কলকাতার হাসপাতালে ১২ শিশুর মৃত্যু
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার একটি শিশু হাসপাতালে গত মঙ্গল ও বুধবার ১২ জন শিশুর মৃত্যু হয়েছে। এসব শিশুর অভিভাবকদের অনেকে অভিযোগ তুলেছেন, এ মৃত্যুর জন্য চিকিৎসায় অবহেলাই দায়ী।
বি সি রায় শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলীপ কুমার পাল জানান, গত মঙ্গল ও বুধবার ওই হাসপাতালে ছয়জন করে ১২ জন শিশু মারা গেছে। গত জুনে ওই হাসপাতালে ২৫ জন শিশুর মৃত্যু ঘটে। অভিভাবকেরা অভিযোগ করছেন, ওই ঘটনার সঙ্গে এবারের ঘটনার মিল রয়েছে।
বি সি রায় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা অবহেলার অভিযোগ অস্বীকার করে বলেন, এসব শিশু ভর্তিই হয়েছিল গুরুতর অবস্থায়।
বি সি রায় শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলীপ কুমার পাল জানান, গত মঙ্গল ও বুধবার ওই হাসপাতালে ছয়জন করে ১২ জন শিশু মারা গেছে। গত জুনে ওই হাসপাতালে ২৫ জন শিশুর মৃত্যু ঘটে। অভিভাবকেরা অভিযোগ করছেন, ওই ঘটনার সঙ্গে এবারের ঘটনার মিল রয়েছে।
বি সি রায় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা অবহেলার অভিযোগ অস্বীকার করে বলেন, এসব শিশু ভর্তিই হয়েছিল গুরুতর অবস্থায়।
No comments