চলে গেলেন যশ চোপড়া
বলিউডের খ্যাতিমান নির্মাতা, প্রযোজক ও চিত্রনাট্যকার যশ চোপড়া আর নেই। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির এক সপ্তাহের মাথায় গতকাল রবিবার তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মুম্বাইয়ের বান্দ্রায় লীলাবতী হাসপাতালের চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অনেক দিন ধরে ডেঙ্গুতে
ভুগছিলেন যশ চোপড়া। তবে শুরুতে ততটা পাত্তা দেননি। অবস্থার অবনতি হলে গত ১৩ অক্টোবর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শেষে বেশ কয়েকটি অঙ্গ অচল হয়ে পড়ায় তাঁর মৃত্যু ঘটে।
তাঁর পরিচালিত প্রথম ছবি ধুল কা ফুল মুক্তি পায় ১৯৫৯ সালে। 'কিং অব রোমান্স' নামে পরিচিতি পাওয়া যশ চোপড়ার প্রযোজিত ও পরিচালিত ছবিগুলোর মধ্যে কাভি কাভি, দুসরা আদমি, কালা পাথর, সিলসিলা, দিওয়ার, ত্রিশূল, চাঁদনি, ডর, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, মহাব্বতে, পরম্পরা, ফানা, চাক দে ইন্ডিয়া, ধুম ও ধুম-টু ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে। দিল তো পাগল হ্যায় (১৯৯৮) ও বীর জারা (২০০৫) সিনেমার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
১৯৩২ সালের ২৭ সেপ্টেম্বর লাহোরে জন্ম নেওয়া যশ চোপড়া গত সেপ্টেম্বরে চলচ্চিত্র পরিচালনা থেকে অবসর নেন।
তাঁর পরিচালিত প্রথম ছবি ধুল কা ফুল মুক্তি পায় ১৯৫৯ সালে। 'কিং অব রোমান্স' নামে পরিচিতি পাওয়া যশ চোপড়ার প্রযোজিত ও পরিচালিত ছবিগুলোর মধ্যে কাভি কাভি, দুসরা আদমি, কালা পাথর, সিলসিলা, দিওয়ার, ত্রিশূল, চাঁদনি, ডর, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, মহাব্বতে, পরম্পরা, ফানা, চাক দে ইন্ডিয়া, ধুম ও ধুম-টু ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে। দিল তো পাগল হ্যায় (১৯৯৮) ও বীর জারা (২০০৫) সিনেমার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
১৯৩২ সালের ২৭ সেপ্টেম্বর লাহোরে জন্ম নেওয়া যশ চোপড়া গত সেপ্টেম্বরে চলচ্চিত্র পরিচালনা থেকে অবসর নেন।
No comments