ইসলাম রক্ষায় ২৮শে জানুয়ারি জাতীয় কনভেনশন সফল করার আহ্বান
স্টাফ রিপোর্টার: সম্মিলিত উলামা-মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা মুহিউদ্দীন খান বলেছেন, দেশ থেকে ইসলাম বিদায় করার চতুর্মুখী আয়োজন চলছে। এ পরিস্থিতিতে দলমতের ঊর্ধ্বে থেকে সর্বশ্রেণীর আলেম, উলামাদেরকে ইসলাম রক্ষার স্বার্থে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি বলেন, দেশ থেকে ইসলাম নির্মূলের অংশ হিসেবে সংবিধান থেকে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস মুছে ফেলে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র স্থাপন, নারীর প্রতি অবমাননাকর নারী নীতি অনুমোদন, ধর্মহীন শিক্ষানীতি প্রণয়নসহ ইসলামবিরোধী নানা ষড়যন্ত্র চলছে। নাস্তিক মুরতাদ ও ইসলামের দুশমনরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অসৌজন্যমূলক বক্তব্য পেশ করার পরও তাদের উপযুক্ত শাস্তি না হওয়ায় ইসলাম বিরোধীদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। অপরদিকে ইসলাম নির্মূলের চক্রান্ত ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য শীর্ষ ইসলামী ব্যক্তিত্ব ও উলামায়ে কেরামদের ষড়যন্ত্রমূলক মামলায় আটক রেখে মৌলিক মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। এ পরিস্থিতিতে ইসলাম হেফাজতের জন্য আমাদেরকে শাহাদাতের তামান্না নিয়ে ইসলামী মূল্যবোধ রক্ষায় সম্মিলিত প্রয়াস চালাতে হবে। এ পরিস্থিতিতে ঘরে বসে থাকলে ঈমান ও ইসলাম রক্ষা করা যাবে না। তিনি ইসলাম রক্ষায় ২৮শে জানুয়ারির জাতীয় কনভেনশন সফল করার আহ্বান জানান। গতকাল সম্মিলিত উলামা-মাশায়েখ পরিষদের এক বিশেষ মতবিনিময় সভায় তিনি একথা বলেন। পুরানা পল্টন কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় ইসলামী ঐক্য জোটের মহাসচিব মাওলানা আব্দুল লতিফ নেজামী, সম্মিলিত উলামা পরিষদের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন, ইসলামিক পার্টির সভাপতি এডভোকেট আব্দুল মোবিন, বাংলাদেশ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা মহিউদ্দীন রব্বানী, প্রমুখ উপস্থিত ছিলেন।
No comments