অজগর ধরে বনে ফেরানোয় উল্লাস
সিলেটের খাদিমনগর জাতীয় উদ্যানের সংরক্ষিত বন থেকে একটি অজগর গতকাল রোববার সকালে নগরের টিলাগড় এলাকার একটি গাছে আশ্রয় নেয়। পরে সাপুড়েদের সহায়তায় এলাকাবাসী সাপটি অক্ষত অবস্থায় গাছ থেকে ধরে এনে উল্লাসে মেতে ওঠে। এবং সাপটিকে বন বিভাগে ফিরিয়ে দেওয়া হয়।
খাদিনগর জাতীয় উদ্যানে বেসরকারি সংস্থা আইপ্যাক প্রকল্পের মাঠ কর্মকর্তা অর্জুন পাল বলেন, আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে এ সময় অজগর বন থেকে বের হয়ে লোকালয়ে চলে আসে। বেশির ভাগ সময়ই অসচেতনতার কারণে লোকালয়ে আসা সাপকে লোকজন মেরে ফেলে।
এলাকাবাসী জানান, সকালে টিলাগড় এলাকায় নেমে আসে অজগরটি। একপর্যায়ে বেতার স্টেশনের পুকুরপাড়ের অর্জুনগাছে সাপটি আশ্রয় নেয়। অজগরটি দেখে এলাকাবাসী বন বিভাগ ও সাপুড়ে দলকে খবর দেয়। পরে সাপুড়েরা এসে সাপটি গাছ থেকে ধরে আনে।
অজগর ধরায় নেতৃত্ব দেওয়া সাপুড়ে দলের প্রধান আবু তাহের বলেন, অজগর মানুষের কোনো ক্ষতি করে না। খাবারের সন্ধানে কিংবা শীত ও গরমকালে আবহাওয়া পরিবর্তনের সময় অজগর লোকালয়ে আসে।
এলাকাবাসী জানান, সকালে টিলাগড় এলাকায় নেমে আসে অজগরটি। একপর্যায়ে বেতার স্টেশনের পুকুরপাড়ের অর্জুনগাছে সাপটি আশ্রয় নেয়। অজগরটি দেখে এলাকাবাসী বন বিভাগ ও সাপুড়ে দলকে খবর দেয়। পরে সাপুড়েরা এসে সাপটি গাছ থেকে ধরে আনে।
অজগর ধরায় নেতৃত্ব দেওয়া সাপুড়ে দলের প্রধান আবু তাহের বলেন, অজগর মানুষের কোনো ক্ষতি করে না। খাবারের সন্ধানে কিংবা শীত ও গরমকালে আবহাওয়া পরিবর্তনের সময় অজগর লোকালয়ে আসে।
No comments