আবার হিন্দি ছবিতে জেমস by মেহেদী মাসুদ
‘ভিগি ভিগি’ (গ্যাংস্টার), ‘চলে চলে’ (ও
লামহে) এবং ‘আলবিদা’ ও ‘রিস্তে’র (মেট্রো) পর বাংলাদেশের জেমস আবার গান
গেয়েছেন হিন্দি ছবিতে। এবারের ছবির নাম ওয়ার্নিং।
পরিচালক অনুভব সিনহা। এই ছবিতে জেমস গেয়েছেন টাইটেল গান, ‘বেভাসি’। গানের কথা লিখেছেন কুমার, সুর করেছেন মিট-ব্রস-অঞ্জন।
গত বুধবার ভারতের মুম্বাই ফিল্ম সিটির কমলিস্তান স্টুডিওতে টানা ১৬ ঘণ্টা গানটির মিউজিক ভিডিওর শুটিং হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছেন জেমস। বিমানবন্দরে কথা হলো তাঁর সঙ্গে। ‘বেভাসি’ গানের মিউজিক ভিডিও নিয়ে তিনি বলেন, ‘হিন্দি ছবিতে আমি আরও চারটি গান গেয়েছি। তবে এবারের গানটি একেবারেই আলাদা। গানটির মিউজিক ভিডিওতে ত্রিমাত্রিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আর শুটিং হয়েছে সেভাবেই। তাই অভিজ্ঞতা একটু অন্য রকম।’
জেমস ও তাঁর ব্যান্ড নগরবাউলের মুখপাত্র রবিন ঠাকুর বলেন, ‘পুরো গানটির দৃশ্যায়ন করা হয়েছে পানির নিচে। ১৫ ফেব্রুয়ারি থেকে ভারতের বিভিন্ন টিভি চ্যানেলে মিউজিক ভিডিওটি দেখা যাবে। আর তা ছবির প্রচারণার কাজেও ব্যবহার করা হবে। সারা ভারতে ছবিটি মুক্তি পাবে আগামী ২২ মার্চ। ছবিতে গানটি তো থাকছেই, তবে মিউজিক ভিডিওটি থাকবে কি না, তা পরিচালকই ভালো বলতে পারবেন।’
রবিন ঠাকুর জানান, এক মাসের সংগীতসফরে আজ শুক্রবার সকালে দেশের বাইরে যাচ্ছেন জেমস ও নগরবাউল। এই সফরে তাঁরা গান করবেন যুক্তরাজ্যের লন্ডন (৩ ফেব্রুয়ারি); অস্ট্রেলিয়ার অ্যাডিলেড (৯ ফেব্রুয়ারি), পার্থ (১০ ফেব্রুয়ারি), মেলবোর্ন (১৬ ফেব্রুয়ারি), সিডনি (১৭ ফেব্রুয়ারি) ও নিউজিল্যান্ডের অকল্যান্ডে (২৪ ফেব্রুয়ারি)।
গত বুধবার ভারতের মুম্বাই ফিল্ম সিটির কমলিস্তান স্টুডিওতে টানা ১৬ ঘণ্টা গানটির মিউজিক ভিডিওর শুটিং হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছেন জেমস। বিমানবন্দরে কথা হলো তাঁর সঙ্গে। ‘বেভাসি’ গানের মিউজিক ভিডিও নিয়ে তিনি বলেন, ‘হিন্দি ছবিতে আমি আরও চারটি গান গেয়েছি। তবে এবারের গানটি একেবারেই আলাদা। গানটির মিউজিক ভিডিওতে ত্রিমাত্রিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আর শুটিং হয়েছে সেভাবেই। তাই অভিজ্ঞতা একটু অন্য রকম।’
জেমস ও তাঁর ব্যান্ড নগরবাউলের মুখপাত্র রবিন ঠাকুর বলেন, ‘পুরো গানটির দৃশ্যায়ন করা হয়েছে পানির নিচে। ১৫ ফেব্রুয়ারি থেকে ভারতের বিভিন্ন টিভি চ্যানেলে মিউজিক ভিডিওটি দেখা যাবে। আর তা ছবির প্রচারণার কাজেও ব্যবহার করা হবে। সারা ভারতে ছবিটি মুক্তি পাবে আগামী ২২ মার্চ। ছবিতে গানটি তো থাকছেই, তবে মিউজিক ভিডিওটি থাকবে কি না, তা পরিচালকই ভালো বলতে পারবেন।’
রবিন ঠাকুর জানান, এক মাসের সংগীতসফরে আজ শুক্রবার সকালে দেশের বাইরে যাচ্ছেন জেমস ও নগরবাউল। এই সফরে তাঁরা গান করবেন যুক্তরাজ্যের লন্ডন (৩ ফেব্রুয়ারি); অস্ট্রেলিয়ার অ্যাডিলেড (৯ ফেব্রুয়ারি), পার্থ (১০ ফেব্রুয়ারি), মেলবোর্ন (১৬ ফেব্রুয়ারি), সিডনি (১৭ ফেব্রুয়ারি) ও নিউজিল্যান্ডের অকল্যান্ডে (২৪ ফেব্রুয়ারি)।
No comments