আগামীতে ভোটগ্রহণের পদ্ধতি ভিডিও রেকর্ডিং করা হবে- সিইসি
নরসিংদী প্রতিনিধি: ইভিএম পদ্ধতিতে ভোটদান একটি সহজতম পদ্ধতি উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা বলেছেন, জাতীয় নির্বাচনে শতভাগ ইভিএম ব্যবহার না করা হলেও নরসিংদী পৌরসভার উপনির্বাচন থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি স্থানীয় নির্বাচনে শতভাগ ইভিএম ব্যবহার করা হবে। জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের লক্ষ্যে ইতিমধ্যেই ৩৮টি রাজনৈতিক দলের মধ্যে ৩০টি দল আলোচনা অংশগ্রহণ করেছে। দলগুলোর পরামর্শে স্থানীয় নির্বাচনে শতভাগ ইভিএম ব্যবহার করে অভিজ্ঞতা সঞ্চালনের পরবর্তীতে জাতীয় নির্বাচনে শতভাগ ইভিএম ব্যবহার সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, নির্বাচনী ফলাফল নিয়ে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ এড়াতে আগামীতে প্রতিটি বুথে ওয়েব ক্যামেরা লাগানো হবে এবং ভোটগ্রহণের পদ্ধতি ভিডিও রেকর্ডিং করা হবে। যাতে ফলাফল নিয়ে প্রার্থী মধ্যে বিতর্ক সৃষ্টি না হয়। কোন প্রার্থীর অভিযোগ থাকলে সে সব রেকর্ড চালিয়ে দেখা হবে। নির্বাচন কমিশনার নরসিংদী উপ-নির্বাচনকে শেষ নির্বাচন উল্লেখ করে তিনি আরও বলেন, এই নির্বাচন কমিশনের অধীনে ভাল নির্বাচন হবে যা দেশবাসীকে উপহার। তাই শেষ এই নির্বাচন সুন্দরভাবে পরিচালনা করতে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি নির্বাচনী পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সজাগ থাকার আহ্বান জানান। তিনি সকাল ১১টায় নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা সভায় এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ওবায়দুল আজম, পুলিশ সুপার মহিদ উদ্দিন, রিটার্নিং অফিসার আবদুল অদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক আলী আহসান, র্যাব-১১ কমান্ডিং অফিসার মেজর সারোয়ারসহ নির্বাচন কমিশন ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। সভা শেষে তিনি শহরের বিভিন্ন এলাকায় ইভিএমের সঙ্গে ভোটারদের পরিচিতিমূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র দেখানোর স্পট ঘুরে দেখেন।
No comments