ সদস্য এখনই যে দুর্নীতি করছেন ভবিষ্যতে কী করবেন! তাই প্রধানমন্ত্রীর কাছে আবেদন, যেন তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হোক।
এসএম সোহরাব হাসান
ব্যবসায়ী, খুলনা
এই আসনের এমপি ক্ষমতাসীন দলের। এমপি সাহেব এভাবে কার্যক্রম চালালে তো দল আসনটা হারাবে।
আহসান হাবিব
শিক্ষার্থী, বগুড়া
সমকালের সংবাদ পড়ে ভালো লেগেছে। আমরা এমন আরও অনুসন্ধানী প্রতিবেদন চাই।
রাজু রাইহান
শিক্ষার্থী, চাঁপাইনবাবগঞ্জ
এ রকম সাংসদকে সংসদ থেকে বহিষ্কার করা উচিত।
হানিফ রুবেল
কবি, ফুলপুর, ময়মনসিংহ
পুলক সাহেবের ফাইভ স্টার বাহিনীর যে কর্মকাণ্ড আমরা জানতে পেরেছি, এমনটা সারাদেশেই ঘটছে। প্রধানমন্ত্রী যদি আগে থেকে এমপিদের বিষয়ে সতকর্তামূলক পদক্ষেপ নিতেন তাহলে এমনটা হতো না।
মোঃ কামরুল ইসলাম
শিক্ষক, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া
একজন সংসদ সদস্যের কাজ হলো সন্ত্রাস নির্মূল করা। তিনি যদি সন্ত্রাসের জন্ম দেন তবে জনগণ কী করবে? তাদের বয়কট করা উচিত।
মোঃ সাদ্দাম হোসেন
ব্যবসায়ী, গফরগাঁও, ময়মনসিংহ
এসব সংসদ সদস্যের কারণে প্রধানমন্ত্রীর সম্মানহানি ঘটছে। তাদের ভবিষ্যতে মনোনয়ন দিলে আওয়ামী লীগ সিট হারাবে।
অপু
ব্যবসায়ী, নোয়াখালী
আপনারা যে লিখছেন তাতে কোনো লাভ হচ্ছে? সরকার কি কোনো ব্যবস্থা নিচ্ছে? কলমের কালি এভাবে নষ্ট করে, এত কষ্ট করে লেখার পর সরকার যদি কোনো ব্যবস্থা না নেয় তাতে কী লাভ? আশা করছি সরকার পদক্ষেপ নেবে

সিংড়া থেকে
এস আহমদ
শিক্ষক, সিংড়া, নাটোর
সিংড়ায় স্কুল-কলেজ-মাদ্রাসার সংখ্যা অর্ধশতাধিক। প্রতিটিতেই নিয়োগের কাজ সাংসদ পুলকের সবুজ সংকেত ছাড়া ঘটে না। নিয়োগ পেতেও ঘুষ দিতে হয়।
জাহাঙ্গীর আলম
ব্যবসায়ী, চৌগ্রাম, সিংড়া, নাটোর
প্রতিবেদনটি যথার্থ।
রাকিব হাসান
ব্যবসায়ী, সিংড়া, নাটোর
প্রতিবেদন ১০০ ভাগ সত্য। তাদের হাত থেকে আমাদের বাঁচান। আমি নিজেও একজন ভুক্তভোগী।
রায়হান
শিক্ষার্থী, সিংড়া, নাটোর
এমপি সাহেব নদী দখল করে এখন সাততলা বাড়ির মালিক। তার তিনটা গাড়ি।
নাম প্রকাশে অনিচ্ছুক
রাজনৈতিক কর্মী, সিংড়া, নাটোর
প্রতিবেদনটি প্রকাশের জন্য সমকালকে ধন্যবাদ। আরও অনেক ঘটনা রয়েছে যা প্রতিবেদনে উঠে আসেনি। এ পর্যন্ত ৪ জন বিএনপি নেতাকর্মী খুন হয়েছে।
সুমন
ব্যবসায়ী, সিংড়া, নাটোর
প্রতিবেদনে প্রকাশিত দীঘিটির আয়তন হবে ২২.২৪ শতাংশ, ইউনিয়নটি প্রকৃতপক্ষে ১১নং সাতারদীঘি ইউনিয়ন। ফাইভ স্টার বাহিনী ফসলি জমি নষ্ট করে দুটি ইটভাটা করছে, যা সংবাদে আসেনি।
তাহের
ব্যবসায়ী, সিংড়া, নাটোর
সমকাল প্রতিবেদনে সত্য ঘটনাগুলো তুলে ধরেছে।
আইউব
শিক্ষার্থী, সিংড়া, নাটোর
মানুষের কাছ থেকে তারা টাকা নিয়ে যাচ্ছে।
মোঃ বেলাল হোসেন
কৃষক, সিংড়া, নাটোর
একেবারে সত্য রিপোর্ট। আমরা ক্যাডার বাহিনীর হাত থেকে বাঁচতে চাই। আমরা খুবই ভয়ে আছি।
আলী আকবর
জেলা আওয়ামী লীগের নেতা, সিংড়া, নাটোর
বস্তুনিষ্ঠ সংবাদের জন্য ধন্যবাদ।
রুবেল
ব্যবসায়ী, সিংড়া, নাটোর
আমাদের পাশের গ্রামের দীঘিটা তারা জোর করে দখল করে নিয়েছে, মানুষ কিছুই পায়নি। আমার ৫০ হাজার টাকা তারা দুর্নীতি করে খেয়েছে।
জাহিদুল ইসলাম
ব্যবসায়ী, সিংড়া
প্রকাশিত প্রতিবেদন সত্য। তবে আরও কিছু বিষয় রয়েছে। যেমন তারা হয়রানিমূলক বিচার করে, মানুষের কাছ থেকে টাকা খায়, চাকরির নাম করে টাকা খায়।
আরিফ
শিক্ষার্থী, সিংড়া, নাটোর
ধন্যবাদ সত্য ঘটনাগুলো তুলে ধরার জন্য।
মাওলানা মোঃ আবুল হাসান শেখ
কাজী, সিংড়া, নাটোর
যারা রাতারাতি জনগণের টাকা খেয়ে কোটিপতি হচ্ছে তাদের বহিষ্কার করে যেন সঠিক বিচার করা হয়। তাদের দিয়ে জনগণের শান্তি আসবে না।
এসএম রকিব
শিক্ষার্থী, সিংড়া, নাটোর
এখন ফাইভ স্টার বাহিনী ফোর স্টার হয়েছে। তাদের শরীফকে বাদ দিয়েছে। তাদের আর্থিক অবস্থা কখনও ভালো ছিল না। আরিফ ছাত্রলীগের সেক্রেটারি হওয়ার পর একাই ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করছে, লুটপাট করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক
কৃষক, সিংড়া, নাটোর
রাস্তার পাশের অনেক গাছ কেটে নিয়েছে ফাইভ স্টার বাহিনী। এমপি সাহেবের শ্যালক এর সঙ্গে জড়িত ছিল।
বিষ্ণু
ব্যবসায়ী, সিংড়া, নাটোর
সমকালের প্রতিবেদনে ওঠে আসা ঘটনাগুলো সত্য।
জাহিদুল ইসলাম
যুবলীগ সভাপতি, সিংড়া, নাটোর
সংবাদে আমার নামটাও এখানে এসেছে। আমি একজন ভুক্তভোগী। গ্রেনেড হামলার বিরুদ্ধে মিছিল করার জন্য তারা আমার ওপর চড়াও হয়েছিল।
মামুন হোসেন
ব্যবসায়ী, সিংড়া, নাটোর
ফাইভ স্টার বাহিনীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের সবই সত্য। আরও কিছু তথ্য আছে। জামতলী থেকে যে রাস্তা গেছে তার কাজ তারা নামমাত্র করেছে। অসংখ্য পুকুর তারা দখল করেছে।
রুপন
ব্যবসায়ী, সিংড়া, নাটোর
এমপি নির্বাচনী তফসিলে যে হিসাব দিয়েছেন তা ভুল। তার তখন যা ছিল এখন সেটা ১০০ গুণ বেড়েছে। এত টাকা তিনি কোথায় পেলেন?
কাঞ্চন
শিক্ষার্থী, সিংড়া কলেজ, নাটোর
বৃহস্পতিবারের পত্রিকাই আমরা পাইনি। সোহেল আর ডন বাহিনী পুরো সিংড়ার হকারদের কাছ থেকে পত্রিকা তুলে নিয়ে গেছে। সরকারি সব টেন্ডার জান্নাতুল ফেরদৌসের নামে হয়। তার থেকে কেউ টেন্ডার নিতে চাইলে এমপিকে ২০% টাকা দিতে হয়। ফলে কোনো উন্নয়ন কাজ ঠিকমতো হচ্ছে না। সিংড়া ফেরিঘাটে ডন ৭০ লাখ টাকার বাড়ি করেছে। এমপির কারণে থানা আওয়ামী লীগ বিভক্ত। সিংড়াবাসী তাকে আর চায় না।
সিদ্দিক
ভ্যানচালক, সিংড়া, নাটোর
এমপি, ফাইভ স্টার বাহিনী নিয়ে যে সংবাদ ছাপা হয়েছে তার সব সত্য। এই এমপি আগে সাধারণ একজন ছিলেন। এখন তিনি কোটি কোটি টাকার মালিক। তার স্ত্রীর নামে ঢাকায় ইন্ডাস্ট্রিও আছে।
সাইফুল ইসলাম
ব্যবসায়ী, সিংড়া, নাটোর
আমাদের এলাকাটার অবস্থা খুব খারাপ যাচ্ছে।
আনিস
শিক্ষার্থী, সিংড়া কলেজ, নাটোর
এর আগে তার তেমন কিছুই ছিল না। এখন তিনি কোটি কোটি টাকার মালিক।
আশরাফ
যুবক, সিংড়া, নাটোর
সিংড়ায় অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠান আছে। তাকে রাজি করানো ছাড়া কোনো নিয়োগ হয় না। নিয়োগ বাণিজ্য করেন তিনি।
ইব্রাহীম হোসেন বাবু
ব্যবসায়ী, সিংড়া, নাটোর
ফাইভ স্টার বাহিনীকে নিয়ন্ত্রণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। এমপি পলক তো সিংড়ার এমপি, তিনি হয়তো ভাগ পান।

ভিন্নমত
বাবু
সভাপতি, চামরি ইউনিয়ন ছাত্রলীগ, সিংড়া, নাটোর
পলকের ফাইভ স্টার বাহিনী নিয়ে যে রিপোর্ট করা হয়েছে তা সঠিক নয়। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।
সুজন আহমেদ
ব্যবসায়ী, রাজনীতিবিদ, গুরুদাসপুর, নাটোর
ফাইভ স্টার বাহিনীর নামে যে রিপোর্ট এসেছে তা ষড়যন্ত্র। আমি চাই সত্য প্রকাশ হোক।
রশিদ
ঠিকাদার-ব্যবসায়ী, সিংড়া
ফাইভ স্টারদের নিয়ে প্রকাশিত প্রতিবেদনে তথ্যে কিছু ভুল রয়েছে। শরীফ নামে একজনের নাম এসেছে, সে আমার বন্ধু। শরীফের নামে ব্যক্তিগত কোনো অভিযোগের কথা এলাকাবাসী বলতে পারবে না। শরিফ
ঠিকাদার, সিংড়া, নাটোর
আমি একজন ঠিকাদার, আপনাদের ভাষায় খারাপ মানুষ। সমকাল যখন আমাকে ফোন করেছিল তখন আমি বলেছিলাম, আপনারা বিষয়টা আরও ভালো করে পর্যবেক্ষণ করে প্রতিবেদন প্রকাশ করুন।
পবিত্র তালুকদার
ব্যবসায়ী, চাটমোহর, পাবনা
তিনি একজন জনপ্রতিনিধি। তার যে ফাইভ স্টার বাহিনীর কথা বলা হয়েছে, তারা তার সহপাঠী। স্বার্থান্বেষী মহল তাকে হেয়প্রতিপন্ন করতে চায়।
 

No comments

Powered by Blogger.