শান্তিরক্ষা মিশনে ড্রোন ব্যবহার করতে চায় জাতিসংঘ

শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে প্রথমবারের মতো ড্রোন (চালকবিহীন বিমান) ব্যবহারের চিন্তা-ভাবনা করেছে জাতিসংঘ। বেসামিরক নাগরিকের জানমাল রক্ষা এবং শান্তিরক্ষা মিশনের সক্ষমতা বাড়াতে এ উদ্যোগ নিতে চায় জাতিসংঘ।
গত মঙ্গলবার প্রাথমিকভাবে এ সংক্রান্ত প্রস্তাব নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হয়েছে। প্রস্তাবে প্রথমে মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে ড্রোন ব্যবহারের পক্ষে সমর্থন চাওয়া হয়েছে। তবে ড্রোন ব্যবহারের মাধ্যমে জাতিসংঘ যে সব তথ্য পাবে পরবর্তীতে যুক্তরাষ্ট্রসহ শক্তিশালী রাষ্ট্রগুলো নিজেদের প্রয়োজনে তা ব্যবহার করবে বলে আশঙ্কা রয়েছে।
মঙ্গলবার শান্তিরক্ষা মিশনের প্রধান হার্ভ ল্যাডসাস কঙ্গোতে ড্রোন ব্যবহারের প্রস্তাব নিরাপত্তা পরিষদে তোলেন। সূত্র : এপি।


No comments

Powered by Blogger.