ইরাকে আত্মঘাতী হামলায় নিহত ৫৩
মানবজমিন ডেস্ক: ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা শহরে আত্মঘাতী হামলায় শিয়া সমপ্রদায়ের কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৯০ জন আহত হয়। তবে, নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। অনলাইন আল-জাজিরা জানিয়েছে, আত্মঘাতী ওই হামলাকারী পুলিশের পোশাক পরে এ হামলা চালায়। তার কোমরে বোমা দিয়ে তৈরি বিশেষ একটি আত্মঘাতী বেল্ট বাঁধা ছিল। বসরা শহরের পশ্চিমে আল-জুবাইর অঞ্চলে একটি শিয়া মসজিদে নামাজ আদায় করতে যাওয়ার সময় শিয়া মুসলমানদের ওই দলটির ওপর এ হামলা চালানো হয়। মার্কিন সেনা প্রত্যাহারের পর ইরাকে শিয়া-সুন্নি বিরোধ আরও প্রকট আকার ধারণ করছে। দেশটির রাজনৈতিক নেতৃত্বেও বিরোধের সুর বাজছে। ইরাক ক্রমেই দু’ভাগে বিভক্ত হয়ে পড়ছে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
No comments