কেনিয়ার বিরুদ্ধে আল-শাবাবের ‘যুদ্ধ ঘোষণা’
সোমালিয়ার জঙ্গি সংগঠন আল-শাবাব গতকাল বৃহস্পতিবার কেনিয়ার বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ করেছে। কেনিয়া আল-কায়েদার সঙ্গে জড়িত এ জঙ্গি সংগঠনটির বিরুদ্ধে সোমালিয়ায় সেনা পাঠানোর ১২ দিন পর এ ঘোষণা এল।
আল-শাবাবের ঊর্ধ্বতন নেতা শেখ মুকতার রোবো আবু মনসুর এক বিক্ষোভ সমাবেশে বলেন, কেনিয়াকে যুদ্ধ থামাতে বলার সময় পার হয়ে গেছে। একমাত্র উপায় হচ্ছে, তাদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়া। তিনি কেনিয়ার উদ্দেশে বলেন, ‘তুমিই যুদ্ধ শুরু করলে। এবার তোমাকে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।’
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর কাছে ইলাশায় শত শত লোকের এক সমাবেশে আবু মনসুর ঘোষণা করেন, ‘কেনিয়ায় বড় ধরনের হামলা চালানো দরকার। হাতবোমা ছোড়ায় হয়তো কিছুটা ক্ষতি হয়, কিন্তু আমরা চাই তাদের বিরুদ্ধে বড় ধরনের আক্রমণ।
আল-শাবাবের ঊর্ধ্বতন নেতা শেখ মুকতার রোবো আবু মনসুর এক বিক্ষোভ সমাবেশে বলেন, কেনিয়াকে যুদ্ধ থামাতে বলার সময় পার হয়ে গেছে। একমাত্র উপায় হচ্ছে, তাদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়া। তিনি কেনিয়ার উদ্দেশে বলেন, ‘তুমিই যুদ্ধ শুরু করলে। এবার তোমাকে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।’
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর কাছে ইলাশায় শত শত লোকের এক সমাবেশে আবু মনসুর ঘোষণা করেন, ‘কেনিয়ায় বড় ধরনের হামলা চালানো দরকার। হাতবোমা ছোড়ায় হয়তো কিছুটা ক্ষতি হয়, কিন্তু আমরা চাই তাদের বিরুদ্ধে বড় ধরনের আক্রমণ।
No comments