পাইপলাইনে ৯০ কোটি শেয়ার
এমএম মাসুদ: সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশনের (এসইসি) নির্দেশনা অনুযায়ী আগামী ২৩শে মার্চের মধ্যে কোম্পানিরগুলোর ৩০ শতাংশ এবং ব্যক্তিগতভাবে কমপক্ষে দুই শতাংশ শেয়ার ধারণ করতে হবে। এ সময়ের মধ্যে কোটা পূরণে কোম্পানিগুলোকে কিনতে হবে প্রায় ৫০ কোটি শেয়ার। বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, উদ্যোক্তা পরিচালকরা নির্ধারিত সময় শেয়ার ক্রয় সম্পন্ন করলে বাজারে শেয়ার সঙ্কট দেখা দেবে। এতে স্বাভাবিকভাবে শেয়ারের চাহিদা ও যোগানের মধ্যে অসামঞ্জস্য সৃষ্টি হবে। এজন্য শিগগিরই নতুন কোম্পানির অনুমোদন দেয়া প্রয়োজন। এতে নতুন তালিকাভুক্ত কোম্পানির যেগুলোর তুলনামূলকভাবে শেয়ারের সংখ্যা কম রয়েছে সেই কোম্পানিগুলোর শেয়ার অতি মূল্যায়িত হওয়ার সুযোগ থাকবে না। এসইসি’র সর্বশেষ তথ্যানুযায়ী জানা গেছে, ৩২টি কোম্পানি পুঁজিবাজারে ৯০ কোটি শেয়ার ছাড়ার আবেদন করেছে। চলতি বছরের প্রথম দিকেই পুঁজিবাজারে আসার অপেক্ষায় রয়েছে নতুন ৩২টি প্রতিষ্ঠান। এছাড়া তালিকাভুক্ত একটি প্রতিষ্ঠান পুনঃগণপ্রস্তাবের (আরপিও) আবেদন করেছে। তালিকাভুক্তির পর বাজারে শেয়ারের সরবরাহ বাড়বে প্রায় ৯০ কোটি। এর মধ্যে প্রাথমিক গণঃপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পেয়েছে চারটি প্রতিষ্ঠান। আবেদনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে চারটি প্রতিষ্ঠানের আইপিও অনুমোদন দিয়েছে এসইসি। এর মধ্যে রয়েছে জিএসপি ফিন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, জিপিএইচ ইস্পাত লিমিটেড এবং সায়হাম কটন মিলস। তথ্যমতে, অনুমোদনের অপেক্ষায় থাকা বাকি ২৯টি প্রতিষ্ঠানের ২৭টি নির্ধারিত মূল্যে শেয়ার ছাড়তে আগ্রহী। এছাড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এসেন্সিয়াল ড্রাগস কোম্পানি সরাসরি তালিকাভুক্তি ও বস্ত্র খাতের প্রতিষ্ঠান ডেল্টা স্পিনার্স লিমিটেড পুনঃগণপ্রস্তাবের (আরপিও) মাধ্যমে অর্থ সংগ্রহ করতে আবেদন করেছে। জানা গেছে, আবেদনকৃতদের মধ্যে ৯টি প্রতিষ্ঠানের প্রাথমিক গণঃপ্রস্তাব (আইপিও) ছাড়ার আবেদন পর্যবেক্ষণের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এগুলোর মধ্যে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, এনার্জি প্রিমা লিমিটেড, শাহজীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, কেয়া কটন মিলস, অর্গান ডেনিমস লিমিটেড, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড, আমরা টেকনোলজিস লিমিটেড, গ্লোবাল হেভি কেমিক্যালস। বাকি প্রতিষ্ঠানগুলোর আবেদনপত্রও খুব শিগগির যাচাই-বাছাই করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট শাকিল রিজভী এ প্রসঙ্গে, বলেন, বাজার এখন স্থিতিশীলতার দিকে এগুচ্ছে। এখন বাজারে আইপিও আসলে নতুন বিনিয়োগকারী আসবেন। এসইসি সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড শেয়ারবাজারে ৩ কোটি ১০ লাখ শেয়ার ছেড়ে ১০৮ কোটি ৫০ লাখ টাকা সংগ্রহ করবে। এ প্রতিষ্ঠানটি ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের মূল্য ২৫ টাকা প্রিমিয়ামসহ ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আরেক সরকারি প্রতিষ্ঠান এসেন্সিয়াল ড্রাগস কোম্পানি শেয়ারবাজারে সরাসরি তালিকাভুক্তির জন্য গত ২৪শে অক্টোবর এসইসিতে আবেদন জমা দিয়েছিল। কোম্পানিটি শেয়ারবাজারে ১০ টাকা অভিহিত মূল্যের মোট ১ কোটি ৪ লাখ ২৫ হাজার শেয়ার বিক্রি করবে। জ্বালানি ও বিদ্যুৎ খাতের চারটি প্রতিষ্ঠান আইপিও আবেদন এসইসি’র বিবেচনাধীন রয়েছে। এরমধ্যে এনার্জি প্রিমা লিমিটেড ৩ কোটি ১৪ লাখ শেয়ার ছেড়ে ২৯৮ কোটি ৩০ লাখ টাকা সংগ্রহের জন্য আবেদন করেছে। প্রতিষ্ঠানটি ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ৮৫ টাকা প্রিমিয়াম চেয়েছে। এ প্রতিষ্ঠানটির লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ায় তা নবায়নের জন্য বলা হয়েছে। শাহজীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড সাড়ে ৪ কোটি শেয়ার ছেড়ে ২৭০ কোটি টাকা সংগ্রহ করতে চায়। প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি ৫০ টাকা প্রিমিয়ামসহ মোট ৬০ টাকা সংগ্রহের অনুমোদন চেয়ে এসইসিতে আবেদন করেছে। সাইফ পাওয়ারটেক লিমিটেড ৩৫ টাকা দরে মোট ১ কোটি ২০ লাখ শেয়ার ছাড়বে। তবে এত টাকার প্রিমিয়ামে মানুষের সাড়া মিলবে কিনা সেটাও একটি ভাবনার বিষয়। এ প্রতিষ্ঠানটির প্রস্তাবিত আইপিওর আকার ৪২ কোটি টাকা। সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড ৭৫ টাকা মূল্যে (প্রিমিয়াম ৬৫ টাকা) ৩ কোটি শেয়ার ছেড়ে মোট ২২৫ কোটি টাকা সংগ্রহের জন্য এসইসিতে আবেদন করেছে। এছাড়া অপেক্ষাধীন আইপিও আবেদনের মধ্যে বস্ত্র খাতের ফারইস্ট নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেড ৪০ টাকা প্রিমিয়ামসহ ৫০ টাকা দরে ৩ কোটি শেয়ার ছেড়ে মোট ১৫০ কোটি টাকা সংগ্রহের জন্য আবেদন করেছে। কেয়া কটন মিলস সর্বোচ্চ ৫ কোটি শেয়ার ছাড়তে আগ্রহী। প্রতিষ্ঠানটি পুঁজিবাজার থেকে ২০০ কোটি টাকা সংগ্রহের জন্য এসইসিতে আবেদন করেছে। এক্ষেত্রে প্রতিটি শেয়ারের মূল্য ধরা হয়েছে ৩০ টাকা প্রিমিয়ামসহ ৪০ টাকা। এনভয় টেক্সটাইল নামে একটি প্রতিষ্ঠান ৩ কোটি শেয়ার ছেড়ে ১৬৫ কোটি টাকা সংগ্রহের জন্য আইপিও আবেদন জমা দিয়েছে। প্রতিষ্ঠানটি ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ৪৫ টাকা প্রিমিয়ামসহ মোট ৫৫ টাকা সংগ্রহ করতে চায়। অর্গান ডেনিমস লিমিটেড ৩ কোটি শেয়ার ছেড়ে ২৪০ কোটি টাকা সংগ্রহের জন্য আবেদন করেছে। এ প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি ৭০ টাকা প্রিমিয়ামসহ ৮০ টাকা সংগ্রহ করতে চায়। হামিদ ফেব্রিকস লিমিটেড ৩ কোটি শেয়ার ছেড়ে ১০৮ কোটি টাকা সংগ্রহ করবে। এ প্রতিষ্ঠানটি শেয়ারপ্রতি ২৬ টাকা প্রিমিয়ামসহ ৩৬ টাকা সংগ্রহ করতে আগ্রহী। প্যারামাউন্ট টেক্সটাইল ৩ কোটি শেয়ার ছেড়ে ১৩৫ কোটি টাকা সংগ্রহের জন্য আবেদন করেছে। এ প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি ৩৫ টাকা প্রিমিয়ামসহ মোট ৪৫ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। এমপি স্পিনিং মিলস ২ কোটি ৪৫ লাখ শেয়ার ছেড়ে ১২২ কোটি ৫০ লাখ টাকা সংগ্রহের আবেদন করেছে। প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি ৪০ টাকা প্রিমিয়ামসহ ৫০ টাকা দর নির্ধারণ করা হয়েছে। মতিন স্পিনিং মিলস ২ কোটি ৭৫ লাখ শেয়ার ছেড়ে ১৭৮ কোটি ৭৫ লাখ টাকা সংগ্রহ করবে। এ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের মূল্য ধরা হয়েছে ৫৫ টাকা প্রিমিয়ামসহ ৬৫ টাকা। কেয়া স্পিনিং মিলস শেয়ারপ্রতি ৩০ টাকা প্রিমিয়ামসহ ৪০ টাকা মূল্যে ৪ কোটি শেয়ার ছাড়বে। এ প্রতিষ্ঠানটি পুঁজিবাজার থেকে ১৬০ কোটি টাকা সংগ্রহের জন্য আবেদন করেছে। ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের জন্য ১০৫ টাকা প্রিমিয়াম চেয়েছে। এ প্রতিষ্ঠানটি ২ কোটি ৬০ লাখ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ২৯৯ কোটি টাকা সংগ্রহের জন্য আবেদন করেছে। ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড ২ কোটি শেয়ার ছেড়ে ১০০ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিষ্ঠানটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের জন্য ৪০ টাকা প্রিমিয়ামসহ মোট ৫০ টাকা সংগ্রহের আবেদন করেছে। আমরা টেকনোলজিস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান ৩ কোটি শেয়ার ছাড়বে। প্রতিষ্ঠানটি ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ২১ টাকা প্রিমিয়ামসহ মোট ৩১ টাকা সংগ্রহের জন্য এসইসিতে আবেদন করেছে। সব মিলিয়ে এ প্রতিষ্ঠানটি ৯৩ কোটি টাকা সংগ্রহ করতে চায়। এলএসআই ইন্ডাস্ট্রিজ ৩ কোটি শেয়ার ছেড়ে ৯০ কোটি টাকা সংগ্রহের জন্য আবেদন করেছে। এ প্রতিষ্ঠানটির ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারে ২০ টাকা করে প্রিমিয়াম চাওয়া হয়েছে। গোবাল হেভি কেমিক্যালস নামে আরেকটি প্রতিষ্ঠান ১ কোটি ২০ লাখ শেয়ার ছাড়বে। এ প্রতিষ্ঠানটি ২০ টাকা প্রিমিয়ামসহ শেয়ারপ্রতি ৩০ টাকা সংগ্রহের জন্য আবেদন করেছে। অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড ৫ কোটি ৭১ লাখ ৫০ হাজার শেয়ার ছেড়ে ৪০০ কোটি ৫ লাখ টাকা সংগ্রহের জন্য আবেদন করেছে। এ প্রতিষ্ঠানটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারে ৬০ টাকা প্রিমিয়ামসহ মোট ৭০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। ওষুধ খাতে তালিকাভুক্তির জন্য আগ্রহী অরিয়ন ফার্মা লিমিটেড ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ৯০ টাকা প্রিমিয়াম চেয়েছে। মোট ১০০ টাকা দরে ৪ কোটি শেয়ার ছেড়ে প্রতিষ্ঠানটি ৪০০ কোটি টাকা সংগ্রহের জন্য আবেদন করেছে। প্রিমিয়ার সিমেন্ট মিলস ৪৭ টাকা দরে ১ কোটি ২০ লাখ শেয়ার ছাড়বে। প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি ৩৭ টাকা প্রিমিয়ামসহ সর্বমোট ৫৬ কোটি ৪০ লাখ টাকা সংগ্রহের জন্য আবেদন করেছে। বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক নামে একটি প্রতিষ্ঠান ৩০ টাকা প্রিমিয়ামসহ মোট ৪০ টাকা দরে ২ কোটি শেয়ার ছাড়বে। প্রতিষ্ঠানটি পুঁজিবাজার থেকে মোট ৮০ কোটি টাকা সংগ্রহের জন্য আবেদন করেছে। গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ ৩ কোটি শেয়ার ছেড়ে ১৮০ কোটি টাকা সংগ্রহের জন্য আবেদন করেছে। আইপিওর জন্য প্রতিষ্ঠানটি ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের মূল্য ৫০ টাকা প্রিমিয়ামসহ ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। আনন্দ শিপিং অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেড ২ কোটি ১২ লাখ শেয়ার ছেড়ে ৮৪ কোটি ৮০ লাখ টাকা সংগ্রহ করার আগ্রহ দেখিয়েছে। প্রতিষ্ঠানটি ৩০ টাকা প্রিমিয়ামসহ শেয়ার প্রতি ৪০ টাকা সংগ্রহ করতে চায়। সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি ২৫ টাকা প্রিমিয়ামসহ ৩৫ টাকা দরে মোট ৯০ লাখ শেয়ার ছাড়ার জন্য এসইসিতে আবেদন করেছে। প্রতিষ্ঠানটি সর্বমোট ৩১ কোটি ৫০ লাখ টাকা সংগ্রহের জন্য আবেদন করেছে। সানফ্লাওয়ার ইন্স্যুরেন্স কোম্পানি ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে কোন প্রিমিয়াম ছাড়াই ১২ কোটি টাকা সংগ্রহের জন্য আবেদন করেছে। অন্যদিকে পুঁজিবাজারের তালিকাভুক্ত ডেল্টা স্পিনার্স লিমিটেড পুনঃগণপ্রস্তাবের (আরপিও) মাধ্যমে নতুন অভিহিত মূল্য ১০ টাকা হিসেবে ৩ কোটি শেয়ার ছাড়তে চায়। পরিবর্তিত অভিহিত মূল্য অনুযায়ী কোম্পানিটি ২০ টাকা প্রিমিয়ামসহ শেয়ারপ্রতি ৩০ টাকা হিসেবে মোট ৯০ কোটি টাকা সংগ্রহ করতে নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করেছে। এছাড়া জেনারেশন নেক্সট, সানলাইফ ইন্স্যুরেন্স ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন বাজারে আইপিও নিয়ে আসতে আবেদন করেছে বলে জানা গেছে।
No comments