পহেলা বৈশাখে একসঙ্গে দুই বাংলায় আসছে ‘হঠাৎ সেদিন’
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বাসু চ্যাটার্জী পরিচালিত চলচ্চিত্র ‘হঠাৎ সেদিন’ দুই বাংলায় মুক্তি পাবে পহেলা বৈশাখে। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের ফেরদৌস ও কলকাতার হৃদিমা ঘোষ। ২০১১ সালের ফেব্রুয়ারিতে কলকাতায় ছবিটির দৃশ্যধারণ শুরু হয়েছিল। সমপ্রতি বাংলাদেশ ও কলকাতার বিভিন্ন লোকেশনে এ ছবির দৃশ্যধারণ শেষ হয়েছে। ছবি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিচালক বাসু চ্যাটার্জী ও নায়ক ফেরদৌসের ইচ্ছা ছবিটি একসঙ্গে দুই বাংলায় মুক্তি দেয়ার। সেরকমই পরিকল্পনা হয়েছে। সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলেই ছবিটি মুক্তি দেয়ার প্রস্তুতি নেয়া হবে। উল্লেখ্য, ১৩ বছর আগে বাসু চ্যাটার্জী নির্মাণ করেছিলেন যৌথ প্রযোজনার ছবি ‘হঠাৎ বৃষ্টি’। ওই ছবির মাধ্যমেই চলচ্চিত্র অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন ফেরদৌস। সর্বশেষ একসঙ্গে দুই বাংলায় মুক্তি পেয়েছে গৌতম ঘোষ পরিচালিত চলচ্চিত্র ‘মনের মানুষ’।
No comments