সিরিয়ায় বিদেশী হস্তক্ষেপের পক্ষে কাতারের আমীর
মানবজমিন ডেস্ক: প্রকাশ্যে সিরিয়ায় বিদেশী হস্তক্ষেপের পক্ষে কথা বললেন কাতারের আমীর শেখ হামাদ বিন খলিফা আল থানি। তিনি বলেছেন, সিরিয়ায় রাজনৈতিক অস্থিরতা থামাতে এবং বেসামরিক মানুষ হত্যা বন্ধে আরব দেশগুলোর সেনা পাঠানো উচিত। শুক্রবার যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল সিবিএস নিউজ প্রোগ্রাম ‘৬০ মিনিট’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন আহ্বান জানান। প্রকাশ্যে সিরিয়ায় আরব দেশগুলোর হস্তক্ষেপের পক্ষে তার এই বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা চারদিকে। ওই অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়েছিল- তিনি সিরিয়া পরিস্থিতিতে আরব হস্তক্ষেপের পক্ষে কিনা। জবাবে কাতারের আমীর বলেন, ওই পরিস্থিতিতে হত্যা বন্ধের জন্য কিছু সেনা পাঠানো উচিত। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে ১০ মাস ধরে গণআন্দোলন চলছে। এরই মধ্যে সেখানে গৃহযুদ্ধের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। জাতিসংঘের হিসাবে এই আন্দোলনে কমপক্ষে ৫০০০ মানুষ নিহত হয়েছেন। এমন অবস্থায় কাতারের আমীর বলেন, আমরা ওই দেশগুলোর মানুষকে সমর্থন করছি। তাদেরকে ন্যায়পরায়ণতা ও মর্যাদাবোধের বিষয়ে সমর্থন দিচ্ছি। যদি এটা হয় হস্তক্ষেপ তাহলে আমি মনে করি আমরা হস্তক্ষেপ করছি। আমার মতে, তাদেরকে বিশ্বের সমর্থন করা উচিত। ওদিকে ফ্রি সিরিয়ান আর্মি বলছে, শুক্রবারও সেখানে কমপক্ষে ২৬ জন মানুষ নিহত হয়েছেন। ওদিকে সিরিয়া সরকারকে আন্দোলনকারীদের দমন-পীড়নে ইরান সহায়তা দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের এক সিনিয়র কর্মকর্তা। ওই কর্মকর্তা আল জাজিরা টেলিভিশন চ্যানেলকে বলেছেন, আসাদ শাসক গোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে ইরান। তারাই অব্যাহতভাবে মানুষের ওপর দমন-পীড়নে সিরিয়ার শাসকদের সমর্থন দিয়ে যাচ্ছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ অন্য আরব নেতাদের মতো তার পতন ঠেকাতে চান। আর এতে তাকে ইরান সহায়তা দিচ্ছে- যুক্তরাষ্ট্রের এমন সন্দেহ দীর্ঘদিনের। যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা বলেন, সিরিয়ার শাসক গোষ্ঠীর সঙ্গে সমন্বয়ের জন্য ইরানের বেশকিছু কর্মকর্তা সিরিয়া সফর করেছেন। এ মাসের শুরুতেই দামেস্ক সফর করেছেন ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কোর কুদস ফোর্স-এর কমান্ডার ঘাসেম সোলাইমানি।
No comments