লাতিন আমেরিকায় আহমাদিনেজাদের বন্ধু খোঁজার মিশন শেষ
মানবজমিন ডেস্ক: ইকুয়েডর সফরের মধ্য দিয়ে লাতিন আমেরিকা সফর শেষ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ইরানের বিরুদ্ধে পশ্চিমাদের একের পর এক অবরোধ আরোপের প্রেক্ষিতে তার এই সফর খুবই গুরুত্বপূর্ণ। কারণ, তিনি যখন আন্তর্জাতিক দুনিয়া থেকে একা হয়ে পড়ছেন তখনই ‘বন্ধু’ খোঁজার মিশনে তিনি এ সফরে বেরিয়েছিলেন। পরমাণু কর্মসূচি বন্ধের জন্য তার দেশের ওপর পশ্চিমাদের রয়েছে প্রচণ্ড চাপ। এমনকি ইরানে হামলা চালানোর হুমকিও আছে। তবে তিনি ইকুয়েডরে বলেছেন, পরমাণু কর্মসূচি বন্ধে ক্রমেই বাড়তে থাকা আন্তর্জাতিক চাপের কাছে ইরান নতি স্বীকার করবে না। এ চাপের উপযুক্ত জবাব দেয়ারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ইকুয়েডরের রাজধানী কুইটোতে দেয়া এক সাক্ষাৎকারে মাহমুদ আহমাদিনেজাদ বলেন, ক্রমবর্ধমান আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ফলে ইরানের কোন ক্ষতি হয়নি। যদি যুক্তরাষ্ট্র ইরানে বিশৃঙ্খলা সৃষ্টি করে, ক্ষতি করে বা জনগণের ওপর হামলা চালিয়ে ইরানের শান্তি বিঘ্নিত করতে চায়, তবে স্বাভাবিকভাবেই ইরানের জনগণও শক্তিশালী ভূমিকা নেবে। তারা কঠোরভাবে এর জবাব দেবে। এ খবর দিয়ে অনলাইন আল-জাজিরা জানিয়েছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন সন্দেহ তিনি নাকচ করে দেন। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আমরা সর্বোচ্চ সহযোগিতার ভিত্তিতে কাজ করেছি। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ইরানের পারমাণবিক ইস্যুটি একটি রাজনৈতিক সমস্যা। এটা স্পষ্ট যে, ইরানের মানুষের উন্নয়ন ব্যাহত করতে অজুহাত খুঁজছে যুক্তরাষ্ট্র।
No comments