মহাঅষ্টমী আজ
সনাতন হিন্দু সমপ্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের তৃতীয় দিন মহাঅষ্টমী আজ। ষষ্ঠী ও সপ্তমী শেষে দেবীকে অঞ্জলি প্রদানের গুরুত্বপূর্ণ দিন আজ। প্রত্যূষে দেবী দুর্গার মহাঅষ্টমী বিহিত পূজার মধ্যদিয়ে ভক্ত পূজারীরা দিন শুরু করবেন আজ।
ঢাকা ও নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশন ছাড়াও দেশের বেশ ক’টি স্থানে কুমারী পূজা অনুষ্ঠিত হবে। এছাড়া মধ্যাহ্নে পূজামণ্ডপগুলোতে অঞ্জলির পরপরই অনুষ্ঠিত হবে মহাপ্রসাদ বিতরণ। সন্ধ্যায় হবে সন্ধি পূজা। বরাবরের মতো রাজধানীর রামকৃষ্ণ মঠে শারদীয় দুর্গাপূজার অষ্টমীতে কুমারী পূজার সবচেয়ে বর্ণাঢ্য আয়োজন হবে। ইতিমধ্যেই সকল আয়োজন সম্পন্ন হয়েছে।এদিন সারা দেশের পূজামণ্ডপগুলোতে ব্যাপক ভক্ত সমাগম হবে বলে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সপ্তমী, অষ্টমী, নবমী- এ তিন দিনের মধ্যে অষ্টমী পূজাকে গুরুত্ব সহকারে নেয়া হয়। এজন্য দেবীকে অঞ্জলি প্রদানের জন্য হিন্দুধর্মাবলম্বীরা ঘরে ঘরে উপবাস পালন করেন। অষ্টমী পূজা শেষ করে দেবীকে অঞ্জলি প্রদানের পর উপবাস সমাপ্ত করেন তারা। এদিকে নানা আয়োজনের মধ্য দিয়ে মহাসপ্তমী পূজা শেষ হয়েছে গতকাল। সপ্তমী পালনে আনন্দ-উৎসব ও ধুপ আরতিতে মুখরিত ছিল বিভিন্ন মণ্ডপ প্রাঙ্গণ। মহাঅষ্টমী উপলক্ষে বিভিন্ন মণ্ডপে পালিত হবে কুমারী পূজা। নিয়ম অনুযায়ী ৫ থেকে ৭ বছরের কন্যাশিশুকে কুমারী পূজার দেবী হিসেবে মূল প্রতিমার কাছাকাছি অধিষ্ঠিত করা হয়। দেবীজ্ঞানে সকলের মধ্যে মাতৃভাব সঞ্চার করাই এ পূজার মূল লক্ষ্য। ক্ষেত্রবিশেষে ১ থেকে ১৬ বছর বয়সী কন্যাশিশুও এ পূজার উপযুক্ত। বয়স অনুযায়ী এদের নাম হয়ে থাকে সন্ধ্যা, সরস্বতী, ত্রিধামূর্তি, কালিকা, সুভগা, উমা, মালিনী, কুব্জিকা, অপরাজিতা, কালসন্দর্ভা, রুদ্রানি, ভৈরবী, মহালক্ষ্মী, পীঠনায়িকা, ক্ষেত্রঞ্জা ও অম্বিকা। এ ১৬টি নামে এরা বয়স অনুযায়ী পূজিত হয়। তবে রূপ লাবণ্যময়ী কন্যাশিশুকে কুমারী পূজার জন্য বিশেষভাবে নির্বাচন করা হয়। এজন্য কুমারী পূজা মহাশক্তিরই পূজা। কুমারী হলো কন্যা। মহাশক্তির বীজস্বরূপা। দেবীপুরাণ মতে কুমারী পূজার বিধান রয়েছে। এছাড়া কালী পূজা, জগদ্ধাত্রী পূজায়ও কুমারী পূজার বিধান রয়েছে। মহানির্বাণতন্ত্র্ত্রে কুমারী পূজাকে নারী পূজা হিসেবে দেখানো হয়েছে- যা কৌলধর্মের সাধনা।
No comments