ফিরে দেখা by ক্যাসপার ডেভিড ফ্রেডরিখ

জার্মান নিসর্গভিত্তিক রোমান্টিক (খধহফংপধঢ়ব) চিত্রকর ক্যাসপার ডেভিড ফ্রেডরিখ ১৭৭৪ সালের ৫ সেপ্টেম্বর গ্রিফসওয়াল্ডে জন্মগ্রহণ করেন। জার্মান রোমান্টিক ধারার অন্যতম পুরোধা তিনি। আঁধারের পটভূমিতে তুলির আঁচড়ে রূপ ফুটিয়ে তোলাই ছিল তার বৈশিষ্ট্য। প্রকৃতির ধ্যানই ছিল একজন শিল্পী হিসেবে তার প্রাথমিক চিন্তাধারা। জন্মস্থান গ্রিফসওয়াল্ডেই ডেভিড শিল্পের ওপর পড়াশোনা শুরু করেন।


১৭৯৮ সাল পর্যন্ত তিনি কোপেনহেগেনে পড়াশোনা করেন। এরপর ড্রেসাজেন চলে আসেন। ইউরোপজুড়ে যখন বস্তুবাদী ধ্যান-ধারণা ক্রমেই বাড়ছিল, তখনই তার আগমন ঘটে। ১৭৯০ সালে ডেভিডের প্রাতিষ্ঠানিক পড়াশোনার শুরু ইউনিভার্সিটি অব গ্রিফসওয়াল্ডে। ডেভিডের মা সোফিয়া ডরেথি বেকলি ১৭৮১ সালে মৃত্যুবরণ করেন। এ সময় তার বয়স ছিল মাত্র ৭। এর পরের বছর তার বোন মারা যান। তার ২য় বোন মারা যান ১৭৯১ সালে টাইফয়েডে। এ মৃত্যুগুলো তার শৈশবে গভীর প্রভাব ফেলে। ১৮০৭ সালে ডেভিড তার উল্লেখযোগ্য চিত্রকর্ম সম্পন্ন করেন। এ চিত্রকর্মটির নাম দি ক্রস ইন দ্য মাউন্টেইনস। ১৮১৮ সালের ২১ জানুয়ারি তিনি ক্যারোলিন বোমারকে বিয়ে করেন। জীবনের শেষ ১৫ বছরে ডেভিডের আকাশছোঁয়া খ্যাতিতে কিছুটা ভাটা পড়ে। ১৮৪০ সালের ৭ মে তিনি পরলোকগমন করেন। -ইমরান রহমান

No comments

Powered by Blogger.