ফ্যাক্টস- গরু
গরু সিঁড়ি বেয়ে ওপরে উঠতে পারে, নিচে নামতে পারে না। কারণ, গরুর হাঁটু পুরোপুরি ভাঁজ হয় না। সারা জীবনে একটি গরু দুই লাখ গ্লাস দুধ দেয়। গরু দিনে ১৪ বার ওঠে-বসে। প্রতিদিন গড়ে ছয়-সাত ঘণ্টা খাবার গলাধঃকরণ করে গরু, জাবর কাটে আট ঘণ্টার মতো।
প্রতি মিনিটে ৫০ বার জাবর কাটে একটি গরু।
এক দিনে একটি সুস্থ গরুর চোয়াল নড়ে ৪০ হাজার বারের মতো।
দিনে ৩৫ গ্যালন পানি পান করতে পারে একটি গরু।
গরু ঘাস কামড়াতে পারে না, জিহ্বা দিয়ে কেবল বাঁকাতে পারে। এভাবেই ঘাস নরম করে গিলে ফেলে এবং পরে জাবর কেটে হজম করে।
গরুর দৃষ্টিসীমা ৩৬০ ডিগ্রি কোণ পর্যন্ত বিস্তৃত।
গরুর ঘ্রাণশক্তি ভীষণ প্রখর, ছয় মাইল দূরের কিছুরও ঘ্রাণ শোঁকতে পারে এই প্রাণী।
এক হাজার পাউন্ড ওজনের একটি গরু প্রতিবছর গড়ে ১০ টন গোবর দেয়।
এক দিনে ৩০ পাউন্ড মূত্র এবং ৬৫ পাউন্ড গোবর ত্যাগ করে গরু।
দুনিয়ার ৯০ শতাংশ দুধের চাহিদা পূরণ করে গরু।
গরু রং চেনে।
গরুর গড় আয়ু ২৫ বছর। এটা বুঝতে পারবেন গরুর শিংয়ের রিং গুনলে। তবে তার আগে নিশ্চিত হয়ে নিন গরুর শিং আছে কি না।
এক দিনে একটি সুস্থ গরুর চোয়াল নড়ে ৪০ হাজার বারের মতো।
দিনে ৩৫ গ্যালন পানি পান করতে পারে একটি গরু।
গরু ঘাস কামড়াতে পারে না, জিহ্বা দিয়ে কেবল বাঁকাতে পারে। এভাবেই ঘাস নরম করে গিলে ফেলে এবং পরে জাবর কেটে হজম করে।
গরুর দৃষ্টিসীমা ৩৬০ ডিগ্রি কোণ পর্যন্ত বিস্তৃত।
গরুর ঘ্রাণশক্তি ভীষণ প্রখর, ছয় মাইল দূরের কিছুরও ঘ্রাণ শোঁকতে পারে এই প্রাণী।
এক হাজার পাউন্ড ওজনের একটি গরু প্রতিবছর গড়ে ১০ টন গোবর দেয়।
এক দিনে ৩০ পাউন্ড মূত্র এবং ৬৫ পাউন্ড গোবর ত্যাগ করে গরু।
দুনিয়ার ৯০ শতাংশ দুধের চাহিদা পূরণ করে গরু।
গরু রং চেনে।
গরুর গড় আয়ু ২৫ বছর। এটা বুঝতে পারবেন গরুর শিংয়ের রিং গুনলে। তবে তার আগে নিশ্চিত হয়ে নিন গরুর শিং আছে কি না।
No comments