পুরস্কৃত হলেন ‘আরব বসন্ত’ অভ্যুত্থানের পাঁচ কর্মী
আরব বসন্ত’ অভ্যুত্থানের পাঁচজন কর্মী ইউরোপীয় পার্লামেন্টের শাখারভ পুরস্কার জিতেছেন। পার্লামেন্টের একটি সূত্র গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।
পুরস্কার পাওয়া ওই পাঁচ ব্যক্তি হলেন: তিউনিশিয়ার মোহাম্মদ বোওআজিজি (মরণোত্তর), মিসরের আন্দোলন-কর্মী আসমা মাহফুজ, লিবিয়ার ভিন্ন-মতাবলম্বী আহমেদ আল-সানুসি, সিরিয়ার আইনজীবী রাজন জেইতোনেহ ও একই দেশের কার্টুনিস্ট আলি ফারজাত।
মোহাম্মদ বোওআজিজি গত ১৭ ডিসেম্বর তিউনিশিয়ার সিদি বুজিদ শহরে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। এর দুই সপ্তাহ পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর ওই মর্মস্পর্শী ঘটনার পর প্রথমে তিউনিশিয়া, পরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে ‘আরব বসন্ত’ অভ্যুত্থানের ঢেউ। পতন ঘটে তিউনিশিয়ার বেন আলিসহ কয়েকটি দেশের স্বৈরশাসকের।
মোহাম্মদ বোওআজিজির ভাই সেলিম বোওআজিজি এ পুরস্কার তিউনিশিয়ার জনগণের উদ্দেশে উৎসর্গ করেছেন।
মাহফুজ প্রতিষ্ঠাতা করেন মিসরের ইয়ুথ মুভমেন্ট, যেটি অনুপ্রেরণা জোগায় তাহরির স্কয়ারের লাখো জনতাকে।
পুরস্কার পাওয়া ওই পাঁচ ব্যক্তি হলেন: তিউনিশিয়ার মোহাম্মদ বোওআজিজি (মরণোত্তর), মিসরের আন্দোলন-কর্মী আসমা মাহফুজ, লিবিয়ার ভিন্ন-মতাবলম্বী আহমেদ আল-সানুসি, সিরিয়ার আইনজীবী রাজন জেইতোনেহ ও একই দেশের কার্টুনিস্ট আলি ফারজাত।
মোহাম্মদ বোওআজিজি গত ১৭ ডিসেম্বর তিউনিশিয়ার সিদি বুজিদ শহরে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। এর দুই সপ্তাহ পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর ওই মর্মস্পর্শী ঘটনার পর প্রথমে তিউনিশিয়া, পরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে ‘আরব বসন্ত’ অভ্যুত্থানের ঢেউ। পতন ঘটে তিউনিশিয়ার বেন আলিসহ কয়েকটি দেশের স্বৈরশাসকের।
মোহাম্মদ বোওআজিজির ভাই সেলিম বোওআজিজি এ পুরস্কার তিউনিশিয়ার জনগণের উদ্দেশে উৎসর্গ করেছেন।
মাহফুজ প্রতিষ্ঠাতা করেন মিসরের ইয়ুথ মুভমেন্ট, যেটি অনুপ্রেরণা জোগায় তাহরির স্কয়ারের লাখো জনতাকে।
No comments