তত্ত্বাবধায়ক সরকার বহাল না হলে দেশ অনিশ্চয়তার দিকে যাবে: ড. মোশাররফ
স্টাফ রিপোর্টার: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল না হলে দেশ ভয়াবহ অনিশ্চয়তার দিকে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সরকার দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে গেছে। তাই সংসদের আগামী অধিবেশনে বিল এনে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। অন্যথায় দেশ যে সংঘাতের দিকে যাবে তার জন্য সরকারকেই দায়ী থাকতে হবে। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ভিসি ড. মোহাম্মদ মাহবুব উল্লাহর মৃত্যুতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক স্মরণসভায় তিনি একথা বলেন। ড. মোশাররফ বলেন, নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য সব কিছু আগে থেকেই ঠিকঠাক করে রেখে প্রেসিডেন্টকে দিয়ে সরকার একটি নাটক করেছে। পত্রিকায় দেখেছি, বর্তমান প্রধান নির্বাচন কমিশনকেই আবার নিয়োগ দেয়া হবে। বর্তমান প্রধান নির্বাচন কমিশনার অতীতের সব নির্বাচন কমিশনারদের চেয়ে বিতর্কিত। তিনি তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগে ব্যর্থ হয়েছেন। তিনি বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য সব রকমের কৌশল অবলম্বন করেছিলেন। তিনি বলেন, যে সিইসি সকালে এক কথা বিকালে আরেক কথা বলেন, নিজের দেয়া কথা রাখতে পারেন না তাকে পুনঃনিয়োগ দেয়া হলে জনগণ মেনে নেবে না। বিএনপির সিনিয়র এ নেতা বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি এখন গণদাবিতে পরিণত হয়েছে। প্রেসিডেন্টের সংলাপে যে কয়টি দল যোগ দিয়েছে তাদের মধ্যে কয়েকটি ছাড়া অধিকাংশ দল তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে মত দিয়েছে। তারপরও সরকার যদি নিজেদের অধীনে নির্বাচন করতে চায়, তাহলে গণঅভ্যুত্থানের মুখে তাদের পতন হবে। সংগঠনের আহ্বায়ক ও দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সভাপতিত্বে স্মরণসভায় ঢাবির সাবেক প্রো-ভিসি ড. আফম ইউসুফ হায়দার, অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, জাবির সাবেক ভিসি ড. মোস্তাহিদুর রহমান, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. শাহ মোহাম্মদ ফারুক, বিএফইউজের সভাপতি রুহুল আমীন গাজী, ড্যাব সভাপতি ডা. একেএম আজিজুল হক ও প্রকৌশলী আনহ আখতার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। স্মরণসভায় দেশের শিক্ষাখাতে মরহুম অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব উল্লাহর নানা অবদানের কথা তুলে ধরেন বক্তারা।
No comments