হাইডেলবার্গ সিমেন্ট উৎপাদন ক্ষমতা বাড়লো
অর্থনৈতিক রিপোর্টার: সিমেন্ট উৎপাদন ক্ষমতা দ্বিগুণ করার উদ্দেশে হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড তাদের চট্টগ্রাম প্ল্যান্টে নতুন বল মিল সংযোজন করেছে। এতে কোম্পানিটির উৎপাদন ক্ষমতা বাড়বে। সমপ্রতি হাইডেলবার্গ সিমেন্ট গ্রুপের পরিচালনা পরিষদের চেয়ারম্যান ড. বার্নড সাইফেল নতুন এই বল মিলের উদ্বোধন করেন। এ সময় হাইডেলবার্গ এশিয়া প্যাসিফিকের দায়িত্বপ্রাপ্ত প্রধান কর্মকর্তা ড. আলবার্ট শুয়ের ও অন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, এই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট নিশ্চিতভাবে আমাদের দেশের ক্রমবর্ধমান জাতীয় চাহিদা মেটানোর সঙ্গে সঙ্গে দেশের সার্বিক উন্নয়নের মজবুত ভিত্তি গড়ে দেবে। সিমেন্ট উৎপাদনে বিশ্বের অন্যতম প্রধান প্রতিষ্ঠান হাইডেলবার্গ সিমেন্ট গ্রুপ। হাইডেলবার্গ সিমেন্ট ৪০টিরও বেশি দেশে সুনামের সঙ্গে সর্বোৎকৃষ্ট মানের সিমেন্ট উৎপাদন ও বাজারজাত করে আসছে। হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিঃ হাইডেলবার্গ সিমেন্ট গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান। স্ক্যান সিমেন্ট ও রুবি সিমেন্ট, দু’টি শক্তিশালী ব্র্যান্ড নিয়ে বাংলাদেশের সিমেন্ট শিল্পে হাইডেলবার্গ একটি অন্যতম নাম। দেশের বেশির ভাগ প্রধান স্থাপনা স্ক্যান কিংবা রুবি সিমেন্টে তৈরি করা হয়েছে।
No comments