সিলেটে ‘গেরিলা’ উৎসব ১৯-২১শে জানুয়ারি
সিলেট অফিস: সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আয়োজনে বিজয়ের ৪০ বছর উপলক্ষে আগামী ১৯, ২০ ও ২১শে জানুয়ারি সিলেট অডিটোরিয়ামের বড় পর্দায় প্রদর্শিত হবে দেশের সাড়া জাগানো ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘গেরিলা’। সৈয়দ শামসুল হক’র উপন্যাস ‘নিষিদ্ধ লোবান’ এবং ১৯৭১’র একজন মুক্তিযোদ্ধার প্রত্যক্ষ অভিজ্ঞতা অবলম্বনে নাসির উদ্দিন ইউসুফ’র চলচ্চিত্র গেরিলা প্রদর্শিত হবে প্রতিদিন সকাল ১১টায়, বিকাল ৩টায় এবং সন্ধ্যা ৬টায়। শুক্রবার সকাল সাড়ে ১০টায়, বেলা ৩টায় ও সন্ধ্যা ৬টায়। প্রদর্শনীর প্রবেশপত্র আগামী ১৮ই জানুয়ারি বুধবার সকাল ১১টা থেকে রিকাবীবাজার সিলেট অডিটোরিয়াম হলে পাওয়া যাবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এবং সিলেটের বিভিন্ন মহলের আগ্রহের কথা চিন্তা করে দ্বিতীয়বারের মতো এই প্রদশর্নীর আয়োজন করা হয়েছে।
No comments