আপাতত খেলতে চাইছেন না যুবরাজ
স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার সঙ্গে আসন্ন ওয়ানডে ট্রাই সিরিজের ভারত দলে তাকে না রাখতে অনুরোধ করেছেন যুবরাজ সিং। ফুসফুসে টিউমার ধরা পড়ায় বর্তমানে এর চিকিৎসা নিচ্ছেন ভারতের সফল এই ক্রিকেটার। তাই পুরোপুরি সুস্থ না হয়ে খেলায় ফিরতে চান না তিনি। ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)কে বিষয়টি জানিয়েছেন যুবরাজ। যুবরাজ বলেন, ‘আমার কাশি ও বমি বমিভাব হচ্ছিল বিশ্বকাপ চলাকালেই। মনে করেছিলাম অতিচাপের কারণে এমনটি হয়ে থাকবে। কিন্তু পরীক্ষা-নিরীক্ষায় অসুখের বিষয়টি ধরা পড়ে।’ ভারতের বিশ্বকাপজয়ী সেরা খেলোয়াড় যুবরাজের বাম ফুসফুসে একটি গলফ বল সাইজের টিউমার দেখা দেয় সামপ্রতিক পরীক্ষা-নিরীক্ষায়। তবে টিউমারটি ক্ষতিকর (ক্যান্সার) নয় বলে জানিয়েছেন যুবরাজের চিকিৎসকরা। বিশ্বকাপের পর ইনজুরির কারণে খেলার বাইরে থাকতে হয় যুবরাজকে। ইংল্যান্ড সফরে নটিংহ্যাম টেস্টে খেললেও আঙ্গুল ভেঙে ফিরতে হয় দেশে। অস্ট্রেলিয়ায় ট্রাই সিরিজে ওয়ানডে খেলায় ফেরার ইচ্ছা ছিল যুবরাজের। ৫ই ফেব্রুয়ারি শুরু হচ্ছে এ সিরিজ। তবে যুবরাজ আগামী মার্চে এশিয়া কাপের আগে মাঠে নামতে পারছেন না নিশ্চিত।
No comments