গুণীজন কহেন

মার দুটো বিয়ের একটিও সুখের হয়নি। প্রথম স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে। দ্বিতীয়জন যায়নি। প্যাট্রিক মুর
ইংরেজ জ্যোতির্বিদ আমি খুবই আনন্দিত যে আমি উভকামী নই। মেয়েদের পাশাপাশি যদি ছেলেরাও আমাকে প্রত্যাখ্যান করা শুরু করত, তাহলে কীভাবে আমি তা সহ্য করতাম?


বার্নার্ড ম্যানিং
ইংরেজ কৌতুক অভিনেতা

আপনারা নিশ্চয়ই জানেন পানিপূর্ণ বালতিতে একটি লাঠি ডুবিয়ে রাখলে সেটাকে বাঁকা দেখায়। এ জন্যই আমি গোসল করি না।
স্টিভেন রাইট
মার্কিন লেখক ও অভিনেতা

পাগলামি রোগটি বংশানুক্রমিক। রোগটি আপনার সন্তানদের মাধ্যমে আপনার মধ্যে ছড়িয়ে পড়তে পারে।
স্যাম লেভিনসন
মার্কিন অভিনেতা

সে রোমান সংখ্যা বোঝে না। সে মনে করে আমরা ১১তম বিশ্বযুদ্ধে লড়াই করেছি।
জোয়ান রিভার্স
মার্কিন কৌতুক অভিনেত্রী
বিভিন্ন ওয়েবসাইট অবলম্বনে

No comments

Powered by Blogger.