জনসমক্ষে কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রো
কিউবার ৮৬ বছর বয়সী প্রবীণ বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রো পুনরায় জনসমক্ষে হাজির হলেন। ভেনিজুয়েলার এক রাজনীতিক জওয়া ব্যাকের সঙ্গে তিনি হাভানার একটি হোটেলে সাক্ষাৎ করেন। বর্ষীয়ান এ রাজনীতিবিদের স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা-কল্পনা ও গুজব চলছিলো।
জনসমক্ষে তার অনুপস্থিতিতে বিষয়টি আরও বেশি প্রকট হয়। অনেকেই ধারণা করেছিলেন, ফিদেল ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুশয্যায়। সেটা আবারও ভুল প্রমাণ করলেন তিনি। বুঝিয়ে দিলেন, বেশ ভালোভাবেই বেঁচে আছেন তিনি। দীর্ঘ ৫ দশক কিউবার নেতৃত্ব দিয়েছিলেন ফিদেল।
এরপর অসুস্থ হয়ে পড়ায় সরে দাঁড়ান তিনি। গতকাল ৫ ঘণ্টার এক বৈঠকে অংশ নেন দুই দেশের রাজনীতিবিদ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। হোটেলটির ম্যানেজার অ্যান্টোনিও মার্টিনেজও ফিদেল ক্যাস্ট্রোর সঙ্গে ছবি তুলেছেন। অ্যান্টোনিও জানান, এ সময় ফিদেলের স্ত্রী ডালিয়া সোতো দেল ভ্যালেও তার সঙ্গে ছিলেন।
No comments