আজমকে সুবিধাজনক জায়গায় জিজ্ঞাসাবাদ করা হতে পারেঃ দুদক চেয়ারম্যান
সাবেক রেলপথমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুক তালুকদারের গাড়িচালক আজম খানকে তার সুবিধাজনক স্থানে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান।
সোমবার সন্ধ্যায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে অনানুষ্ঠানিক এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
দুদক চেয়ারম্যান বলেন, ``না আসতে পারার কারণ দেখিয়ে সে (আজম খান) যদি গ্রহণযোগ্য ব্যাখ্যা দেয় তাহলে তার প্রতি দুদক নমনীয় থাকবে।``
জিজ্ঞাসাবাদ দুদকের প্রধান কার্যালয়ে হবে কি-না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ``আজমকে সুবিধাজনক জায়গায় জিজ্ঞাসাবাদ করা হতে পারে।``
তবে আজমের অবস্থান জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছু বলেননি।
এদিকে এর আগে দুদক চেয়ারম্যান সুরঞ্জিতকে তদন্তের স্বার্থে পূর্ব রেলে নিয়োগ বাণিজ্যের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানালেও সোমবার সাংবাদিকদের বলেন, ``সুরঞ্জিতকে ডাকার যুক্তিযুক্ত কারণ এখনো আমার জানা নেই।"
কানাডীয় পুলিশের তথ্য এখনও পায়নি দুদক
পদ্মাসেতুর পরামর্শক নিয়োগ দুর্নীতির বিষয়ে কানাডীয় পুলিশের কাছ থেকে এখনও কোনো তথ্য দুদকের কাছে আসেনি বলেও জানান গোলাম রহমান।
তিনি বলেন, ``অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে কানাডায় মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠানো হয়েছে। তবে কানাডা থেকে কোন জবাব পাওয়া যায়নি।``
গোলাম রহমান বলেন, ``কানাডা থেকে তথ্য পাইনি। তাদের সঙ্গে সরাসরি যোগাযোগের কোন ব্যবস্থা নেই। যোগাযোগ করতে হলে অ্যাটির্নি জেনারেলের মাধ্যমেই করতে হবে।``
প্রসঙ্গত, কানাডিয়ান মাউন্টেড পুলিশ বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক ইসমাইল এবং ভারতীয় বংশোদ্ভূত রমেশ সাহার বাসা থেকে উদ্ধার করা ল্যাপটপ ও ডায়েরিতে পদ্মাসেতু প্রকল্পে ঘুষের কিছু তথ্য পায়।
এ তথ্য উদঘাটন করতেই দুদক কানাডার কাছে পদ্মাসেতুর দুর্নীতি বিষয়ে তথ্য চেয়েছে।
এদিকে গত রোববার এক অনুষ্ঠানে বিশ্বব্যাংকের বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি (কান্ট্রি ডিরেক্টর) অ্যালেন গোল্ডস্টেইন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, ``সেতুর কাজ ও দুর্নীতির তদন্ত একই সঙ্গে চলুক, বিশ্বব্যাংক তা চায়।``
তার এ কথার প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, ``তার এ বক্তব্যকে সাধুবাদ ও অভিনন্দন জানাই। তদন্ত প্রক্রিয়ার জন্য অপেক্ষা না করে দেশের স্বার্থে বাস্তবায়ন করা প্রয়োজন।``
এ বিষয়ে দুদকের তদন্ত সম্পর্কে তিনি বলেন, “আমরা গভীরভাবে অনুসন্ধান করেছি। অনুসন্ধানের পর এফআইআর (প্রাথমিক তদন্ত প্রতিবেদন) করা হবে।”
বিশ্বব্যাংক আরো যে বিষয়ে জানতে চেয়েছে তার তথ্য অচিরেই দেওয়া হবে বলেও জানান তিনি।
তবে কি ধরনের তথ্য বিশ্বব্যাংক চেয়েছে সে ব্যাপারে গোলাম রহমান বিস্তারিত কিছু বলেনি।
জিজ্ঞাসাবাদ দুদকের প্রধান কার্যালয়ে হবে কি-না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ``আজমকে সুবিধাজনক জায়গায় জিজ্ঞাসাবাদ করা হতে পারে।``
তবে আজমের অবস্থান জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছু বলেননি।
এদিকে এর আগে দুদক চেয়ারম্যান সুরঞ্জিতকে তদন্তের স্বার্থে পূর্ব রেলে নিয়োগ বাণিজ্যের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানালেও সোমবার সাংবাদিকদের বলেন, ``সুরঞ্জিতকে ডাকার যুক্তিযুক্ত কারণ এখনো আমার জানা নেই।"
কানাডীয় পুলিশের তথ্য এখনও পায়নি দুদক
পদ্মাসেতুর পরামর্শক নিয়োগ দুর্নীতির বিষয়ে কানাডীয় পুলিশের কাছ থেকে এখনও কোনো তথ্য দুদকের কাছে আসেনি বলেও জানান গোলাম রহমান।
তিনি বলেন, ``অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে কানাডায় মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠানো হয়েছে। তবে কানাডা থেকে কোন জবাব পাওয়া যায়নি।``
গোলাম রহমান বলেন, ``কানাডা থেকে তথ্য পাইনি। তাদের সঙ্গে সরাসরি যোগাযোগের কোন ব্যবস্থা নেই। যোগাযোগ করতে হলে অ্যাটির্নি জেনারেলের মাধ্যমেই করতে হবে।``
প্রসঙ্গত, কানাডিয়ান মাউন্টেড পুলিশ বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক ইসমাইল এবং ভারতীয় বংশোদ্ভূত রমেশ সাহার বাসা থেকে উদ্ধার করা ল্যাপটপ ও ডায়েরিতে পদ্মাসেতু প্রকল্পে ঘুষের কিছু তথ্য পায়।
এ তথ্য উদঘাটন করতেই দুদক কানাডার কাছে পদ্মাসেতুর দুর্নীতি বিষয়ে তথ্য চেয়েছে।
এদিকে গত রোববার এক অনুষ্ঠানে বিশ্বব্যাংকের বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি (কান্ট্রি ডিরেক্টর) অ্যালেন গোল্ডস্টেইন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, ``সেতুর কাজ ও দুর্নীতির তদন্ত একই সঙ্গে চলুক, বিশ্বব্যাংক তা চায়।``
তার এ কথার প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, ``তার এ বক্তব্যকে সাধুবাদ ও অভিনন্দন জানাই। তদন্ত প্রক্রিয়ার জন্য অপেক্ষা না করে দেশের স্বার্থে বাস্তবায়ন করা প্রয়োজন।``
এ বিষয়ে দুদকের তদন্ত সম্পর্কে তিনি বলেন, “আমরা গভীরভাবে অনুসন্ধান করেছি। অনুসন্ধানের পর এফআইআর (প্রাথমিক তদন্ত প্রতিবেদন) করা হবে।”
বিশ্বব্যাংক আরো যে বিষয়ে জানতে চেয়েছে তার তথ্য অচিরেই দেওয়া হবে বলেও জানান তিনি।
তবে কি ধরনের তথ্য বিশ্বব্যাংক চেয়েছে সে ব্যাপারে গোলাম রহমান বিস্তারিত কিছু বলেনি।
No comments