সার্কাস দলপতির মহাকাশ যাত্রা

বার এক কানাডিয়ান কোটিপতি সার্কাস উদ্যোক্তা মহাকাশ ভ্রমণের ঘোষণা দিয়েছেন। এর অংশ হিসেবে তিনি ৯ অক্টোবর বিশ্বব্যাপী পরিষ্কার পানি ব্যবহারের প্রয়োজনীয়তা বিষয়ক একটি সরাসরি প্রচারিত অনুষ্ঠানে অংশ নেবেন। মন্ট্রিলভিত্তিক 'সারক দু সোলেইল' সার্কাস দলের প্রতিষ্ঠাতা গাই ল্যালিবার্ট নামের ওই ব্যক্তি তার লাইভ শোতে বিশ্বের ১৪টি দেশ থেকে অনেক সেলিব্রেটি অংশ নেবেন বলে জানিয়েছেন।


এদের মধ্যে আছেন পরিবেশ কর্মী, যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর, আইরিশ ব্যান্ড ইউ২ এবং প্রবীণ রক সঙ্গীত শিল্পী পিটার গ্যাব্রিয়েল প্রমুখ। আগামী ৩০ সেপ্টেম্বর রাশিয়ান খেয়াযান সয়ুজে করে আন্তর্জাতিক মহাকাশ সেটশনের উদ্দেশে রওনা হবেন। ১১ দিনের এ ভ্রমণের মাধ্যমে ৫০ বছর বয়সী ল্যালিবার্ট সপ্তম বেসরকারি 'সেপস ট্যুরিসট'-এর খাতায় নিজের নাম লিখাতে যাচ্ছেন। এ জন্য তাকে গুনতে হচ্ছে ৩৫ মিলিয়ন ডলার। এক সময়ের পথসার্কাস অভিনয় শিল্পী থেকে কোটিপতি বনে যাওয়া ল্যালিবার্ট মহাকাশ অভিযান সম্পর্কে বলেন, 'পৃথিবীর একজন নাগরিক হিসেবে আমি আশা করব, এটি লোকদের নতুনের দিকে ধাবিত করার উৎসাহ যোগাবে।' মস্কো থেকে প্রচারিত একটি ওয়েবভিত্তিক সংবাদ সম্মেলনে তিনি জানান, মহাকাশ সেটশন থেকে দুই ঘণ্টাব্যাপী সরাসরি প্রচারিত পরিষ্কার পানির ব্যবহার এবং গ্রহের পানি সংরক্ষণ বিষয়ক অনুষ্ঠানে অতিথি হতে তার এই ভ্রমণ। তিনি জানান, উন্নত বিশ্বের লাখ লাখ মানুষ পরিষ্কার পানি ব্যবহার না করায় পানিবাহিত রোগ-ব্যাধি এ অঞ্চলগুলোতে স্থায়ী সমস্যা হিসেবে দেখা দিচ্ছে। তিনি জানান, মহাকাশ থেকে অনুষ্ঠানটি লন্ডন, প্যারিস, নিউ ইয়র্ক, মন্ট্রিল, মস্কো, জোহানেসবার্গ, মুম্বাই, মারাকেশ, সিডনি, টোকিও, ম্যাক্সিকো সিটি, রিওডি জেনেরিও, সানতা মনিকা, ক্যালিফোর্নিয়া এবং ফ্লোরিডার টেম্পা শহরের মঞ্চ এবং থিয়েটারগুলোর সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠানটির সমন্বয়কের দায়িত্বে আছে ল্যালিবার্টেরই পরিবেশ বিষয়ক সংগঠন ওয়ান ড্রপ। ওয়ান ড্রপ ডট ওআরজি (ড়হবফৎড়ঢ়.ড়ৎম) এবং এওএল ডট কমের (অঙখ.পড়স) যৌথ ব্যবস্থাপনায় ইন্টারনেটে এটি প্রচারের তালিকায় রয়েছে।

No comments

Powered by Blogger.