জিপিএ-৫ মাত্র ১০১৪ জন-মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৮.৭১ শতাংশ
আটটি সাধারণ শিক্ষা বোর্ডের সঙ্গে একযোগে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পাসের হার ৮৮ দশমিক ৭১ শতাংশ। গতকাল বুধবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ ফল ঘোষণা করেন। এ সময় মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবদুন নূরসহ অন্যান্য বোর্ডের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেডিসি পরীক্ষায়
জিপিএ-৫ পেয়েছে এক হাজার ১৪ জন, যা শতকরা হিসাবে শূন্য দশমিক ৩৩ ভাগ। জেডিসি পরীক্ষায় এবার তিন লাখ নয় হাজার ৯০২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে দুই লাখ ৭৪ হাজার ৯০৩ জন পাস করে। পরীক্ষার্থীদের মধ্যে এক লাখ ৪০ হাজার ৭৫৫ জন ছাত্র ও এক লাখ ৬৯ হাজার ১৪৭ জন ছাত্রী।
মাদ্রাসা বোর্ডের সেরা ১০: সাধারণ শিক্ষা বোর্ডের মতো মাদ্রাসা শিক্ষা বোর্ডও পাঁচটি মানদণ্ডে সারা দেশে সেরা ২০টি প্রতিষ্ঠান বাছাই করে। এর মধ্যে প্রথম ১০টির নাম প্রকাশ করা হলো। প্রকাশিত ফল অনুযায়ী, প্রথম স্থান পায় তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা (উত্তরা), দ্বিতীয় ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা (ঝালকাঠি) এবং তৃতীয় স্থান পায় আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা (ফেনী)।
বাকি সাতটি প্রতিষ্ঠানের মধ্যে আছে: তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা (যাত্রাবাড়ী), তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা (টঙ্গী), দারুন-নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা (ডেমরা), জামেয়া আহমদীয়া সুন্নীয়া মহিলা দাখিল মাদ্রাসা (চট্টগ্রাম), ধাপ সাতগরা বায়তুল মোকাররম কামিল মাদ্রাসা (রংপুর), হাফেজ আবদুর রাজ্জাক জামেয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা (লালবাগ) ও মোহাম্মদাবাদ ইসলামীয়া আলিম মাদ্রাসা (মিরপুর, ঢাকা)।
মাদ্রাসা বোর্ডের সেরা ১০: সাধারণ শিক্ষা বোর্ডের মতো মাদ্রাসা শিক্ষা বোর্ডও পাঁচটি মানদণ্ডে সারা দেশে সেরা ২০টি প্রতিষ্ঠান বাছাই করে। এর মধ্যে প্রথম ১০টির নাম প্রকাশ করা হলো। প্রকাশিত ফল অনুযায়ী, প্রথম স্থান পায় তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা (উত্তরা), দ্বিতীয় ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা (ঝালকাঠি) এবং তৃতীয় স্থান পায় আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা (ফেনী)।
বাকি সাতটি প্রতিষ্ঠানের মধ্যে আছে: তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা (যাত্রাবাড়ী), তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা (টঙ্গী), দারুন-নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা (ডেমরা), জামেয়া আহমদীয়া সুন্নীয়া মহিলা দাখিল মাদ্রাসা (চট্টগ্রাম), ধাপ সাতগরা বায়তুল মোকাররম কামিল মাদ্রাসা (রংপুর), হাফেজ আবদুর রাজ্জাক জামেয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা (লালবাগ) ও মোহাম্মদাবাদ ইসলামীয়া আলিম মাদ্রাসা (মিরপুর, ঢাকা)।
No comments